ETV Bharat / state

Central Forces in Kolkata: হনুমান জয়ন্তীতে কলকাতায় মোতায়েন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন রুটে কখন মিছিল ? - হনুমান জয়ন্তী 2023

হনুমান জয়ন্তীতে পোস্তা থানায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ৷ কলকাতাজুড়ে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কোন রুট দিয়ে কখন যাবে হনুমান জয়ন্তীর মিছিল, দেখে নিন ৷

Central Forces in Kolkata ETV Bharat
18184171
author img

By

Published : Apr 6, 2023, 3:37 PM IST

Updated : Apr 6, 2023, 4:34 PM IST

হনুমান জয়ন্তীতে কলকাতায় টহল কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা, 6 এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই মধ্য কলকাতার পোস্তা থানায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । লালবাজার সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, যে রাস্তাগুলি দিয়ে মিছিল বেরোবে তা হল, বিবেকানন্দ রোড, বিধান সরণি ও কলেজ স্ট্রিট ৷

আমহার্স্ট স্ট্রিট থেকে মিছিল বের হয় দুপুর একটায় ৷ দুপুর দুটোয় শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড দিয়ে যাবে মিছিল ৷ আর বিকেল চারটে নাগাদ একটি মিছিল শুরু হবে কলেজ স্ট্রিট থেকে ৷ বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিট থেকে ৷ এরপর মহর্ষি দেবেন্দ্রনাথ রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি হয়ে নিমতলা ঘাট স্ট্রিটে শেষ হবে মিছিল ৷

বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে মুদিয়ালি বাজার থেকে ৷ সেই মিছিল মুদিয়ালি পঞ্চাননতলা, মুদিয়ালি হরিসভা, মুদিয়ালি স্কুল, পিপি রোড হয়ে যাবে ফতেপুর ৷ আরও একটি মিছিল বিকেল চারটেয় সিজিআর রোড থেকে শুরু হয়ে নিমক মহল রোড দিয়ে যাবে ৷ বিকেল পাঁচটা নাগাদ রাজীব আলি শাহ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শিবপ্রসাদ রোড, ক্যানাল জজ ঘাট রোড হয়ে শেষ হবে দইঘাটে ।

হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতায় মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । শহরের একাধিক ডিভিশনে টহলদারি চলছে বাহিনীর ।
পোস্তা থানা এলাকায় স্ট্র্যান্ড রোড ও সংলগ্ন এলাকা, চারু মার্কেট থানা এলাকায় প্রিন্স আনোয়ার শাহ রোড, হেস্টিংস থানা এলাকা, একবালপুর থানা এলাকা, গার্ডেন রিচ থানা এলাকায় বাহিনী টহল দিচ্ছে ৷

আইনশৃঙ্খলা বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কলকাতার রাস্তায় অন্তত এক হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় প্রায় 6টি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে এবং শহরের প্রায় 80টি মন্দিরে হনুমান পুজো করা হবে । সূত্রের খবর, প্রতিটি মিছিলে পুলিশ থাকবে । প্রতিটি মিছিলে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারের পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন । রাস্তায় দায়িত্বরত প্রতিটি পুলিশকর্মীর ইউনিফর্মের সঙ্গে রাখতেই হবে পুলিশের বডি ক্যামেরা ৷

এছাড়াও প্রতিটি মিছিলের ভিডিয়ো রেকর্ড করবে পুলিশ । শহরের যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে ব্যারিকেড এবং গার্ডরেল লাগানো হবে । বৃহস্পতিবার হাওড়া, নিমতলা, শম্ভুনাথ পণ্ডিত রোড এবং ব্রাহ্মসমাজ লেনে পৃথক হনুমান জয়ন্তী মিছিলের পরিকল্পনা করা হয়েছে । নজরদারির জন্য শহরের 50টি জায়গায় অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে ।

কলকাতা পুলিশ সদর দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি মিছিলে সর্বোচ্চ একশো জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে । সমস্ত মিছিলে স্বেচ্ছাসেবক থাকবেন এবং স্থানীয় পুলিশ স্টেশন থেকে তাঁদের একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হয়েছে । শোভাযাত্রা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় করা যাবে । একইসঙ্গে যেসব মন্দিরে হনুমান জয়ন্তী পুজো অনুষ্ঠিত হবে, সেই সব মন্দিরে পুলিশ পিকেট বসানো হয়েছে ।

