ETV Bharat / state

নারদ তদন্তে ম্যাথুর ক্যামেরা নিয়ে সংশয়, কাল ফের জেরা - নারদ তদন্ত

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । 2016 সালের বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয় ভিডিয়ো । তারপর থেকেই চলছে CBI তদন্ত ।

ম্যাথুর
author img

By

Published : Aug 27, 2019, 7:21 PM IST

Updated : Aug 27, 2019, 7:28 PM IST

কলকাতা, 27 অগাস্ট : নারদ স্ট্রিং অপারেশনে ম্যাথু স্যামুয়েলের ব্যবহৃত ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে সংশয় । তাই ফের জেরা করা হবে তাঁকে । আগামীকাল ম্যাথু স্যামুয়েল, কেডি সিং এবং দিল্লির এক ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন গোয়েন্দারা । তলব করা হয়েছে তিনজনকেই ।

এই সংক্রান্ত আরও খবর : পৌরনিগমে শোভন-ম্যাথু সাক্ষাৎ হয়েছিল ? ৩ পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ CBI-এর

নারদ তদন্তে ম্যাথুর ফুটেজ নিয়ে জলঘোলা হয় বিস্তর । বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত । স্ট্রিং অপারেশনের তদন্তে ম্যাথু তাঁর গোপন ক্যামেরাটির বিষয়ে তদন্তকারীদের জানিয়েছিলেন । ম্যাথুর আই-ফোনের সঙ্গে যুক্ত ছিল সেই গোপন ক্যামেরা । ইয়ারফোনের ইনপুট পয়েন্টে লুকানো ক্যামেরাটি সংযুক্ত করা হয়েছিল । সেই ক্যামেরা দিয়ে তোলা হয় অপারেশনের সমস্ত ফুটেজ । কিন্তু আইফোনের ইয়ারফোন ইনপুট পয়েন্টে ক্যামেরা লাগাল কে? ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কথা । ওই ব্যবসায়ী না কি বিশেষ টেকনিকে ওই ক্যামেরা ইন্সটল করেছিলেন । CBI-র দিল্লির দপ্তরে সম্প্রতি ডাকা হয় ওই ব্যবসায়ীকে । সূত্র জানাচ্ছে, তিনি ক্যামেরা ইনস্টলেশনের বিষয়টি অস্বীকার করেছেন । আর তাতেই তৈরি হয়েছে জট । সেই জট কাটাতে ম্যাথু, কেডি সিং এবং দিল্লির ওই ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় CBI । আগামীকাল সেই জেরা করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর : দু'বছরে তলব 18 বার, শেষ হল না তদন্ত ! ক্ষোভ ম্যাথুর

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । 2016 সালের বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয় ভিডিয়ো । তারপর থেকেই চলছে CBI তদন্ত । কিছুদিন আগে শহরে আসেন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্র জানাচ্ছে, নারদ তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরই শুরু হয়েছে এই মামলার গতি বাড়ানোর কাজ । যদিও নারদ কর্তা বলেন, "দু'বছর ধরে তদন্ত চলছে । আমি 18 বারের বেশি এসেছি । কিন্তু দু’বছর হয়ে গেলেও তদন্ত কি সে ভাবে এগিয়েছে?"

এই সংক্রান্ত আরও খবর : মির্জ়ার সঙ্গে কথায় অমিল, ফের ম্যাথুকে তলব CBI-এর

কলকাতা, 27 অগাস্ট : নারদ স্ট্রিং অপারেশনে ম্যাথু স্যামুয়েলের ব্যবহৃত ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে সংশয় । তাই ফের জেরা করা হবে তাঁকে । আগামীকাল ম্যাথু স্যামুয়েল, কেডি সিং এবং দিল্লির এক ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন গোয়েন্দারা । তলব করা হয়েছে তিনজনকেই ।

এই সংক্রান্ত আরও খবর : পৌরনিগমে শোভন-ম্যাথু সাক্ষাৎ হয়েছিল ? ৩ পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ CBI-এর

