ETV Bharat / state

Dengue Situation in Bengal: আগামী এক সপ্তাহের মধ্যে অনেকটাই কমবে ডেঙ্গি, নবান্নে জানালেন মুখ্যসচিব - ডেঙ্গি নিয়ে সচেতন নবান্ন

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ৷ তবে নবান্নে মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, গত 2 সপ্তাহে ডেঙ্গির প্রকোপ কমেছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 10:52 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বেসরকারি মতে ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 40 হাজারে পৌঁছে গিয়েছে । তবে সরকারিভাবে এই মুহূর্তে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2 হাজার ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তিত হওয়ার কারণ নেই বলেই তাঁর দাবি ৷ একইসঙ্গে তাঁর পরামর্শ জ্বর হলেই রক্ত পরীক্ষা করান। অবহেলা ও দেরির কারণে বহু ক্ষেত্রে রোগীর প্রাণহানি হচ্ছে বলেও এদিন নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব ।

বেরকারি এবং বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় বিস্তর ফারাক রয়েছে । বেসরকারি মতে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 40 হাজার । সেই হিসেব অনুযায়ী ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় এই মুহূর্তে পয়লা নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা । এই মুহূর্তে এই জেলায় আক্রান্তের সংখ্যা 8 হাজার 535 । দু'নম্বরে রয়েছে কলকাতা । কলকাতায় আক্রান্তের সংখ্যা 4 হারার 427 । তৃতীয় স্থানে রয়েছে নদিয়া জেলা । এই জেলায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 4 হাজার 266 । চার নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলা, এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4 হাজার 233 ।

উত্তর 24 পরগনায় ডেঙ্গি হটস্পটের মধ্যে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভা, বিধাননগর পৌরসভা এবং বনগাঁ পৌরসভা । এছাড়াও বসিরহাট, কামারহাটি, বরানগরেও ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে । নদিয়া জেলায় হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে ধনেখালি এবং হরিণঘাটা এই দুটি জায়গাকে । মুর্শিদাবাদে সুতি, লালগোলা, ভগবানগোলার মত জায়গায় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে । এছাড়াও হুগলির জনাই, শ্রীরামপুরের মতো এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে । তবে রাজ্য মনে করছে আগামী এক সপ্তাহে ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ৷

আরও পড়ুন: মশা মারতে কামান নয়, ড্রোন উড়িয়ে ছড়ানো হল লার্ভানাশক

এদিন নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত দু'হাজারের মতো মানুষ । এবার ডেঙ্গি আধা শহুরে এলাকায় (সেমি আরবান এরিয়া) বেশি দেখা যাচ্ছে ৷ রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গিপ্রবণ 140টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে । যেখানে ডেঙ্গির উপদ্রব দেখা যাচ্ছে সেই এলাকায় বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হচ্ছে । এদিন মুখ্যসচিব আরও জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই । রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রিত অবস্থাতেই রয়েছে । বরং শেষ দুই সপ্তাহের ডেঙ্গির প্রকোপ কমছে বলে জানিয়েছেন মুখ্যসচিব । একইসঙ্গে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, জল জমতে না দেওয়া-সহ একাধিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন । ডেঙ্গি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নবান্ন । পরিস্থিতি মোকাবিলায় নবান্ন প্রস্তুত বলে মুখ্যসচিব জানিয়েছেন ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বেসরকারি মতে ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 40 হাজারে পৌঁছে গিয়েছে । তবে সরকারিভাবে এই মুহূর্তে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2 হাজার ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তিত হওয়ার কারণ নেই বলেই তাঁর দাবি ৷ একইসঙ্গে তাঁর পরামর্শ জ্বর হলেই রক্ত পরীক্ষা করান। অবহেলা ও দেরির কারণে বহু ক্ষেত্রে রোগীর প্রাণহানি হচ্ছে বলেও এদিন নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব ।

বেরকারি এবং বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় বিস্তর ফারাক রয়েছে । বেসরকারি মতে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 40 হাজার । সেই হিসেব অনুযায়ী ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় এই মুহূর্তে পয়লা নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা । এই মুহূর্তে এই জেলায় আক্রান্তের সংখ্যা 8 হাজার 535 । দু'নম্বরে রয়েছে কলকাতা । কলকাতায় আক্রান্তের সংখ্যা 4 হারার 427 । তৃতীয় স্থানে রয়েছে নদিয়া জেলা । এই জেলায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 4 হাজার 266 । চার নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলা, এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4 হাজার 233 ।

উত্তর 24 পরগনায় ডেঙ্গি হটস্পটের মধ্যে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভা, বিধাননগর পৌরসভা এবং বনগাঁ পৌরসভা । এছাড়াও বসিরহাট, কামারহাটি, বরানগরেও ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে । নদিয়া জেলায় হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে ধনেখালি এবং হরিণঘাটা এই দুটি জায়গাকে । মুর্শিদাবাদে সুতি, লালগোলা, ভগবানগোলার মত জায়গায় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে । এছাড়াও হুগলির জনাই, শ্রীরামপুরের মতো এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে । তবে রাজ্য মনে করছে আগামী এক সপ্তাহে ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ৷

আরও পড়ুন: মশা মারতে কামান নয়, ড্রোন উড়িয়ে ছড়ানো হল লার্ভানাশক

এদিন নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত দু'হাজারের মতো মানুষ । এবার ডেঙ্গি আধা শহুরে এলাকায় (সেমি আরবান এরিয়া) বেশি দেখা যাচ্ছে ৷ রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গিপ্রবণ 140টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে । যেখানে ডেঙ্গির উপদ্রব দেখা যাচ্ছে সেই এলাকায় বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হচ্ছে । এদিন মুখ্যসচিব আরও জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই । রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রিত অবস্থাতেই রয়েছে । বরং শেষ দুই সপ্তাহের ডেঙ্গির প্রকোপ কমছে বলে জানিয়েছেন মুখ্যসচিব । একইসঙ্গে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, জল জমতে না দেওয়া-সহ একাধিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন । ডেঙ্গি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নবান্ন । পরিস্থিতি মোকাবিলায় নবান্ন প্রস্তুত বলে মুখ্যসচিব জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.