ETV Bharat / state

Chhath Puja 2022: ছটপুজোর আয়োজন নিয়ে বুধে প্রস্তুতি বৈঠকে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগমে ছটপুজোর মিটিং

বুধবার ছটপুজোর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পৌরনিগমে(Chhath Puja 2022)৷ কোথায়, কী ধরনের ব্যবস্থা থাকছে তা জানতে পড়ুন প্রতিবেদনটি ৷

Etv Bharat
ছটপুজোর আয়োজন নিয়ে বুধে প্রস্তুতি বৈঠকে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Oct 18, 2022, 10:32 PM IST

কলকাতা, 18 অক্টোবর: ছটপুজো সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করবে কলকাতা পৌরনিগম(Chhath Puja Preparation Meeting at KMC)৷ রবীন্দ্র সরোবরে প্রতিবার ছট পুজোর আচার ও নিয়মকে কেন্দ্র করে পরিবেশ আইনে আদালতের নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে ৷ ছটপুজোকে ঘিরে অন্যান্য জলাশয়েও দূষণের অভিযোগ তোলেন পরিবেশ কর্মীরা ৷

সেই সব বিষয় মাথায় রেখেই তাই আগেভাগে শহরের ছট প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে কলকাতা পৌরনিগম ৷ জানা গিয়েছে, স্থায়ী ও অস্থায়ী ঘাট মিলিয়ে মোট 47টি ঘাটের ব্যবস্থা করেছে পৌরনিগম । এছাড়াও কলকাতা পৌরনিগমের পক্ষে 10টি জায়গায় এমন স্থায়ী ও অস্থায়ী ঘাটে ছট আয়োজন করা হবে ।

পরিবেশ আদালতের নির্দেশ মাফিক রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না । গেট বন্ধ রাখা হবে । পরিবর্তে কয়েক বছরের মতো শহরের অন্যত্র পুকুর বা জলাশয়ে ছট পুজোর ব্যবস্থা করা হবে । কেএমডিএ বাইপাসের ধারে বিভিন্ন জায়গায় 12টি, গলফ গার্ডেনের বিভিন্ন অঞ্চলে 7টি, টালিগঞ্জ-ঢাকুরিয়া মিলিয়ে 8টি, রিজেন্ট এস্টেটে 5টি, রিজেন্ট পার্ক এবং বিক্রমগড়ে 6টি, কসবায় 9টি জায়গায় স্থায়ী এবং অস্থায়ী ঘাট প্রস্তুত রাখবে কলকাতা পৌরনিগম ।

এই জায়গাগুলিতে যেখানে ছট পুজো সংক্রান্ত কার্যক্রম চলবে । বাগবাজার বা দই ঘাটের মতো ঘাটগুলিতে পানীয় জল, শৌচালয়, আলো ও পোশাক পরিবর্তনের ঘর থাকবে । দেওয়া হবে পর্যাপ্ত পুলিশি পাহারাও । রিভার পুলিশ থাকবে বিভিন্ন ঘাটে নৌকা নিয়ে । থাকবে ডুবুরি । কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর কলকাতা পৌরনিগম ৷

আরও পড়ুন : মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা, ছটপুজোয় তোর্সায় হচ্ছে না অস্থায়ী সাঁকো

কলকাতা, 18 অক্টোবর: ছটপুজো সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করবে কলকাতা পৌরনিগম(Chhath Puja Preparation Meeting at KMC)৷ রবীন্দ্র সরোবরে প্রতিবার ছট পুজোর আচার ও নিয়মকে কেন্দ্র করে পরিবেশ আইনে আদালতের নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে ৷ ছটপুজোকে ঘিরে অন্যান্য জলাশয়েও দূষণের অভিযোগ তোলেন পরিবেশ কর্মীরা ৷

সেই সব বিষয় মাথায় রেখেই তাই আগেভাগে শহরের ছট প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে কলকাতা পৌরনিগম ৷ জানা গিয়েছে, স্থায়ী ও অস্থায়ী ঘাট মিলিয়ে মোট 47টি ঘাটের ব্যবস্থা করেছে পৌরনিগম । এছাড়াও কলকাতা পৌরনিগমের পক্ষে 10টি জায়গায় এমন স্থায়ী ও অস্থায়ী ঘাটে ছট আয়োজন করা হবে ।

পরিবেশ আদালতের নির্দেশ মাফিক রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না । গেট বন্ধ রাখা হবে । পরিবর্তে কয়েক বছরের মতো শহরের অন্যত্র পুকুর বা জলাশয়ে ছট পুজোর ব্যবস্থা করা হবে । কেএমডিএ বাইপাসের ধারে বিভিন্ন জায়গায় 12টি, গলফ গার্ডেনের বিভিন্ন অঞ্চলে 7টি, টালিগঞ্জ-ঢাকুরিয়া মিলিয়ে 8টি, রিজেন্ট এস্টেটে 5টি, রিজেন্ট পার্ক এবং বিক্রমগড়ে 6টি, কসবায় 9টি জায়গায় স্থায়ী এবং অস্থায়ী ঘাট প্রস্তুত রাখবে কলকাতা পৌরনিগম ।

এই জায়গাগুলিতে যেখানে ছট পুজো সংক্রান্ত কার্যক্রম চলবে । বাগবাজার বা দই ঘাটের মতো ঘাটগুলিতে পানীয় জল, শৌচালয়, আলো ও পোশাক পরিবর্তনের ঘর থাকবে । দেওয়া হবে পর্যাপ্ত পুলিশি পাহারাও । রিভার পুলিশ থাকবে বিভিন্ন ঘাটে নৌকা নিয়ে । থাকবে ডুবুরি । কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর কলকাতা পৌরনিগম ৷

আরও পড়ুন : মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা, ছটপুজোয় তোর্সায় হচ্ছে না অস্থায়ী সাঁকো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.