ETV Bharat / state

রাজ‍্যকে 3461.65 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার - কোরোনা পরিস্থিতির মাঝে রাজ্যের প্রাপ্য 3461.65 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার

প্রশাসন সূত্রে খবর, BJP শাসিত রাজ্যগুলির চেয়ে কম অর্থ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে । রাজ্যের প্রাপ্য 3461.65 কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 10:56 PM IST

কলকাতা, 24 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মাঝে রাজ্যকে 3461.65 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে BJP শাসিত রাজ্যগুলির থেকে অনেকটাই কম অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ । জানা গেছে, উত্তরপ্রদেশ সরকার পেয়েছে 8255.19 কোটি টাকা।

কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে পরিষেবা সহ বিভিন্ন খাতের জন্য অর্থের প্রয়োজন বলেই বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়‌। কেন্দ্রের কাছে বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জিও একাধিকবার জানিয়েছেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো কনফারেন্সে রাজ্যের বকেয়া মেটানোর কথাও তুলে ধরেছিলেন। সেই সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রতি সহমত জানিয়েছিলেন। এবার রাজ্যের প্রাপ্য 3461.65 কোটি টাকা মিটিয়ে দিল নরেন্দ্র মোদি সরকার।

প্রসঙ্গত, চলতি মাসে সমস্ত রাজ্যগুলিকে দেওয়ার জন্য 46,038.10 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই তা বণ্টন করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্র থেকে অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, "খুব সামান্য পরিমাণ অর্থ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের বকেয়া যা ছিল তা মিটিয়ে দিলে ভালো হত। তাহলে কোরোনা মোকাবিলার কাজ অনেক ভালোভাবেই হত।"

কলকাতা, 24 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মাঝে রাজ্যকে 3461.65 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে BJP শাসিত রাজ্যগুলির থেকে অনেকটাই কম অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ । জানা গেছে, উত্তরপ্রদেশ সরকার পেয়েছে 8255.19 কোটি টাকা।

কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে পরিষেবা সহ বিভিন্ন খাতের জন্য অর্থের প্রয়োজন বলেই বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়‌। কেন্দ্রের কাছে বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জিও একাধিকবার জানিয়েছেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো কনফারেন্সে রাজ্যের বকেয়া মেটানোর কথাও তুলে ধরেছিলেন। সেই সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রতি সহমত জানিয়েছিলেন। এবার রাজ্যের প্রাপ্য 3461.65 কোটি টাকা মিটিয়ে দিল নরেন্দ্র মোদি সরকার।

প্রসঙ্গত, চলতি মাসে সমস্ত রাজ্যগুলিকে দেওয়ার জন্য 46,038.10 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই তা বণ্টন করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্র থেকে অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, "খুব সামান্য পরিমাণ অর্থ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের বকেয়া যা ছিল তা মিটিয়ে দিলে ভালো হত। তাহলে কোরোনা মোকাবিলার কাজ অনেক ভালোভাবেই হত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.