ETV Bharat / state

2014 TET Pass List: টেট উত্তীর্ণদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম বিতর্কে সাফাই পর্ষদ সভাপতির

সদ্য প্রকাশিত 2014 প্রাথমিক টেট উত্তীর্ণদের (2014 TET Pass List) নম্বরের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে সাফাই দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল ৷ এই তালিকায় নাম রয়েছে (2014 tet pass list name controversy) মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের ৷

ETV Bharat
goutam pal
author img

By

Published : Nov 14, 2022, 6:31 PM IST

Updated : Nov 14, 2022, 7:16 PM IST

কলকাতা, 14 নভেম্বর: সদ্য প্রকাশিত হয়েছে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নম্বরের তালিকা (2014 TET Pass List) ৷ সেই তালিকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি (2014 tet pass list name controversy) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে সেই তালিকায় ৷ বিষয়টি নিয়ে তৈরি হয়েছে জল্পনা ও ধোঁয়াশা ৷ সোমবার এই নিয়ে সাফাই দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) ৷ তাঁর দাবি, সরকার ও পর্ষদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ৷ গৌতম পালের দাবি, "বলা হচ্ছে ইচ্ছা করে এই নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক নয় ৷"

সোমবার সাংবাদিক বৈঠকে এই বিতর্কে দাঁড়ি টানতে চেয়েছেন পর্ষদ সভাপতি ৷ জানিয়েছেন, একই নামে একাধিক পরীক্ষার্থী থাকতে পারেন ৷ বিষয়টিতে অন্যায় কিছু নেই, পর্ষদ কোনও ভুল করেনি ৷ তাঁর কথায়, "গৌতম পাল নামেও আছেন । যদি জিন দেখেন তবে এই মানুষ আমি পৃথিবীতে একজনই আছি । কিন্তু আমার নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন । 2014 সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন (2014 Primary TET) তাঁদের মধ্যে 2 জন দিলীপ ঘোষ আছেন, সুজন চক্রবর্তী আছেন, গৌতম পাল তিনজন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন । কিন্তু আমরা কী করে ভেবে নিচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি, দিলীপবাবু যিনি রাজনৈতিক দলের নেতা, সুজন চক্রবর্তী যিনি রাজনৈতিক দলের নেতা, তাঁদের নামে আর কোনও নাম থাকতে পারে না ৷"

টেট উত্তীর্ণদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম, সাফাই পর্ষদ সভাপতির

আরও পডুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পর্ষদ ভালো কাজ করছে ৷ অনেক জটিলতা পেরিয়ে এই তালিকা প্রকাশ করতে হয়েছে ৷ কোনও ভুল থাকলে পর্ষদ শুধরে নেবে ৷ কিন্তু অপপ্রচার যেন না করা হয় ৷ প্রয়োজনে পরীক্ষার্থীদের ঠিকানা ও ফোন নম্বরও সাংবাদিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম পাল ৷

কলকাতা, 14 নভেম্বর: সদ্য প্রকাশিত হয়েছে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নম্বরের তালিকা (2014 TET Pass List) ৷ সেই তালিকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি (2014 tet pass list name controversy) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে সেই তালিকায় ৷ বিষয়টি নিয়ে তৈরি হয়েছে জল্পনা ও ধোঁয়াশা ৷ সোমবার এই নিয়ে সাফাই দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) ৷ তাঁর দাবি, সরকার ও পর্ষদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ৷ গৌতম পালের দাবি, "বলা হচ্ছে ইচ্ছা করে এই নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক নয় ৷"

সোমবার সাংবাদিক বৈঠকে এই বিতর্কে দাঁড়ি টানতে চেয়েছেন পর্ষদ সভাপতি ৷ জানিয়েছেন, একই নামে একাধিক পরীক্ষার্থী থাকতে পারেন ৷ বিষয়টিতে অন্যায় কিছু নেই, পর্ষদ কোনও ভুল করেনি ৷ তাঁর কথায়, "গৌতম পাল নামেও আছেন । যদি জিন দেখেন তবে এই মানুষ আমি পৃথিবীতে একজনই আছি । কিন্তু আমার নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন । 2014 সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন (2014 Primary TET) তাঁদের মধ্যে 2 জন দিলীপ ঘোষ আছেন, সুজন চক্রবর্তী আছেন, গৌতম পাল তিনজন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন । কিন্তু আমরা কী করে ভেবে নিচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি, দিলীপবাবু যিনি রাজনৈতিক দলের নেতা, সুজন চক্রবর্তী যিনি রাজনৈতিক দলের নেতা, তাঁদের নামে আর কোনও নাম থাকতে পারে না ৷"

টেট উত্তীর্ণদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম, সাফাই পর্ষদ সভাপতির

আরও পডুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পর্ষদ ভালো কাজ করছে ৷ অনেক জটিলতা পেরিয়ে এই তালিকা প্রকাশ করতে হয়েছে ৷ কোনও ভুল থাকলে পর্ষদ শুধরে নেবে ৷ কিন্তু অপপ্রচার যেন না করা হয় ৷ প্রয়োজনে পরীক্ষার্থীদের ঠিকানা ও ফোন নম্বরও সাংবাদিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম পাল ৷

Last Updated : Nov 14, 2022, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.