নারদ তদন্তে ম্যাথুর ফুটেজ নিয়ে জলঘোলা হয় বিস্তর । বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত । স্ট্রিং অপারেশনের তদন্তে ম্যাথু তাঁর গোপন ক্যামেরাটির বিষয়ে তদন্তকারীদের জানিয়েছিলেন । ম্যাথুর আই-ফোনের সঙ্গে যুক্ত ছিল সেই গোপন ক্যামেরা । ইয়ারফোনের ইনপুট পয়েন্টে লুকানো ক্যামেরাটি সংযুক্ত করা হয়েছিল । সেই ক্যামেরা দিয়ে তোলা হয় অপারেশনের সমস্ত ফুটেজ । কিন্তু আইফোনের ইয়ারফোন ইনপুট পয়েন্টে ক্যামেরা লাগাল কে? ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কথা । ওই ব্যবসায়ী না কি বিশেষ টেকনিকে ওই ক্যামেরা ইন্সটল করেছিলেন । CBI-র দিল্লির দপ্তরে সম্প্রতি ডাকা হয় ওই ব্যবসায়ীকে । সূত্র জানাচ্ছে, তিনি ক্যামেরা ইনস্টলেশনের বিষয়টি অস্বীকার করেছেন । আর তাতেই তৈরি হয়েছে জট । সেই জট কাটাতে ম্যাথু, কেডি সিং এবং দিল্লির ওই ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় CBI । আগামীকাল সেই জেরা করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর : দু'বছরে তলব 18 বার, শেষ হল না তদন্ত ! ক্ষোভ ম্যাথুর

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । 2016 সালের বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয় ভিডিয়ো । তারপর থেকেই চলছে CBI তদন্ত । কিছুদিন আগে শহরে আসেন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্র জানাচ্ছে, নারদ তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরই শুরু হয়েছে এই মামলার গতি বাড়ানোর কাজ । যদিও নারদ কর্তা বলেন, "দু'বছর ধরে তদন্ত চলছে । আমি 18 বারের বেশি এসেছি । কিন্তু দু’বছর হয়ে গেলেও তদন্ত কি সে ভাবে এগিয়েছে?"

এই সংক্রান্ত আরও খবর : মির্জ়ার সঙ্গে কথায় অমিল, ফের ম্যাথুকে তলব CBI-এর

Intro:কলকাতা, ২৭ অগাস্ট: আগামীকাল ফের জেরা করা হবে ম্যাথু স্যামুয়েলকে।নারদ স্ট্রিং অপারেশনে মেথর ব্যবহৃত ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সেই সূত্রেই আগামীকাল ম্যাথু স্যামুয়েল, কেডি সিং এবং দিল্লির এক ব্যবসায়ীকে মুখোমুখি বসে জেরা করতে চাইছেন গোয়েন্দারা। তলব করা হয়েছে তিনজনকেই।
Body:নারদ তদন্তে ম্যাথুর ফুটেজ নিয়ে জলঘোলা হয় বিস্তর। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। স্ট্রিং অপারেশনের তদন্তে মাথু তদন্তকারীদের জানিয়েছিলেন তার গোপন ক্যামেরাটির বিষয়ে। ম্যাথুর আই-ফোনের সঙ্গে যুক্ত ছিল সেই গোপন ক্যামেরা। ইয়ারফোনের ইনপুট পয়েন্টে ওই লুকনো ক্যামেরাটি সংযুক্ত করা হয়েছিল। সেই ক্যামেরা দিয়ে তোলা হয় অপারেশনের সমস্ত ফুটেজ। কিন্তু আইফোনের ইয়ারফোন ইনপুট পয়েন্টে ক্যামেরা লাগালো কে? ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কথা। ওই ব্যবসায়ী নাকি বিশেষ টেকনিকে ওই ক্যামেরা ইন্সটল করেছিলেন। সিবিআইয়ের দিল্লির দপ্তরে সম্প্রতি ডাকা হয় ওই ব্যবসায়ীকে। সূত্র জানাচ্ছে, তিনি ক্যামেরা ইনস্টলেশনের বিষয়টি অস্বীকার করেছেন। আর তাতেই তৈরি হয়েছে জট। সেই জট কাটাতে ম্যাথু, কেডি সিং এবং দিল্লির ওই ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় CBI। আগামীকাল সেই জেরা করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।Conclusion:২০১৪ র লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল। গত বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয় ভিডিও। ঘটনার জেরে চলছে সিবিআই তদন্ত। কিছুদিন আগে শহরে আসেন সিবিআই অধিকর্তার নাগেশ্বর রাও। সূত্র জানাচ্ছে, নারদ তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই শুরু হয়েছে এই মামলার গতি বাড়ানোর কাজ। যদিও নারদ কর্তা বলেন, “ দু'বছর ধরে তদন্ত চলছে। আমি 18 বারের বেশি এসেছি। কিন্তু দু’বছর হয়ে গেলেও তদন্ত কি সে ভাবে এগিয়েছে?’’
Last Updated : Aug 27, 2019, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.