ETV Bharat / state

CBI Partha-Kalyanmoy Interrogation: আজ পার্থ-কল্যাণময়কে জেরা সিবিআইয়ের - কল্যাণময় গঙ্গোপাধ্যায়

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷ একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী আর অন্যজন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি (SSC Recruitment Scam) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 17, 2022, 10:26 AM IST

Updated : Sep 17, 2022, 11:05 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা আলাদা করে জেরা করতে চান সিবিআই-এর আধিকারিকেরা । জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের তৎকালীন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে জেরা করা হবে । তাঁদের বয়ান রেকর্ড করা হবে । তদন্তকারীদের অনুমান, এই দু'জনের থেকে বেশ কিছু এমন তথ্য় পাওয়া যাবে যা তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে (CBI to interrogate Parhta Chatterjee and Kalyanmoy Ganguly over SSC Recruitment Scam) ।

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গত 22 জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Partha Chatterjee) ৷ প্রায় দেড় মাস পর তাঁকে হেফাজতে নিল সিবিআই (CBI) ৷ এর আগে এই মামলার তদন্তে একবারই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি ৷

সিবিআই সূত্রে খবর, এবার পরবর্তী পাঁচদিনে সেই প্রশ্নগুলির উত্তরই পার্থর থেকে জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে, শিক্ষামন্ত্রী থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত তিনি কার নির্দেশে নিতেন ? কীভাবে টাকার লেনদেন হত ? কোন কোন খাতে এই টাকা খরচ হয়েছে ? তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মনে করছে, এই চক্রের মূল ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় একা নন ৷ তিনি কারও নির্দেশে চলতেন ।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ নয়, সিবিআইয়ের টার্গেট আরও বড় কোনও মাথা

বৃহস্পতিবার কল্যাণময়কে বেশ কিছু নথি-সহ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেখানে টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ তারপরই সন্ধে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর কল্য়াণময়ের শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আবারও কল্যাণময়কে নিজাম প্যালেসে ফিরিয়ে আনেন সিবিআই আধিকারিকরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ৷

পার্থ চট্টোপাধ্যায়কে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত ৷ পার্থকে নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার সিবিআই আদালতে দাবি করে, শিক্ষাক্ষেত্রে ভুয়ো নিয়োগের মাস্টারমাইন্ড ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee) ৷

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলে সিবিআই (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷ আদালতে কল্যাণময় জানান, 2018 সালের পর থেকে তিনি কোনও নিয়োগপত্রে নিজে সই করেননি, তাঁর স্ক্যান করা সই ব্যবহার করা হত ৷ এদিন তাঁকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়

কলকাতা, 17 সেপ্টেম্বর: কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা আলাদা করে জেরা করতে চান সিবিআই-এর আধিকারিকেরা । জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের তৎকালীন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে জেরা করা হবে । তাঁদের বয়ান রেকর্ড করা হবে । তদন্তকারীদের অনুমান, এই দু'জনের থেকে বেশ কিছু এমন তথ্য় পাওয়া যাবে যা তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে (CBI to interrogate Parhta Chatterjee and Kalyanmoy Ganguly over SSC Recruitment Scam) ।

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গত 22 জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Partha Chatterjee) ৷ প্রায় দেড় মাস পর তাঁকে হেফাজতে নিল সিবিআই (CBI) ৷ এর আগে এই মামলার তদন্তে একবারই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি ৷

সিবিআই সূত্রে খবর, এবার পরবর্তী পাঁচদিনে সেই প্রশ্নগুলির উত্তরই পার্থর থেকে জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে, শিক্ষামন্ত্রী থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত তিনি কার নির্দেশে নিতেন ? কীভাবে টাকার লেনদেন হত ? কোন কোন খাতে এই টাকা খরচ হয়েছে ? তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মনে করছে, এই চক্রের মূল ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় একা নন ৷ তিনি কারও নির্দেশে চলতেন ।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ নয়, সিবিআইয়ের টার্গেট আরও বড় কোনও মাথা

বৃহস্পতিবার কল্যাণময়কে বেশ কিছু নথি-সহ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেখানে টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ তারপরই সন্ধে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর কল্য়াণময়ের শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আবারও কল্যাণময়কে নিজাম প্যালেসে ফিরিয়ে আনেন সিবিআই আধিকারিকরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ৷

পার্থ চট্টোপাধ্যায়কে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত ৷ পার্থকে নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার সিবিআই আদালতে দাবি করে, শিক্ষাক্ষেত্রে ভুয়ো নিয়োগের মাস্টারমাইন্ড ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee) ৷

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলে সিবিআই (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷ আদালতে কল্যাণময় জানান, 2018 সালের পর থেকে তিনি কোনও নিয়োগপত্রে নিজে সই করেননি, তাঁর স্ক্যান করা সই ব্যবহার করা হত ৷ এদিন তাঁকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়

Last Updated : Sep 17, 2022, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.