কলকাতা, 21 জুন : শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি পাঠাল কেন্দ্র ৷ এক মাসের মধ্যে চিঠির জবাব দিতে হবে ৷ নয়তো প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রক ৷
কেন্দ্রের দেওয়া চিঠিতে আলাপনের বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে । তাঁর বিরুদ্ধে খারাপ ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে । আলাপন অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন । তাঁর যা কিছু জানানোর এক মাসের মধ্যে জানাতে হবে । প্রয়োজনে দিল্লিতে গিয়ে সামনাসামনি বক্তব্য পেশ করার সুযোগ পাবেন তিনি । নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না দিলে সেক্ষেত্রে একতরফাভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র ।
জানা গিয়েছে, সার্ভিস রুলের 8 নম্বর ধারায় আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে । কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে এই প্রাক্তন আমলার বিরুদ্ধে কড়া ব্যবস্থার গ্রহণের কথা বলা হয়েছে । 1969 সালে যে সার্ভিস রুল চালু রয়েছে তার 8 নম্বর ধারা অনুযায়ী আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি রুলস লাগু করা হতে পারে । 8 নম্বর ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হলে অবসরকালীন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে । তাঁকে অবসরকালীন সুবিধা নাও দেওয়া হতে পারে ।
গত মাসে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিস্তর টানাপোড়েন চলে ৷ ঘূর্ণিঝড় যশ-এর প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিত থাকায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ ধরায় কেন্দ্র ৷ উত্তর দেওয়ার জন্য তাঁকে তিন দিন সময় দেওয়া হয়েছিল ৷ শোকজের জবাব দেন তিনি ৷ তবে মুখ্যমন্ত্রী বললেও আলাপন এপিসোড যে ক্লোজ হয়নি তা কেন্দ্রের চিঠিতেই স্পষ্ট হয়ে গেল ৷
এখন দেখার এই অবস্থায় কি পদক্ষেপ নেন আলাপন বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারই বা তাঁকে এক্ষেত্রে কীভাবে সাহায্য করে সেটাও দেখার । পাশাপাশি কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে কি পদক্ষেপ নিতে চলেছে সেটাও দেখার রয়েছে । কেন্দ্রের এই চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা প্রশাসনিক বিষয় । যা বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলবেন ।"
আরও পড়ুন : আড়াই লাখ মাসমাহিনা, কী কী সুবিধা পাবেন মুখ্য উপদেষ্টা আলাপন ?
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) গোটা বিষয়টিকে কেন্দ্রের অমানবিকতা বলেই ব্যাখ্যা করেছেন । তিনি বলেন, ‘‘এই ঘটনা প্রমাণ করল কেন্দ্রীয় সরকার কতটা নৃশংস এবং কতটা অমানবিক । আলাপন বন্দ্যোপাধ্যায়ের সদ্য মাতৃবিয়োগ হয়েছে । তাঁর ভাই মারা গিয়েছেন । এই সময় কড়া ব্যবস্থা নেওয়ার চিঠি দিল কেন্দ্রীয় সরকার । আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে না গিয়ে সরাসরি অবসর নিয়েছেন । আসলে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা করছে ৷ আমরা এর কড়া নিন্দা করছি ।’’