ETV Bharat / state

নিউটাউনে 2 ট্রাক ভরতি নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেপ্তার 6 - 6 arrested

কাজ করছিল বড়সড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র । গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে CID । উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে ।

মাদক পাচার
author img

By

Published : Aug 29, 2019, 10:36 PM IST

কলকাতা, 29 অগাস্ট : রীতিমতো ট্রাকে করে নিষিদ্ধ কাফ সিরাপ বের করা হচ্ছিল নিউটাউন থেকে । কাজ করছিল বড়সড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র । গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে CID । উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে । গোয়েন্দাদের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল ।

বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আশক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশ যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) প্রচুর ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । এমন কী আজও গাইঘাটা সীমান্ত থেকে 2000 বোতল ফেনসিডিল উদ্ধার করে BSF । সমীর মণ্ডল নামে গাইঘাটার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে BSF । সমীর মণ্ডলকে নার্কোটিকস কন্ট্রোল বিওরো(NCB)-র হাতে হস্তান্তর করে BSF । তারপরও পাচারকারীদের অবশ্য কোনও হেলদোল নেই । স্মাগলাররা চোরাগোপ্তা ভাবে বাংলাদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।


গতরাতে গোপন সূত্রে খবর পায় CID । সোর্স খবর দেয়, রাতেই নিউটাউন এলাকা থেকে রওনা দেবে 2 ট্রাক ফেনসিডিল । সেইমতো নারকেল বাগান এলাকায় দুটি ট্রাক আটক করা হয় । সেগুলিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 36 হাজার বোতল ফেনসিডিল । যার বাজার মূল্য 56 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আজ়াদ খান, সরজিৎ খান, শংকর হালুই, কৃপাল সিং এবং আনন্দ মণ্ডলকে । ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হলে 14 দিনের CID হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

কলকাতা, 29 অগাস্ট : রীতিমতো ট্রাকে করে নিষিদ্ধ কাফ সিরাপ বের করা হচ্ছিল নিউটাউন থেকে । কাজ করছিল বড়সড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র । গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে CID । উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে । গোয়েন্দাদের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল ।

বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আশক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশ যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) প্রচুর ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । এমন কী আজও গাইঘাটা সীমান্ত থেকে 2000 বোতল ফেনসিডিল উদ্ধার করে BSF । সমীর মণ্ডল নামে গাইঘাটার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে BSF । সমীর মণ্ডলকে নার্কোটিকস কন্ট্রোল বিওরো(NCB)-র হাতে হস্তান্তর করে BSF । তারপরও পাচারকারীদের অবশ্য কোনও হেলদোল নেই । স্মাগলাররা চোরাগোপ্তা ভাবে বাংলাদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।


গতরাতে গোপন সূত্রে খবর পায় CID । সোর্স খবর দেয়, রাতেই নিউটাউন এলাকা থেকে রওনা দেবে 2 ট্রাক ফেনসিডিল । সেইমতো নারকেল বাগান এলাকায় দুটি ট্রাক আটক করা হয় । সেগুলিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 36 হাজার বোতল ফেনসিডিল । যার বাজার মূল্য 56 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আজ়াদ খান, সরজিৎ খান, শংকর হালুই, কৃপাল সিং এবং আনন্দ মণ্ডলকে । ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হলে 14 দিনের CID হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Intro:কলকাতা, 29 অগাস্ট: রীতিমতো ট্রাকে করে নিষিদ্ধ কাফ সিরাপ বের করা হচ্ছিল নিউ টাউন থেকে। কাজ করছিল বড়োসড়ো আন্তর্জাতিক মাদক পাচার চক্র। গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে সিআইডি। উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। গোয়েন্দাদের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল। Body:বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক। যুব সমাজের অনেকেই এই নেশায় আশক্ত। দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশ যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল। শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স প্রচুর ফেন্সিডিল আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এমনকি আজও গাইঘাটা সীমান্ত থেকে 2000 বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ । সমীর মন্ডল নামে গাইঘাটার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে বিএসএফ । সমীর মণ্ডলকে Narcotics Control Bureau (NCB) হস্তান্তর করে বিএসএফ।তারপরেও পাচারকারীদের অবশ্য কোনও হেলদোল নেই। স্মাগলাররা চোরাগোপ্তা ভাবে বাংলাদেশে ফেনসিডিল পাচার করছে। গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই।
Conclusion:গতরাতে গোপন সূত্রে খবর পায় সিআইডি। সোর্স খবর দেয়, রাতেই নিউটাউন এলাকা থেকে রওনা দেবে 2 ট্রাক ফেনসিডিল। সেইমতো নারকেল বাগান এলাকায় দুটি ট্রাক আটক করা হয়। সেগুলিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 36 হাজার বোতল ফেনসিডিল। যার বাজার মূল্য 56 লাখ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আজাদ খান, সরজিৎ খান, শংকর হালুই, কৃপাল সিং এবং আনন্দ মণ্ডলকে। ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হলে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.