কলকাতা, 6 এপ্রিল : কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট বলছে গত 24 ঘণ্টায় এরাজ্যে 11 জন কোরোনায় আক্রান্তের খোঁজ মিলেছে । কিন্তু এবিষয়ে রাজ্য সরকার কার্যত মুখে কুলুপ এঁটেছে । গতকাল সন্ধে 6 টায় সর্বশেষ আপডেট অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, এরাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা এখন 80 । 24 ঘণ্টা আগে স্বাস্থ্যমন্ত্রকের এই ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ছিল 69 । তারমানে গত 24 ঘণ্টায় কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এরাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে 11 । তবে, কেন্দ্রীয় সরকারের এই ওয়েবসাইটে গতকালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এরাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা 3 এবং 10 জন সুস্থ হয়েছেন অথবা হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ।
বৃহস্পতিবার এবং শুক্রবার COVID-19 -এর বিষয়ে এরাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি । শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, রবিবার নবান্নে কোনও প্রেস মিট হবে না । তবে, ওয়েবসাইটে বুলেটিন প্রকাশের বিষয়ে তিনি আশাব্যঞ্জক কথা বলেছিলেন । এবং শনিবার স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে বুলেটিন প্রকাশ করা হয়েওছিল ।
শনিবার বিকালে নবান্নের সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, COVID-19-এ আরও 11 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এবং আক্রান্তের সংখ্যা 49 । শনিবার নতুন করে কোরোন্য় আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানানো হয়েছিল । 24 ঘণ্টা পেরিয়ে গেলেও এরাজ্যে নতুন করে কতজনের শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে, আর কতজন সুস্থ হয়ে উঠেছেন, কতজন আক্রান্তের মৃত্যু হয়েছে, এসব বিষয়ে গতকাল রাত 12 টা পর্যন্ত রাজ্য সরকার অথবা স্বাস্থ্য দপ্তরের তরফে কোনও তথ্য প্রকাশ করা হয়নি । কোনও ঘোষণাও হয়নি ।
এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গতরাত পর্যন্ত গতকালের বুলেটিনও প্রকাশ করা হয়নি । তবে, গতকাল সন্ধে 6 টায় সর্বশেষ আপডেট অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট বলছে, এরাজ্যে এখন আক্রান্তের সংখ্যা 80 । সুস্থ হয়েছেন অথবা, হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 10 জন । 24 ঘণ্টা আগে কেন্দ্রীয় সরকারের এই ওয়েবসাইটে এরাজ্যে তিনজন সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বলে জানানো হয়েছিল । এবং এরাজ্যে মৃতের সংখ্যা তিন বলে জানানো হয়েছিল । 24 ঘণ্টা পরেও এরাজ্যে মৃতের সংখ্যা তিনজন রয়েছে-বলেই কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে ।
তবে, গতকাল সূত্র মারফত এরাজ্যে COVID-19-এ আক্রান্ত চারজনের মৃত্যুর খোঁজ পাওয়া গেছে । সরকারিভাবে সেবিষয়ে কিছু জানা যায়নি । মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । বাকি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে শনিবার রাতে, একজনের সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে। এবং NRS মেডিকেল কলেজে শনিবার রাতে একজনের মৃত্যু হয় । সূত্রের খবর, সল্টলেকের বেসরকারি হাসপাতালে যে রোগী মারা গেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লিখেছেন, হার্ট অ্যাটাক । কিন্তু জানা গিয়েছে, প্রথমে তাঁর COVID 19 পজ়িটিভ আসে এবং COVID 19-এর উপসর্গ নিয়েই হাসপাতালে ভরতি হয়েছিলেন । কিন্তু দিন চারেক আগে দ্বিতীয়বার পরীক্ষা করায় রিপোর্ট নেগেটিভ আসে । গতকাল ফের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল । কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর । এদিকে, এই চারজনের মধ্যে NRS-এ চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যুর পরে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । ওই রিপোর্টে জানা যায় তিনি COVID-19 পজ়িটিভ ছিলেন । এবিষয়ে আগে সেভাবে বোঝা যায়নি যে কারণে এই রোগীকে জেনেরাল ওয়ার্ডে রাখা হয়েছিল । পরে তাঁকে CCU-তে রাখা হয় । ফলে, এই রোগীর থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । যার জেরে, NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে এই রোগীর সংস্পর্শে আসা 65 জনের নমুনা সংগ্রহ করে, তাঁদেরকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।