ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় বারবার দৃষ্টি আকর্ষণ করায় বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় বারবার দৃষ্টি আকর্ষণ করায় বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ।

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 20, 2023, 4:57 PM IST

Updated : Jun 20, 2023, 5:27 PM IST

কলকাতা, 20 জুন: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার বিভিন্ন বিষয়ে বারবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করায় বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে আইনজীবীরা মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দুটি বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে সরাসরি এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন টিএস শিবজ্ঞানম ৷

মঙ্গলবার আদালতের দ্বিতীয়ার্ধে বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে আসা আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নির্বাচন নিয়ে লাফালাফি করছেন । বহু মানুষ রুজি রুটির জন্য আদালতের দ্বারস্থ হয় । বহু মানুষের চাকরি নেই । চাকরি সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে না । এছাড়াও বহু সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয় সাধারণ মানুষ ৷ তাদের মামলাগুলো শুনতে হবে না ? আপনাদের নির্বাচন সংক্রান্ত মামলা শুধু শুনলে হবে ?" এ ভাবে এ দিন নিজের বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট কি বামেদের অক্সিজেন দেবে ? ধন্দে লালদুর্গ

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর পক্ষ থেকে এ দিন আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে জানান, বড়ঞাতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বিগ্ন । সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে । আদালত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করুক যাতে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে ।

অপরদিকে, কংগ্রেসের পাশাপাশি বামেদের পক্ষ থেকে আইনজীবী শামিম আহমেদ এ দিন আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, বহু প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে গেলে হেনস্তা করা হয়েছে । যাতে তাঁরা ফের মনোনয়নপত্র জমা দিতে পারেন, আদালতের কাছে তার সুযোগ করে দেওয়ার আবেদন জানান তিনি । ওই আইনজীবীর দাবি, এই মর্মে মামলার দ্রুত শুনানি গ্রহণ করুক প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের আবেদনের প্রেক্ষিতে এ দিন অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি ৷

কলকাতা, 20 জুন: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার বিভিন্ন বিষয়ে বারবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করায় বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে আইনজীবীরা মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দুটি বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে সরাসরি এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন টিএস শিবজ্ঞানম ৷

মঙ্গলবার আদালতের দ্বিতীয়ার্ধে বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে আসা আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নির্বাচন নিয়ে লাফালাফি করছেন । বহু মানুষ রুজি রুটির জন্য আদালতের দ্বারস্থ হয় । বহু মানুষের চাকরি নেই । চাকরি সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে না । এছাড়াও বহু সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয় সাধারণ মানুষ ৷ তাদের মামলাগুলো শুনতে হবে না ? আপনাদের নির্বাচন সংক্রান্ত মামলা শুধু শুনলে হবে ?" এ ভাবে এ দিন নিজের বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট কি বামেদের অক্সিজেন দেবে ? ধন্দে লালদুর্গ

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর পক্ষ থেকে এ দিন আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে জানান, বড়ঞাতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বিগ্ন । সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে । আদালত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করুক যাতে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে ।

অপরদিকে, কংগ্রেসের পাশাপাশি বামেদের পক্ষ থেকে আইনজীবী শামিম আহমেদ এ দিন আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, বহু প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে গেলে হেনস্তা করা হয়েছে । যাতে তাঁরা ফের মনোনয়নপত্র জমা দিতে পারেন, আদালতের কাছে তার সুযোগ করে দেওয়ার আবেদন জানান তিনি । ওই আইনজীবীর দাবি, এই মর্মে মামলার দ্রুত শুনানি গ্রহণ করুক প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের আবেদনের প্রেক্ষিতে এ দিন অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি ৷

Last Updated : Jun 20, 2023, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.