ETV Bharat / state

রোজ়ভ্যালির নথি চেয়ে নবান্নে নোটিশ CBI-এর

মুখ্যসচিব ও অর্থদপ্তরকে নোটিশ পাঠালো CBI । চাওয়া হয়েছে রোজ়ভ্যালির জমি সংক্রান্ত নথি ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 16, 2019, 7:22 PM IST

কলকাতা, 16 অক্টোবর : রোজ়ভ্যালি কাণ্ডে প্রয়োজনীয় নথি চেয়ে এবার মুখ্যসচিবকে চিঠি দিল CBI । অর্থ দপ্তরকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়ার পরেই প্রশাসনের সদর দপ্তরে যাতায়াত শুরু করেছিল CBI । সেই সময় CBI-এর তরফে পরপর চিঠি দেওয়া হয়েছিল নবান্নে । CBI সূত্রের খবর, এবার রোজ়ভ্যালি কাণ্ডে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি সার্বিকভাবে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়েও চলছে তদন্ত । সেই সূত্রেই নবান্নে নোটিশ পাঠিয়েছে CBI ।

CBI দুটি চিঠির একটি পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে । আর একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ দপ্তরে । অর্থ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর । ডাকা হয়েছে অর্থ দপ্তরের ওই কর্তাকেও । আগামী 18 অক্টোবর CGO কমপ্লেক্সে তাঁকে হাজিরার কথা বলা হয়েছে । রোজ়ভ্যালির জমি সংক্রান্ত নথিও চেয়েছে CBI । তবে এই চিঠি নিয়ে এখনও মুখ খোলেনি রাজ্য প্রশাসন ।

কলকাতা, 16 অক্টোবর : রোজ়ভ্যালি কাণ্ডে প্রয়োজনীয় নথি চেয়ে এবার মুখ্যসচিবকে চিঠি দিল CBI । অর্থ দপ্তরকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়ার পরেই প্রশাসনের সদর দপ্তরে যাতায়াত শুরু করেছিল CBI । সেই সময় CBI-এর তরফে পরপর চিঠি দেওয়া হয়েছিল নবান্নে । CBI সূত্রের খবর, এবার রোজ়ভ্যালি কাণ্ডে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি সার্বিকভাবে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়েও চলছে তদন্ত । সেই সূত্রেই নবান্নে নোটিশ পাঠিয়েছে CBI ।

CBI দুটি চিঠির একটি পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে । আর একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ দপ্তরে । অর্থ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর । ডাকা হয়েছে অর্থ দপ্তরের ওই কর্তাকেও । আগামী 18 অক্টোবর CGO কমপ্লেক্সে তাঁকে হাজিরার কথা বলা হয়েছে । রোজ়ভ্যালির জমি সংক্রান্ত নথিও চেয়েছে CBI । তবে এই চিঠি নিয়ে এখনও মুখ খোলেনি রাজ্য প্রশাসন ।

Intro:কলকাতা, 16 অক্টোবর:রোজভ্যালি কাণ্ডে এবার মুখ্য সচিবকে চিঠি দিল সিবিআই। সূত্রের খবর, অর্থ দপ্তরকেও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। রোজভ্যালি কাণ্ডে তদন্তের প্রয়োজনীয় নথি চেয়ে দু’টি চিঠি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Body:কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়ার পরেই প্রশাসনের সদরদপ্তরে যাতায়াত শুরু করেছে সিবিআই। সেই সময় সিবিআইয়ের তরফের পরপর চিঠি দেওয়া হয়েছিল নবান্নে। সিবিআই সূত্রের খবর, এবার রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সার্বিকভাবে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়েও চলছে তদন্ত। সেই সূত্রেই নবান্নে নোটিশ পাঠিয়েছে সিবিআই।
Conclusion:সিবিআই সূত্রে খবর, দুটি চিঠির একটি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে ও অপরটি অর্থ দফতরে। অর্থ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ডাকা হয়েছে অর্থ দফতরের ওই কর্তাকে। আগামী ১৮ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার কথা বলা হয়েছে। রোজভ্যালির জমি সংক্রান্ত নথিও চেয়েছে সিবিআই। তবে এই চিঠির বিষয়ে এখনও পর্যন্ত চুপ রাজ্য প্রশাসন।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.