কলকাতা, 15 নভেম্বর : রোজ়ভ্যালি মামলায় CID-র কাছ থেকে নথি চেয়ে পাঠাল CBI । চিটফান্ড মামলার তদন্ত সংক্রান্ত নথিই চাওয়া হয়েছে বলে CBI সূত্রে খবর । তৎকালীন CID কর্তা তথা বর্তমান কলকাতা পুলিশের DC (বন্দর) ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদের পরই CID-র থেকে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।
তৎকালীন সময়ে কাস্টমস হাউজ়ে তিন মাস অন্তর একটি সমন্বয় বৈঠক হত । SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ়, ED, কলকাতা পুলিশ, CID-র মতো সংস্থা থাকত ওই বৈঠকে । আলোচনা হত মূলত কর ফাঁকি, দুর্নীতি ইত্যাদি নিয়ে । সঙ্গে সবকটি এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয়টি থাকত । এই মিটিংয়ে CID-র পক্ষ থেকে যেতেন ওয়াকার রাজা । সেই বৈঠকে একবার চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয় । কিন্তু কোনও এজেন্সি না কি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে । সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকার রাজাকে । SEBI-র জানিয়েছে, CID-র তরফে বলা হয়েছিল, অভিযোগ না থাকায় ওই চিটফান্ডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ।
CBI সূত্রের খবর, SEBI-র তরফে দায়ের করা হয় অভিযোগও । কিন্তু সেই অভিযোগের কোনও তদন্ত হয়নি । জিজ্ঞাসাবাদে ওয়াকার রাজা না কি জানান, অন্য তদন্তে ব্যস্ত থাকার কারণে এই বিষয়টি নিয়ে তিনি তেমন কিছু জানেন না । সেই অভিযোগের বিষয়টিই CID-র কাছ থেকে জানতে চাইছে CBI ।