কলকাতা, 31 অগস্ট: পৌরনিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার সিবিআই দফতরে তলব করা হয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে । কিন্তু তিনি হাজিরা দিতে আসবেন কি না সেই ব্যাপারে বুধবার রাত পর্যন্ত কিছু জানা যায়নি ৷ তাই তাঁর সিবিআই দফতরে আসা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ৷ গতকাল অবশ্য একটি অনুষ্ঠানে তিনি বলেন, "আমায় কালিমালিপ্ত করা এত সহজ নয় । আমি যদি নোটিশ পাই, তবে অবশ্যই সিবিআই দফতরে যাব ।"
প্রসঙ্গত, 24 অগস্ট নোটিশ দিয়ে পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠায় সিবিআই । আজ 11টার সময় তাঁর সিবিআই দফতরে আসার কথা । কিন্তু তিনি আদৌ নিজাম প্যালেসে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2016 সালে পৌরনিয়োগে দুর্নীতি হয়েছিল । সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপ-প্রধান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু । তাই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারে সিবিআই ।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত 19 মার্চ গ্রেফতার হন অয়ন শীল । তিনি পেশায় প্রোমোটার ছিলেন বলে জানা গিয়েছে । তাঁর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা শান্তনু ঘোষ । এরপরে তাঁকে বহিষ্কার করে তৃণমূল । তাঁরই সূত্র ধরে অয়ন শীলের কাছে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ 18 মার্চ সল্টলেকে তাঁর ভাড়া বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এরপর সেখান থেকে বহু নথিপত্র উদ্ধার হয় এবং ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল ।
আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই
গ্রেফতারের পরও তাঁর অফিস এবং বাড়ি থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল ৷ সেগুলি পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পারেন, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, বরং ধৃত অয়ন যুক্ত রয়েছেন পৌর নিয়োগ দুর্নীতিকাণ্ডেও । তদন্ত নেমে ইডির গোয়েন্দারা আরও জানতে পারেন, দক্ষিণ দমদম পৌরসভায় বেশ কিছু নিয়োগ দুর্নীতিতে সরাসরিভাবে যুক্ত ছিলেন অয়ন শীল । সেই ভিত্তিতেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ।