ETV Bharat / state

CBI : ভোট পরবর্তী হিংসার তদন্তে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে তৎপর সিবিআই - সিবিআই

এখনও পর্যন্ত মোট 38টি এফআইআর করা হয়েছে । প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় গত শনিবারই আরও তিনটি নতুন এফআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

CBI
ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত
author img

By

Published : Sep 21, 2021, 10:55 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজ্যে ভোট পরবর্তী হিংসার একাধিক ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই ৷ জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে তারা ৷ তদন্তে আরও তৎপর হতে চাইছেন তদন্তকারী অফিসাররা ৷ তাঁদের বক্তব্য, আরও একাধিক অত্যাচারিত মানুষ রয়েছে, যাদের সঙ্গে এখনও কথা বলা হয়নি ৷ তাঁদের সঙ্গে গিয়েও কথা বলতে চান তদন্তকারীরা । প্রয়োজনে অতিরিক্ত সাহায্য করবে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর ।

আর মাত্র দিন দশদিন বাকি । তার মধ্যেই কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে হবে সিবিআইকে । সেই রিপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । তারই প্রস্তুতিতে আজ সকাল থেকে পর্যালোচনা বৈঠকে বসেন সিবিআই কর্তারা ।

জানা গিয়েছে, এই বৈঠকের জন্য দিল্লি থেকে সিবিআইয়ের একাধিক পদস্থ আধিকারিক কলকাতায় এসেছেন । সিবিআই সূত্রের খবর, মূলত এই কদিনে কতগুলি এফআইআর হল, কতগুলি চার্জশিট জমা পড়েছে এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে ।

সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট 38টি এফআইআর করা হয়েছে । প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় গত শনিবারই আরও তিনটি নতুন এফআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা । জানা গিয়েছে, ওই 3টি মামলার মধ্যে 1টি নদিয়া জেলা ও 2টি উত্তর 24 পরগনা জেলার ।

ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে সিবিআই মোট 84 জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন । এছাড়া 25 জন দিল্লির কর্তা রয়েছেন এই দলে । এই 25 জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার অফিসার । প্রথম থেকেই সিবিআই প্রত্যেক জোনের টিমে 21 জন করে তদন্তকারী অফিসার বা আইও রেখেছিল । ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন 4 যুগ্ম অধিকর্তা । এদিনের মিটিংয়ে তাঁরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

নিজাম প্যালেস সূত্রের খবর, রাজ্যে এখনও 15 টি খুন এবং 6 টি ধর্ষণের মামলা রয়েছে । গত 27 অগস্ট 11টি এফআইআর দায়ের করেছিল সিবিআই । খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ, অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআর-গুলি দায়ের করা হয়েছিল বলে খবর । জানা গিয়েছে, গত শনিবার আরও 10টি এফআইআর দায়ের করা হয় সিবিআইয়ের তরফে ।

10 সেপ্টেম্বর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যে চতুর্থ চার্জশিট পেশ করেছিল সিবিআই । কাঁকরতলার বিজেপি কর্মী মিঠুন বাগদি খুনে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই । এই খুনের ঘটনায় আগেই 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তার মধ্যে 3 জন জেল হেফাজতে থাকলেও বাকি 2 জনের জামিন হয়েছে । সিবিআই সূত্রের খবর, জামিন হলেও তদন্তের প্রয়োজনে তাদের ডাকা হতে পারে ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজ্যে ভোট পরবর্তী হিংসার একাধিক ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই ৷ জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে তারা ৷ তদন্তে আরও তৎপর হতে চাইছেন তদন্তকারী অফিসাররা ৷ তাঁদের বক্তব্য, আরও একাধিক অত্যাচারিত মানুষ রয়েছে, যাদের সঙ্গে এখনও কথা বলা হয়নি ৷ তাঁদের সঙ্গে গিয়েও কথা বলতে চান তদন্তকারীরা । প্রয়োজনে অতিরিক্ত সাহায্য করবে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর ।

আর মাত্র দিন দশদিন বাকি । তার মধ্যেই কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে হবে সিবিআইকে । সেই রিপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । তারই প্রস্তুতিতে আজ সকাল থেকে পর্যালোচনা বৈঠকে বসেন সিবিআই কর্তারা ।

জানা গিয়েছে, এই বৈঠকের জন্য দিল্লি থেকে সিবিআইয়ের একাধিক পদস্থ আধিকারিক কলকাতায় এসেছেন । সিবিআই সূত্রের খবর, মূলত এই কদিনে কতগুলি এফআইআর হল, কতগুলি চার্জশিট জমা পড়েছে এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে ।

সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট 38টি এফআইআর করা হয়েছে । প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় গত শনিবারই আরও তিনটি নতুন এফআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা । জানা গিয়েছে, ওই 3টি মামলার মধ্যে 1টি নদিয়া জেলা ও 2টি উত্তর 24 পরগনা জেলার ।

ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে সিবিআই মোট 84 জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন । এছাড়া 25 জন দিল্লির কর্তা রয়েছেন এই দলে । এই 25 জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার অফিসার । প্রথম থেকেই সিবিআই প্রত্যেক জোনের টিমে 21 জন করে তদন্তকারী অফিসার বা আইও রেখেছিল । ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন 4 যুগ্ম অধিকর্তা । এদিনের মিটিংয়ে তাঁরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

নিজাম প্যালেস সূত্রের খবর, রাজ্যে এখনও 15 টি খুন এবং 6 টি ধর্ষণের মামলা রয়েছে । গত 27 অগস্ট 11টি এফআইআর দায়ের করেছিল সিবিআই । খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ, অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআর-গুলি দায়ের করা হয়েছিল বলে খবর । জানা গিয়েছে, গত শনিবার আরও 10টি এফআইআর দায়ের করা হয় সিবিআইয়ের তরফে ।

10 সেপ্টেম্বর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যে চতুর্থ চার্জশিট পেশ করেছিল সিবিআই । কাঁকরতলার বিজেপি কর্মী মিঠুন বাগদি খুনে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই । এই খুনের ঘটনায় আগেই 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তার মধ্যে 3 জন জেল হেফাজতে থাকলেও বাকি 2 জনের জামিন হয়েছে । সিবিআই সূত্রের খবর, জামিন হলেও তদন্তের প্রয়োজনে তাদের ডাকা হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.