ETV Bharat / state

খোশমেজাজে মমতা-ধনকড়

author img

By

Published : Jan 26, 2020, 12:01 PM IST

Updated : Jan 26, 2020, 2:37 PM IST

CAA থেকে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক, জয়েন্ট প্রবেশিকায় বাংলা ভাষার সংযুক্তিকরণ থেকে যাদবপুরের সমাবর্তন, একাধিক বিষয়ে বারবার মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত সামনে এসেছে । টুইট যুদ্ধ, চিঠি চালাচালির বাতাবরণেই এবার খোশমেজাজে দেখা গেল দু'জনকে । 71 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেডরোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড় । পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের ফাঁকেই সন্ধে বেলার চায়ের নিমন্ত্রণও সারলেন ধনকড় ।

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

কলকাতা, 26 জানুয়ারি : দেশজুড়ে পালিত হচ্ছে 71তম সাধারণতন্ত্র দিবস । কলকাতায় রেডরোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কুচকাওয়াজ শেষে খোশমেজাজে ধরা পড়লেন দু'জনে । সন্ধেয় রাজভবনে চা-চক্রে আমন্ত্রণও করলেন রাজ্যপাল ।

রেড রোডে আজকের অনুষ্ঠানে ছিল কন্যাশ্রী ও খাদ্যসাথীর ট্যাবলো । যোগদান করেছিলেন গোর্খা রাইফেলসের জওয়ানরা । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রেড রোড চত্বরকে ।

গতকাল থেকেই রেড রোডসহ কলকাতার বেশ কিছু জায়গা কড়া নজরদারি চালাচ্ছেন সেনা জওয়ানরা । নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সদন, চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, ধর্মতলা, প্রিন্সেপ ঘাট-সহ একাধিক এলাকা । জলপথে নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক ।

কলকাতা, 26 জানুয়ারি : দেশজুড়ে পালিত হচ্ছে 71তম সাধারণতন্ত্র দিবস । কলকাতায় রেডরোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কুচকাওয়াজ শেষে খোশমেজাজে ধরা পড়লেন দু'জনে । সন্ধেয় রাজভবনে চা-চক্রে আমন্ত্রণও করলেন রাজ্যপাল ।

রেড রোডে আজকের অনুষ্ঠানে ছিল কন্যাশ্রী ও খাদ্যসাথীর ট্যাবলো । যোগদান করেছিলেন গোর্খা রাইফেলসের জওয়ানরা । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রেড রোড চত্বরকে ।

গতকাল থেকেই রেড রোডসহ কলকাতার বেশ কিছু জায়গা কড়া নজরদারি চালাচ্ছেন সেনা জওয়ানরা । নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সদন, চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, ধর্মতলা, প্রিন্সেপ ঘাট-সহ একাধিক এলাকা । জলপথে নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক ।

New Delhi, Jan 26 (ANI): Bharatiya Janata Party (BJP) president Jagat Prakash Nadda hoisted the tricolor at party headquarters on Republic Day in Delhi on Jan 26. India is celebrating its 71st Republic Day. The Republic Day is celebrated to honour the historic date when the Indian constitution came into effect on January 26, 1950.
Last Updated : Jan 26, 2020, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.