ETV Bharat / state

Calcutta High Court: পঞ্চায়েত নিয়ে ভূরিভূরি মামলায় হচ্ছে না অন্য শুনানি, ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির - Several Cases Filed Regarding Panchayat Elections

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা দায়ের হওয়ায় ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ৷ অন্য মামলার শুনানি করা যাচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ এ দিন পুরুলিয়া জেলার সব বুথে পুনর্নিবার্চনের দাবিতে মামলায় দায়ের করার অনুমতি মামলায় এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷

Calcutta High Court ETV BHARAT
Calcutta High Court
author img

By

Published : Jul 18, 2023, 9:37 PM IST

কলকাতা 18 জুলাই: এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভূরিভূরি মামলা ৷ আর তাতেই এবার বেজায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ দেড় মাস ধরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানি করতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ তাঁর মন্তব্য, এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত দেড় মাস ধরে একাধিক মামলা হচ্ছে ৷ যার জেরে অন্য মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷

পুরুলিয়া জেলার সব পঞ্চায়েতে পুননির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা করার আবেদন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ সেই মামলার শুনানিতেই এ দিন এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷ মামলা দায়ের করার অনুমতি দেওয়ার পর, বিচারপতির কাছে মামলার তারিখ নির্দিষ্ট করার আর্জ জানান আইনজীবী ৷ সেই আবেদনেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এ দিন বিরক্তি প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘‘গত দেড় মাস ধরে এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা হচ্ছে ৷ সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷ আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে ৷ এর পরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় ৷’’

তবে, আগামী 20 জুলাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হওয়া অন্যান্য মামলার সঙ্গেই পুরুলিয়া জেলার নির্বাচন সংক্রান্ত শুনানি হবে ৷ এ দিন মামলাকারী পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আইনজীবী আদালতে একটি আবেদন করেন ৷ সেখানে পুরো পুরুলিয়া জেলাতেই পুননির্বাচনের দাবি জানিয়েছেন তিনি ৷ সাংসদের অভিযোগ, পুরুলিয়া জেলার কোনও বুথেই স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি ৷ মামলার আবেদনে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন সাংসদ ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার মামলায় রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সাংসদের আইনজীবী সওয়াল করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ছিল গোটা জেলা ৷ ফলে নির্বাচনে তার প্রভাব পড়াই স্বাভাবিক ৷ কিন্তু, ভোটের ফলাফলে দেখা যায় 45টি জেলা পরিষদ আসনের মধ্যে 42টিতে জয়ী হয়েছে তৃণমূল ৷ মাত্র 2টি আসনে বিজেপি জিতেছে ৷ এই ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব সন্দেহ প্রকাশ করেছে বলে আদালতে জানান তিনি ৷

কলকাতা 18 জুলাই: এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভূরিভূরি মামলা ৷ আর তাতেই এবার বেজায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ দেড় মাস ধরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানি করতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ তাঁর মন্তব্য, এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত দেড় মাস ধরে একাধিক মামলা হচ্ছে ৷ যার জেরে অন্য মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷

পুরুলিয়া জেলার সব পঞ্চায়েতে পুননির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা করার আবেদন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ সেই মামলার শুনানিতেই এ দিন এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷ মামলা দায়ের করার অনুমতি দেওয়ার পর, বিচারপতির কাছে মামলার তারিখ নির্দিষ্ট করার আর্জ জানান আইনজীবী ৷ সেই আবেদনেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এ দিন বিরক্তি প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘‘গত দেড় মাস ধরে এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা হচ্ছে ৷ সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷ আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে ৷ এর পরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় ৷’’

তবে, আগামী 20 জুলাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হওয়া অন্যান্য মামলার সঙ্গেই পুরুলিয়া জেলার নির্বাচন সংক্রান্ত শুনানি হবে ৷ এ দিন মামলাকারী পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আইনজীবী আদালতে একটি আবেদন করেন ৷ সেখানে পুরো পুরুলিয়া জেলাতেই পুননির্বাচনের দাবি জানিয়েছেন তিনি ৷ সাংসদের অভিযোগ, পুরুলিয়া জেলার কোনও বুথেই স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি ৷ মামলার আবেদনে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন সাংসদ ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার মামলায় রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সাংসদের আইনজীবী সওয়াল করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ছিল গোটা জেলা ৷ ফলে নির্বাচনে তার প্রভাব পড়াই স্বাভাবিক ৷ কিন্তু, ভোটের ফলাফলে দেখা যায় 45টি জেলা পরিষদ আসনের মধ্যে 42টিতে জয়ী হয়েছে তৃণমূল ৷ মাত্র 2টি আসনে বিজেপি জিতেছে ৷ এই ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব সন্দেহ প্রকাশ করেছে বলে আদালতে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.