কলকাতা, 7 নভেম্বর: ফের ধরনায় বসতে মানা চাকরি প্রার্থীদের (TET Agitation) । গুরু নানকের জন্মজয়ন্তী (Guru Nanak Birth Birthday) উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুষ্ঠান রয়েছে । তাই নিরাপত্তার কারণ দেখিয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধরনায় বসতে বারণ করা হয় চাকরিপ্রার্থীদের । এই নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে পুলিশের তরফে একটি ই-মেল পাঠানো হয়েছে বলেও দাবি তাঁদের । এই নিয়ে একটি বৈঠক করেন চাকরিপ্রার্থীরা (TET Candidates) । তারপর তাঁরা সেখানে আজকের জন্য ধরনামঞ্চ ফাঁকা রাখেন ।
পুলিশের এই নির্দেশিকার ব্যাপারে চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "এটাই প্রথমবার নয়, এর আগেও আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে হয়েছে সরকারি অনুষ্ঠানের জন্য । মাতঙ্গিনী হাজরা পাদদেশে শান্তিপূর্ণভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করি । তবে পুলিশের মনে হয়, আমরা হয়তো মহামান্য আদালতের নির্দেশিকা অমান্য করতে পারি ৷ সেজন্যই বারবার তারা আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে বলেন । তবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা প্রত্যেকবারই ধরনা মঞ্চ ছেড়ে দিই । আমরা চাইব যেভাবে আমরা সহযোগিতা দেখাই প্রশাসনকে, তারাও আমাদের প্রতি সেই সহানুভূতি ও সহযোগিতা দেখাবে । আমরাও ওখানে বসতে চাই না ৷ আমরা স্কুল ঘরে যেতে চাই । সেই ব্যবস্থা করুক তারা ।"
আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির
উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর কার্নিভালের জন্য মাতঙ্গিনী হাজরা পাদদেশ ছাড়তে হয়েছিল চাকরিপ্রার্থীদের । গান্ধি মূর্তি থেকে মাতঙ্গিনী হাজরা, দুই ধরনা মঞ্চকেই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল । এছাড়াও বিভিন্ন সরকারি অনুষ্ঠানের জন্য চাকরি প্রার্থীদেরকে ওই দিন আন্দোলন বন্ধ রাখার কথা বলা হয় । যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তাই অতিরিক্ত নিরাপত্তার কারণে সেই জায়গা ছাড়তে হয় চাকরি প্রার্থীদের ।