কলকাতা, 14 নভেম্বর: সদ্য প্রকাশিত হয়েছে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নম্বরের তালিকা (2014 TET Pass List) ৷ সেই তালিকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি (2014 tet pass list name controversy) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে সেই তালিকায় ৷ বিষয়টি নিয়ে তৈরি হয়েছে জল্পনা ও ধোঁয়াশা ৷ সোমবার এই নিয়ে সাফাই দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) ৷ তাঁর দাবি, সরকার ও পর্ষদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ৷ গৌতম পালের দাবি, "বলা হচ্ছে ইচ্ছা করে এই নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক নয় ৷"
সোমবার সাংবাদিক বৈঠকে এই বিতর্কে দাঁড়ি টানতে চেয়েছেন পর্ষদ সভাপতি ৷ জানিয়েছেন, একই নামে একাধিক পরীক্ষার্থী থাকতে পারেন ৷ বিষয়টিতে অন্যায় কিছু নেই, পর্ষদ কোনও ভুল করেনি ৷ তাঁর কথায়, "গৌতম পাল নামেও আছেন । যদি জিন দেখেন তবে এই মানুষ আমি পৃথিবীতে একজনই আছি । কিন্তু আমার নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন । 2014 সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন (2014 Primary TET) তাঁদের মধ্যে 2 জন দিলীপ ঘোষ আছেন, সুজন চক্রবর্তী আছেন, গৌতম পাল তিনজন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন । কিন্তু আমরা কী করে ভেবে নিচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি, দিলীপবাবু যিনি রাজনৈতিক দলের নেতা, সুজন চক্রবর্তী যিনি রাজনৈতিক দলের নেতা, তাঁদের নামে আর কোনও নাম থাকতে পারে না ৷"
আরও পডুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পর্ষদ ভালো কাজ করছে ৷ অনেক জটিলতা পেরিয়ে এই তালিকা প্রকাশ করতে হয়েছে ৷ কোনও ভুল থাকলে পর্ষদ শুধরে নেবে ৷ কিন্তু অপপ্রচার যেন না করা হয় ৷ প্রয়োজনে পরীক্ষার্থীদের ঠিকানা ও ফোন নম্বরও সাংবাদিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম পাল ৷