কলকাতা, 10 মে : আগামী সপ্তাহের মধ্যেই কয়লাকাণ্ডে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই । নিজ়াম প্যালেস সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে । ওই চার্জশিটে মোট 10 জন প্রভাবশালীর নাম উল্লেখ থাকতে পারে ।
10 জন প্রভাবশালীর মধ্যে ছয়জনই হলেন পুলিশ আধিকারিক। তদন্তে নেমে 10 জন প্রভাবশালীকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালার । সংশ্লিষ্ট চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্র সহ একাধিকের নাম ৷
আরও পড়ুন, দৌড়ে নেই মুকুল, বিজেপির পরিষদীয় দলনেতার কুর্সিতে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী মনোজ ?
মূলত, 2018 সালে প্রথম কয়লাকাণ্ড সিবিআইয়ের নজরে আসে । অভিযোগ, পুরুলিয়া জেলায় প্রথম কয়লাপাচার শুরু । সিবিআই সূত্রের খবর, যেহেতু পুরুলিয়া জেলার ছেলে অনুপ মাঝি, ফলে চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে তাঁর নাম ৷ সূত্রের খবর, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় রেলপথে যখন কয়লা সরবরাহ হত, ঠিক সেই সময়ে আচমকাই ট্রেনের গতি কম হয়ে যেত । অভিযোগ, এরপর অনুপ মাঝি ওরফে লালার লোকজন ট্রেনের মাথায় উঠে কয়লাগুলিকে একেবারে ফিল্মি কায়দায় রেললাইনের ধারে ফেলে দিত । 10 থেকে 15 মিনিট অপারেশন, আর তাতেই কোটি কোটি টাকা আত্মসাৎ করত এই কয়লা মাফিয়ারা ।
এরপরেই ফেলে দেওয়া সেই কয়লা রাজ্য এবং জাতীয় সড়ক হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত । সিবিআই সূত্রে খবর, এই কয়লাকাণ্ডে যুক্ত থাকতে পারেন বড় বড় শিল্পপতিরা । ঘটনায় সিবিআই রেলের একাধিক আধিকারিককেও তলব করেছিল ৷