ETV Bharat / state

Anubrata Mandal: 'এসএসকেএম থেকেই নিজাম প্যালেসে আসুন,' অনুব্রতকে স্পষ্ট নির্দেশ সিবিআইয়ের - অনুব্রত মণ্ডল

সিবিআই দফতরে না গিয়ে এসএসকেএম-এ যাবেন বলে ঠিক করেন অনুব্রত ৷ এদিকে পালটা সিবিআই তরফে অনুব্রত মণ্ডলকে আজ সকালে ই-মেল করে জানানো হয়েছে এসএসকেএম থেকে আজই সিবিআই-এর নিজাম প্যালেসে এসে দেখা করতে হবে (CBI ordered to meet Anubrata) ৷

Anubrata Mandal
অনুব্রতকে আজই নিজাম প্যালেসে দেখা করার নির্দেশ দিল সিবিআই
author img

By

Published : Aug 8, 2022, 9:40 AM IST

Updated : Aug 8, 2022, 10:37 AM IST

কলকাতা, 8 অগস্ট: অনুব্রত মণ্ডল সিবিআই কে ই-মেল করার পর, পালটা সিবিআই তরফে তাঁকে আজ সকালে ই-মেল করা হল। জানানো হল এসএসকেএম থেকে আজই তাঁকে সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে এসে দেখা করতে হবে (CBI ordered to meet Anubrata) ৷

সকালের দিকে জানা যায় আজ সিবিআই দফতরে আসছেন না অনুব্রত মণ্ডল । পরিবর্তে তিনি যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে । দুপুর 12টা নাগাদ এসএসকেএম-এ গিয়ে নিজের মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলবেন । ইতিমধ্যেই বীরভূমের বাড়ি থেকে সরাসরি চিনার পার্কের ফ্লাটে চলে এসেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কিন্তু এরপরই আসে সিবিআইয়ের মেইল ।

জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত নিজের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন অনুব্রত মণ্ডল । গতকাল রাতেই সিবিআইকে মেইল করে গোটা ঘটনাটি জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: বিএসএফ, শুল্ক আধিকারিকদের বাদ দিয়ে রাজ্য পুলিশের কর্মীকে গ্রেফতার কেন ? সিবিআই আদালতে প্রশ্ন সায়গলের আইনজীবীর

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । পাশাপাশি তার 100 কোটিরও বেশি সম্পত্তির খোঁজ ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । এই সূত্রেই তাঁকে ডাকা হয়েছে । 19 মে প্রথমবার অনুব্রত মণ্ডল সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন । তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত এমন বেশ কয়েকজন যেমন কেরিম খান-সহ বীরভূমের একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

কলকাতা, 8 অগস্ট: অনুব্রত মণ্ডল সিবিআই কে ই-মেল করার পর, পালটা সিবিআই তরফে তাঁকে আজ সকালে ই-মেল করা হল। জানানো হল এসএসকেএম থেকে আজই তাঁকে সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে এসে দেখা করতে হবে (CBI ordered to meet Anubrata) ৷

সকালের দিকে জানা যায় আজ সিবিআই দফতরে আসছেন না অনুব্রত মণ্ডল । পরিবর্তে তিনি যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে । দুপুর 12টা নাগাদ এসএসকেএম-এ গিয়ে নিজের মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলবেন । ইতিমধ্যেই বীরভূমের বাড়ি থেকে সরাসরি চিনার পার্কের ফ্লাটে চলে এসেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কিন্তু এরপরই আসে সিবিআইয়ের মেইল ।

জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত নিজের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন অনুব্রত মণ্ডল । গতকাল রাতেই সিবিআইকে মেইল করে গোটা ঘটনাটি জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: বিএসএফ, শুল্ক আধিকারিকদের বাদ দিয়ে রাজ্য পুলিশের কর্মীকে গ্রেফতার কেন ? সিবিআই আদালতে প্রশ্ন সায়গলের আইনজীবীর

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । পাশাপাশি তার 100 কোটিরও বেশি সম্পত্তির খোঁজ ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । এই সূত্রেই তাঁকে ডাকা হয়েছে । 19 মে প্রথমবার অনুব্রত মণ্ডল সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন । তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত এমন বেশ কয়েকজন যেমন কেরিম খান-সহ বীরভূমের একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

Last Updated : Aug 8, 2022, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.