ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লা পাচার মামলায় ফের অনুপ মাজি ওরফে লালাকে তলব সিবিআইয়ের - সিবিআই

কয়লা পাচার মামলায় গত শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদ করে অনুপ মাজি ওরফে লালাকে ৷ আগামী বুধবার তাঁকে আবার তলব করা হয়েছে ৷ ওই দিন তাঁকে বেশকিছু নথিও সঙ্গে আনতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

Coal Smuggling Case
Coal Smuggling Case
author img

By

Published : May 15, 2023, 5:47 PM IST

কলকাতা, 15 মে: অনুপ মাজি ওরফে লালাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল সিবিআই ৷ আগামী বুধবার তাঁকে ডাকা হয়েছে ৷ আনতে বলা হয়েছে একাধিক নথিপত্র । এর আগে গত শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷ সূত্রের খবর, এবার পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের বয়ান নিয়েই পালটা লালাকে প্রশ্ন করতে চায় সিবিআই ৷

আগেরদিন লালাকে জিজ্ঞাসাবাদ করার পরই সিবিআই আধিকারিকরা ইসিএলের এক কর্তা ও সিআইএসএফের একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করেন । অভিযোগ, এই ইসিএল কর্তা ও সিআইএসএফের ইন্সপেক্টর টাকার বিনিময় কয়লা পাচারে সাহায্য করতেন । প্রোটেকশন মানি হিসেবে তাঁরা ওই টাকা নিতেন ।

সিবিআইয়ের অনুমান, অনুপ মাজি ও অন্যান্য কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে শুধুমাত্র সিআইএসএফ বা ইসিএলের কর্তারা নন, বরং প্রোটেকশন মানি অনেকেই নিতেন । তাই আর কারা কারা এই ধরনের প্রোটেকশন মানি নিতেন, তা জানা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা ৷ বুধবার সেই প্রসঙ্গেও অনুপ মাজিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷

ইতিমধ্যেই সিবিআই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে । এই বিকাশ মিশ্র লালার কাছ থেকে কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি নিতেন বলে অভিযোগ ৷ সেই টাকার পরিমাণ কত ছিল, সেটাও লালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো সূত্রের খবর, প্রয়োজন পড়লে বিকাশ ও লালার দেওয়া উত্তর মিলিয়ে দেখে পরবর্তী সময়ে বিকাশ এবং লালাকে মুখোমুখি বসিয়ে জেরাও করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত শনিবার যখন অনুপ মাজি ওরফে লালা সিবিআইয়ের কাছে হাজিরা দেন, তখন তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ এর আগেও তাঁকে ডেকে জিজ্ঞাসবাদ করেছে সিবিআই ৷ বয়ানও রেকর্ড করেছে ৷ সূত্রের খবর, সেই বয়ানগুলির সঙ্গে অনুপ মাজির এখনকার বক্তব্যে কতটা মিল রয়েছে, সেটাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা ৷ সেই কারণে বুধবার তাঁকে ডাকা হয়েছে ৷ এখন দেখার লালাকে জেরা করে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন কোনও তথ্য উঠে আসে কি না !

আরও পড়ুন: ধৃত প্রসন্ন রায়কে নয়া দুর্নীতির অভিযোগে নিজেদের হেফাজতে পেল সিবিআই

কলকাতা, 15 মে: অনুপ মাজি ওরফে লালাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল সিবিআই ৷ আগামী বুধবার তাঁকে ডাকা হয়েছে ৷ আনতে বলা হয়েছে একাধিক নথিপত্র । এর আগে গত শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷ সূত্রের খবর, এবার পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের বয়ান নিয়েই পালটা লালাকে প্রশ্ন করতে চায় সিবিআই ৷

আগেরদিন লালাকে জিজ্ঞাসাবাদ করার পরই সিবিআই আধিকারিকরা ইসিএলের এক কর্তা ও সিআইএসএফের একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করেন । অভিযোগ, এই ইসিএল কর্তা ও সিআইএসএফের ইন্সপেক্টর টাকার বিনিময় কয়লা পাচারে সাহায্য করতেন । প্রোটেকশন মানি হিসেবে তাঁরা ওই টাকা নিতেন ।

সিবিআইয়ের অনুমান, অনুপ মাজি ও অন্যান্য কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে শুধুমাত্র সিআইএসএফ বা ইসিএলের কর্তারা নন, বরং প্রোটেকশন মানি অনেকেই নিতেন । তাই আর কারা কারা এই ধরনের প্রোটেকশন মানি নিতেন, তা জানা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা ৷ বুধবার সেই প্রসঙ্গেও অনুপ মাজিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷

ইতিমধ্যেই সিবিআই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে । এই বিকাশ মিশ্র লালার কাছ থেকে কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি নিতেন বলে অভিযোগ ৷ সেই টাকার পরিমাণ কত ছিল, সেটাও লালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো সূত্রের খবর, প্রয়োজন পড়লে বিকাশ ও লালার দেওয়া উত্তর মিলিয়ে দেখে পরবর্তী সময়ে বিকাশ এবং লালাকে মুখোমুখি বসিয়ে জেরাও করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত শনিবার যখন অনুপ মাজি ওরফে লালা সিবিআইয়ের কাছে হাজিরা দেন, তখন তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ এর আগেও তাঁকে ডেকে জিজ্ঞাসবাদ করেছে সিবিআই ৷ বয়ানও রেকর্ড করেছে ৷ সূত্রের খবর, সেই বয়ানগুলির সঙ্গে অনুপ মাজির এখনকার বক্তব্যে কতটা মিল রয়েছে, সেটাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা ৷ সেই কারণে বুধবার তাঁকে ডাকা হয়েছে ৷ এখন দেখার লালাকে জেরা করে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন কোনও তথ্য উঠে আসে কি না !

আরও পড়ুন: ধৃত প্রসন্ন রায়কে নয়া দুর্নীতির অভিযোগে নিজেদের হেফাজতে পেল সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.