ETV Bharat / state

রোজভ্যালি মামলায় চ্যানেল কর্তাকে তলব করল ED - kolkata

CBI তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে ।

রূপল কবিরাজ
author img

By

Published : Jun 11, 2019, 4:45 PM IST


বিধাননগর, 11 জুন : রোজভ্যালি কাণ্ডে ED-র নজরে এবার এক টেলিভিশন চ্যানেলের কর্তা। ওই কর্তা রূপল কবিরাজকে তলব করেছে ED । রোজভ্যালি সংস্থার কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপলকে আগামী সপ্তাহের মধ্যে ED দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে।


সূত্রের খবর CBI তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে । ED সূত্রে আরো জানা গেছে, দুই IPS কর্তারও এই মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । রূপল ও গৌতমের সঙ্গে তাদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ এসেছে ED-র হাতে। আগামী সপ্তাহের শুরুতে রূপলকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED সূত্রে জানা গেছে রূপলের সঙ্গে গৌতমের ব্যবসায়িক সম্পর্ক ছিল । একটি বিনোদনমূলক চ্যানেলের দায়িত্বে ছিল সে । সেই সূত্রে গৌতমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অভিযোগ, গৌতম CBI তদন্ত থেকে বাঁচতে রূপলের দ্বারস্থ হয়েছিল । এজন্য গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেয় রূপল । তারপর গ্রেপ্তার হয় গৌতম । গৌতমকে জেরা করে তদন্তকারীরা রূপলের নাম জানতে পারে । এছাড়াও কয়েকজন পুলিশকর্তা, চলচ্চিত্র ব্যক্তিত্ব , রাজনৈতিক নেতাদের নাম গৌতমের কাছ থেকে জানতে পারে তদন্তকারীরা । এই মামলাতেই চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রেপ্তার হয় শ্রীকান্ত মোহতা । তার বিরুদ্ধেও গৌতমের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ।


বিধাননগর, 11 জুন : রোজভ্যালি কাণ্ডে ED-র নজরে এবার এক টেলিভিশন চ্যানেলের কর্তা। ওই কর্তা রূপল কবিরাজকে তলব করেছে ED । রোজভ্যালি সংস্থার কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপলকে আগামী সপ্তাহের মধ্যে ED দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে।


সূত্রের খবর CBI তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে । ED সূত্রে আরো জানা গেছে, দুই IPS কর্তারও এই মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । রূপল ও গৌতমের সঙ্গে তাদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ এসেছে ED-র হাতে। আগামী সপ্তাহের শুরুতে রূপলকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED সূত্রে জানা গেছে রূপলের সঙ্গে গৌতমের ব্যবসায়িক সম্পর্ক ছিল । একটি বিনোদনমূলক চ্যানেলের দায়িত্বে ছিল সে । সেই সূত্রে গৌতমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অভিযোগ, গৌতম CBI তদন্ত থেকে বাঁচতে রূপলের দ্বারস্থ হয়েছিল । এজন্য গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেয় রূপল । তারপর গ্রেপ্তার হয় গৌতম । গৌতমকে জেরা করে তদন্তকারীরা রূপলের নাম জানতে পারে । এছাড়াও কয়েকজন পুলিশকর্তা, চলচ্চিত্র ব্যক্তিত্ব , রাজনৈতিক নেতাদের নাম গৌতমের কাছ থেকে জানতে পারে তদন্তকারীরা । এই মামলাতেই চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রেপ্তার হয় শ্রীকান্ত মোহতা । তার বিরুদ্ধেও গৌতমের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ।

Intro:
বিধাননগর, ১১ জুন: রোজভ্যালি কাণ্ডে ইডির নজরে এবার একটি বিনোদনমুলক টিভি চ্যানেলের কর্তা। একটি নামকরা টিভি চ্যানেলের কর্তা রূপল কবিরাজকে তলব করলো ই ডি। রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আগামী সপ্তাহের মধ্যে ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে।


Body:সূত্রের খবর সিবিআই তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতম কুন্ডুর থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ই ডি সূত্রে খবর। ইডি সূত্রে আরো জানা গেছে দুই আই পি এস কর্তা এই একই মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রূপল ও গৌতম কুন্ডুর সঙ্গে তাদের যোগসাজেশের প্রাথমিক প্রমান এসেছে ইডির হাতে। আগামী সপ্তাহের শুরুতে রূপল কবিরাজকে জিজ্ঞেসাবাদের জন্যে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Conclusion:ইডি সূত্রে জানা গেছে রূপলের সঙ্গে গৌতম কুন্ডুর ব্যবসায়িক যোগাযোগ ছিল। একটি বিনোদনমুলক চ্যানেলের দায়িত্বে ছিলেন তিনি। সেই সূত্রে গৌতম কুন্ডুর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গৌতম কুন্ডু ইডি তাকে বিশ্বাস করে মামলা থেকে অব্যাহতি পেতে তার কাছে দ্বারস্থ হয়। কিন্তু মধ্যস্থতার মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতির কথা বলে তার কাছ থেকে ২ কোটি টাকা নিয়ে নেয় রূপল এমনটাই অভিযোগ। কিন্তু তার পরেই গ্রেপ্তার হন গৌতম কুন্ডু। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জিজ্ঞাসাবাদে গৌতম কুন্ডু রূপলের নাম বলে দেন তদন্তকারী আধিকারিকদের। এছাড়াও কয়েকজন পুলিশকর্তা, অভিনয় জগতের নামকরা ব্যক্তিত্ব, রাজনীতিবিদদের নাম জানান গৌতম পকুন্ডু। এই মামলাতেই চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রেপ্তার হন শ্রীকান্ত মোহতা। তিনিও গৌতম কুন্ডুকে অর্থনৈতিকভাবে ক্ষতি করা ও প্রতারণায় অভিযুক্ত।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.