ETV Bharat / state

Manik Bhattacharya: স্কুলে বদলি দুর্নীতিতে মানিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

CBI Registered FIR against Manik Bhattacharya: অর্থের বিনিময়ে পছন্দের স্কুলে বদলি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ৷ সেই নিয়ে এফআইআর দায়ের করল সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বিষয়ে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মানিককে দু’দফায় জেরাও করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

Manik Bhattacharya
Manik Bhattacharya
author img

By

Published : Jul 26, 2023, 4:25 PM IST

Updated : Jul 26, 2023, 7:13 PM IST

কলকাতা, 26 জুলাই: আরও বিপাকে নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের মানিক ভট্টাচার্য ৷ স্কুলে নিয়োগ দুর্নীতিতে তিনি অভিযুক্ত ৷ গ্রেফতার হয়ে আপাতত তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ এবার তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই ৷ এবার তিনি অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে বদলি সংক্রান্ত দুর্নীতিতে ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই দফায় সিবিআই-এর তরফে জেরা করা হয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৷ মঙ্গলবার রাত পৌনে 9টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের আধিকারিকরা ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা ৷ তার পর ফের বুধবার সকালে তাঁরা হাজির হন ৷ এ দিনও দীর্ঘক্ষণ সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয় মানিককে ৷ তার পরই এই নিয়ে নতুন করে মানিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই ৷

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মানিককে দু’দফায় জেরা করে বিস্ফোরক সব তথ্য সামনে এসেছে ৷ বদলি নিয়ে দুর্নীতির জাল ছড়িয়েছিলেন মানিক ভট্টাচার্য ৷ কোনও শিক্ষক বা শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মচারী যদি পছন্দের স্কুলে বদলি হতে চাইতেন, তাহলে তাঁদের থেকে লক্ষাধিক টাকা নিতেন মানিক ৷ তার পর বদলির ব্যবস্থা করতেন ৷ যদি সংশ্লিষ্ট স্কুলে শূন্যপদ না থাকত, তাহলে প্রভাব খাটিয়ে তিনি শূন্যপদ তৈরি করতেন বদলি করানোর জন্য ৷

আরও পড়ুন: 'নিয়োগে পরিকল্পিত দুর্নীতি', নয়া মামলায় মানিককে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ইতিমধ্যে মানিকের বয়ান রেকর্ড করেছে সিবিআই ৷ তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, এই বদলি দুর্নীতিতে মানিক একা জড়িত নন ৷ এর সঙ্গে রয়েছেন স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ও ৷ ফলে তাঁকেও কি এই নিয়ে জেরা করা হবে ? এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ কিন্তু সিবিআই সূত্রে খবর, মানিককে টাকা দিয়ে কারা পছন্দের স্কুলে বদলি হয়েছিলেন, এখন সেই নামগুলো জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

কলকাতা, 26 জুলাই: আরও বিপাকে নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের মানিক ভট্টাচার্য ৷ স্কুলে নিয়োগ দুর্নীতিতে তিনি অভিযুক্ত ৷ গ্রেফতার হয়ে আপাতত তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ এবার তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই ৷ এবার তিনি অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে বদলি সংক্রান্ত দুর্নীতিতে ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই দফায় সিবিআই-এর তরফে জেরা করা হয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৷ মঙ্গলবার রাত পৌনে 9টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের আধিকারিকরা ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা ৷ তার পর ফের বুধবার সকালে তাঁরা হাজির হন ৷ এ দিনও দীর্ঘক্ষণ সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয় মানিককে ৷ তার পরই এই নিয়ে নতুন করে মানিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই ৷

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মানিককে দু’দফায় জেরা করে বিস্ফোরক সব তথ্য সামনে এসেছে ৷ বদলি নিয়ে দুর্নীতির জাল ছড়িয়েছিলেন মানিক ভট্টাচার্য ৷ কোনও শিক্ষক বা শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মচারী যদি পছন্দের স্কুলে বদলি হতে চাইতেন, তাহলে তাঁদের থেকে লক্ষাধিক টাকা নিতেন মানিক ৷ তার পর বদলির ব্যবস্থা করতেন ৷ যদি সংশ্লিষ্ট স্কুলে শূন্যপদ না থাকত, তাহলে প্রভাব খাটিয়ে তিনি শূন্যপদ তৈরি করতেন বদলি করানোর জন্য ৷

আরও পড়ুন: 'নিয়োগে পরিকল্পিত দুর্নীতি', নয়া মামলায় মানিককে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ইতিমধ্যে মানিকের বয়ান রেকর্ড করেছে সিবিআই ৷ তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, এই বদলি দুর্নীতিতে মানিক একা জড়িত নন ৷ এর সঙ্গে রয়েছেন স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ও ৷ ফলে তাঁকেও কি এই নিয়ে জেরা করা হবে ? এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ কিন্তু সিবিআই সূত্রে খবর, মানিককে টাকা দিয়ে কারা পছন্দের স্কুলে বদলি হয়েছিলেন, এখন সেই নামগুলো জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

Last Updated : Jul 26, 2023, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.