ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে পারে সিবিআই

author img

By

Published : Apr 5, 2023, 12:21 PM IST

Updated : Apr 5, 2023, 5:57 PM IST

এবার আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই ৷ গরুপাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ৷ কিন্তু, দীর্ঘদিন বেপাত্তা থাকার পর এ বার তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Cattel Smuggling Case ETV BHARAT
Cattel Smuggling Case

কলকাতা, 5 এপ্রিল: গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে পারে সিবিআই ৷ আর সেই নিয়ে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা আইনি পরামর্শ নিচ্ছেন বলে নিজাম প্যালেস সূত্রে খবর ৷ জানা গিয়েছে, সিবিআই-এর চার্জশিটে গরুপাচার-কাণ্ডে আব্দুল লতিফের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ৷ এছাড়াও, তদন্তে নেমে আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করেছে সিবিআই ৷ পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয় ৷ তার পরেও আব্দুল লতিফের কোনও খবরই নেই সিবিআই-এর গোয়েন্দারা কাছে ৷ আর তাই তাঁকে ফেরার ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

নিজাম প্যালেস সূত্রে খবর, আব্দুল লতিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তিনি আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেননি ৷ এমনকী আগাম জামিনের আবেদনও করেননি ৷ ফলে এক্ষেত্রে আব্দুল লতিফকে গরুপাচার মামলায় ফেরার ঘোষণা করতে পারে সিবিআই ৷ আর তার জন্য কোন কোন আইনি জটিলতা সিবিআই-এর সামনে আসতে পারে, সেই সম্পর্কে পরামর্শ নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ৷

জানা গিয়েছে, আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন করা হবে প্রথমে ৷ সেখানে আব্দুল লতিফের বিরুদ্ধে কতদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তা জানানো হবে ৷ এমনকূ তিনি আত্মসমর্পণ বা আগাম জামিনের আবেদনও করেননি, সেটাও আদালতে জানাবে সিবিআই ৷ আর সেই কারণে এ বার আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই আবেদন করা হবে আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে ৷ সূত্রের খবর, এর পরবর্তীকালে আব্দুল লতিফের নামে যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি খুঁজে বের করা হবে ৷ সেই মতো আইনি প্রক্রিয়া মেনে সেগুলিও বাজেয়াপ্ত করতে পারেন সিবিআই-এর গোয়েন্দারা ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

এক্ষেত্রে বিনয় মিশ্রের বিরুদ্ধেও সিবিআই একই আইনি প্রয়োগ করেছিল। সূত্রের খবর বিনয় মিশ্রর বিরুদ্ধে প্রথমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও বিনয় মিশ্রেও সিবিআই এর নাগালে আসেনি ফলে পরবর্তীকালে বিনয় মিশ্রের নামে ফেরার ঘোষণা করা হয় এবং আসানসোল দুর্গাপুর পুরুলিয়া সহ একাধিক জায়গায় বিনয় মিশ্রের যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া পর্যন্ত শুরু করে দিয়েছিল সিবিআই। এক্ষেত্রেও আব্দুল লতিফের বিরুদ্ধে এমন টাই করতে পারেন সিবিআই এর গোয়েন্দারা।

কলকাতা, 5 এপ্রিল: গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে পারে সিবিআই ৷ আর সেই নিয়ে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা আইনি পরামর্শ নিচ্ছেন বলে নিজাম প্যালেস সূত্রে খবর ৷ জানা গিয়েছে, সিবিআই-এর চার্জশিটে গরুপাচার-কাণ্ডে আব্দুল লতিফের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ৷ এছাড়াও, তদন্তে নেমে আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করেছে সিবিআই ৷ পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয় ৷ তার পরেও আব্দুল লতিফের কোনও খবরই নেই সিবিআই-এর গোয়েন্দারা কাছে ৷ আর তাই তাঁকে ফেরার ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

নিজাম প্যালেস সূত্রে খবর, আব্দুল লতিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তিনি আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেননি ৷ এমনকী আগাম জামিনের আবেদনও করেননি ৷ ফলে এক্ষেত্রে আব্দুল লতিফকে গরুপাচার মামলায় ফেরার ঘোষণা করতে পারে সিবিআই ৷ আর তার জন্য কোন কোন আইনি জটিলতা সিবিআই-এর সামনে আসতে পারে, সেই সম্পর্কে পরামর্শ নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ৷

জানা গিয়েছে, আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন করা হবে প্রথমে ৷ সেখানে আব্দুল লতিফের বিরুদ্ধে কতদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তা জানানো হবে ৷ এমনকূ তিনি আত্মসমর্পণ বা আগাম জামিনের আবেদনও করেননি, সেটাও আদালতে জানাবে সিবিআই ৷ আর সেই কারণে এ বার আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই আবেদন করা হবে আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে ৷ সূত্রের খবর, এর পরবর্তীকালে আব্দুল লতিফের নামে যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি খুঁজে বের করা হবে ৷ সেই মতো আইনি প্রক্রিয়া মেনে সেগুলিও বাজেয়াপ্ত করতে পারেন সিবিআই-এর গোয়েন্দারা ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

এক্ষেত্রে বিনয় মিশ্রের বিরুদ্ধেও সিবিআই একই আইনি প্রয়োগ করেছিল। সূত্রের খবর বিনয় মিশ্রর বিরুদ্ধে প্রথমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও বিনয় মিশ্রেও সিবিআই এর নাগালে আসেনি ফলে পরবর্তীকালে বিনয় মিশ্রের নামে ফেরার ঘোষণা করা হয় এবং আসানসোল দুর্গাপুর পুরুলিয়া সহ একাধিক জায়গায় বিনয় মিশ্রের যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া পর্যন্ত শুরু করে দিয়েছিল সিবিআই। এক্ষেত্রেও আব্দুল লতিফের বিরুদ্ধে এমন টাই করতে পারেন সিবিআই এর গোয়েন্দারা।

Last Updated : Apr 5, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.