ETV Bharat / state

TET Agitation: গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের - Chief Minister event on Guru Nanak birthday

দুর্গাপুজোর কার্নিভালের পর এবার গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) অনুষ্ঠান উপলক্ষে চাকরি প্রার্থীদের ধরনায় (TET Agitation) বসতে বারণ করা হয়েছে ৷ পুলিশের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে চাকরিপ্রার্থীদের ৷ এমনটাই দাবি তাঁদের ৷

Chief Minister event on Guru Nanak birthday forces job aspirants to stop dharna
Chief Minister event on Guru Nanak birthday forces job aspirants to stop dharna
author img

By

Published : Nov 7, 2022, 4:15 PM IST

কলকাতা, 7 নভেম্বর: ফের ধরনায় বসতে মানা চাকরি প্রার্থীদের (TET Agitation) । গুরু নানকের জন্মজয়ন্তী (Guru Nanak Birth Birthday) উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুষ্ঠান রয়েছে । তাই নিরাপত্তার কারণ দেখিয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধরনায় বসতে বারণ করা হয় চাকরিপ্রার্থীদের । এই নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে পুলিশের তরফে একটি ই-মেল পাঠানো হয়েছে বলেও দাবি তাঁদের । এই নিয়ে একটি বৈঠক করেন চাকরিপ্রার্থীরা (TET Candidates) । তারপর তাঁরা সেখানে আজকের জন্য ধরনামঞ্চ ফাঁকা রাখেন ।

Chief Minister event on Guru Nanak birthday forces job aspirants to stop dharna
পুলিশের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে চাকরি প্রার্থীদের

পুলিশের এই নির্দেশিকার ব্যাপারে চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "এটাই প্রথমবার নয়, এর আগেও আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে হয়েছে সরকারি অনুষ্ঠানের জন্য । মাতঙ্গিনী হাজরা পাদদেশে শান্তিপূর্ণভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করি । তবে পুলিশের মনে হয়, আমরা হয়তো মহামান্য আদালতের নির্দেশিকা অমান্য করতে পারি ৷ সেজন্যই বারবার তারা আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে বলেন । তবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা প্রত্যেকবারই ধরনা মঞ্চ ছেড়ে দিই । আমরা চাইব যেভাবে আমরা সহযোগিতা দেখাই প্রশাসনকে, তারাও আমাদের প্রতি সেই সহানুভূতি ও সহযোগিতা দেখাবে । আমরাও ওখানে বসতে চাই না ৷ আমরা স্কুল ঘরে যেতে চাই । সেই ব্যবস্থা করুক তারা ।"

চাকরি প্রার্থী অচিন্ত্য সামন্তের বক্তব্য

আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর কার্নিভালের জন্য মাতঙ্গিনী হাজরা পাদদেশ ছাড়তে হয়েছিল চাকরিপ্রার্থীদের । গান্ধি মূর্তি থেকে মাতঙ্গিনী হাজরা, দুই ধরনা মঞ্চকেই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল । এছাড়াও বিভিন্ন সরকারি অনুষ্ঠানের জন্য চাকরি প্রার্থীদেরকে ওই দিন আন্দোলন বন্ধ রাখার কথা বলা হয় । যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তাই অতিরিক্ত নিরাপত্তার কারণে সেই জায়গা ছাড়তে হয় চাকরি প্রার্থীদের ।

কলকাতা, 7 নভেম্বর: ফের ধরনায় বসতে মানা চাকরি প্রার্থীদের (TET Agitation) । গুরু নানকের জন্মজয়ন্তী (Guru Nanak Birth Birthday) উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুষ্ঠান রয়েছে । তাই নিরাপত্তার কারণ দেখিয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধরনায় বসতে বারণ করা হয় চাকরিপ্রার্থীদের । এই নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে পুলিশের তরফে একটি ই-মেল পাঠানো হয়েছে বলেও দাবি তাঁদের । এই নিয়ে একটি বৈঠক করেন চাকরিপ্রার্থীরা (TET Candidates) । তারপর তাঁরা সেখানে আজকের জন্য ধরনামঞ্চ ফাঁকা রাখেন ।

Chief Minister event on Guru Nanak birthday forces job aspirants to stop dharna
পুলিশের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে চাকরি প্রার্থীদের

পুলিশের এই নির্দেশিকার ব্যাপারে চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "এটাই প্রথমবার নয়, এর আগেও আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে হয়েছে সরকারি অনুষ্ঠানের জন্য । মাতঙ্গিনী হাজরা পাদদেশে শান্তিপূর্ণভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করি । তবে পুলিশের মনে হয়, আমরা হয়তো মহামান্য আদালতের নির্দেশিকা অমান্য করতে পারি ৷ সেজন্যই বারবার তারা আমাদেরকে ধরনা মঞ্চ ছাড়তে বলেন । তবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা প্রত্যেকবারই ধরনা মঞ্চ ছেড়ে দিই । আমরা চাইব যেভাবে আমরা সহযোগিতা দেখাই প্রশাসনকে, তারাও আমাদের প্রতি সেই সহানুভূতি ও সহযোগিতা দেখাবে । আমরাও ওখানে বসতে চাই না ৷ আমরা স্কুল ঘরে যেতে চাই । সেই ব্যবস্থা করুক তারা ।"

চাকরি প্রার্থী অচিন্ত্য সামন্তের বক্তব্য

আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর কার্নিভালের জন্য মাতঙ্গিনী হাজরা পাদদেশ ছাড়তে হয়েছিল চাকরিপ্রার্থীদের । গান্ধি মূর্তি থেকে মাতঙ্গিনী হাজরা, দুই ধরনা মঞ্চকেই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল । এছাড়াও বিভিন্ন সরকারি অনুষ্ঠানের জন্য চাকরি প্রার্থীদেরকে ওই দিন আন্দোলন বন্ধ রাখার কথা বলা হয় । যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তাই অতিরিক্ত নিরাপত্তার কারণে সেই জায়গা ছাড়তে হয় চাকরি প্রার্থীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.