জেলাশাসকরা তাঁদের নিজ নিজ এলাকায় নজরদারি চালাচ্ছেন এবং আরও নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের মোটরসাইকেল টহল বাহিনী শহরের চারপাশে ঘুরছে । একটি কুইক রেসপন্স টিম, একটি হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ কন্ট্রোলরুম ভ্যান স্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন: মানুষের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল

হনুমান জয়ন্তীতে কলকাতায় টহল কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা, 6 এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই মধ্য কলকাতার পোস্তা থানায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । লালবাজার সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, যে রাস্তাগুলি দিয়ে মিছিল বেরোবে তা হল, বিবেকানন্দ রোড, বিধান সরণি ও কলেজ স্ট্রিট ৷

আমহার্স্ট স্ট্রিট থেকে মিছিল বের হয় দুপুর একটায় ৷ দুপুর দুটোয় শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড দিয়ে যাবে মিছিল ৷ আর বিকেল চারটে নাগাদ একটি মিছিল শুরু হবে কলেজ স্ট্রিট থেকে ৷ বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিট থেকে ৷ এরপর মহর্ষি দেবেন্দ্রনাথ রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি হয়ে নিমতলা ঘাট স্ট্রিটে শেষ হবে মিছিল ৷

বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে মুদিয়ালি বাজার থেকে ৷ সেই মিছিল মুদিয়ালি পঞ্চাননতলা, মুদিয়ালি হরিসভা, মুদিয়ালি স্কুল, পিপি রোড হয়ে যাবে ফতেপুর ৷ আরও একটি মিছিল বিকেল চারটেয় সিজিআর রোড থেকে শুরু হয়ে নিমক মহল রোড দিয়ে যাবে ৷ বিকেল পাঁচটা নাগাদ রাজীব আলি শাহ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শিবপ্রসাদ রোড, ক্যানাল জজ ঘাট রোড হয়ে শেষ হবে দইঘাটে ।

হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতায় মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । শহরের একাধিক ডিভিশনে টহলদারি চলছে বাহিনীর ।
পোস্তা থানা এলাকায় স্ট্র্যান্ড রোড ও সংলগ্ন এলাকা, চারু মার্কেট থানা এলাকায় প্রিন্স আনোয়ার শাহ রোড, হেস্টিংস থানা এলাকা, একবালপুর থানা এলাকা, গার্ডেন রিচ থানা এলাকায় বাহিনী টহল দিচ্ছে ৷

আইনশৃঙ্খলা বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কলকাতার রাস্তায় অন্তত এক হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় প্রায় 6টি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে এবং শহরের প্রায় 80টি মন্দিরে হনুমান পুজো করা হবে । সূত্রের খবর, প্রতিটি মিছিলে পুলিশ থাকবে । প্রতিটি মিছিলে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারের পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন । রাস্তায় দায়িত্বরত প্রতিটি পুলিশকর্মীর ইউনিফর্মের সঙ্গে রাখতেই হবে পুলিশের বডি ক্যামেরা ৷

এছাড়াও প্রতিটি মিছিলের ভিডিয়ো রেকর্ড করবে পুলিশ । শহরের যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে ব্যারিকেড এবং গার্ডরেল লাগানো হবে । বৃহস্পতিবার হাওড়া, নিমতলা, শম্ভুনাথ পণ্ডিত রোড এবং ব্রাহ্মসমাজ লেনে পৃথক হনুমান জয়ন্তী মিছিলের পরিকল্পনা করা হয়েছে । নজরদারির জন্য শহরের 50টি জায়গায় অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে ।

কলকাতা পুলিশ সদর দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি মিছিলে সর্বোচ্চ একশো জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে । সমস্ত মিছিলে স্বেচ্ছাসেবক থাকবেন এবং স্থানীয় পুলিশ স্টেশন থেকে তাঁদের একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হয়েছে । শোভাযাত্রা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় করা যাবে । একইসঙ্গে যেসব মন্দিরে হনুমান জয়ন্তী পুজো অনুষ্ঠিত হবে, সেই সব মন্দিরে পুলিশ পিকেট বসানো হয়েছে ।

জেলাশাসকরা তাঁদের নিজ নিজ এলাকায় নজরদারি চালাচ্ছেন এবং আরও নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের মোটরসাইকেল টহল বাহিনী শহরের চারপাশে ঘুরছে । একটি কুইক রেসপন্স টিম, একটি হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ কন্ট্রোলরুম ভ্যান স্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন: মানুষের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল

Last Updated : Apr 6, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.