ETV Bharat / state

Post Poll Violence :বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিবিআইয়ের - Arrest Warrant

ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই ৷ আজ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্তে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই ৷

অভিজিৎ সরকারের বাড়িতে সিবিআই
অভিজিৎ সরকারের বাড়িতে সিবিআই
author img

By

Published : Sep 19, 2021, 2:18 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গেলেন সিবিআইয়েএর কয়েকজন আধিকারিক ৷ আজ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই ৷

ঘটনা তদন্তভার নেওয়ার পর মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা । পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে মোট 12 জনের একটি তালিকা তৈরি করেন সিবিআই গোয়েন্দারা । তাদের নামে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন সিবিআইয়ের আধিকারিকরা ।

ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার গ্রহণ করে প্রথমেই মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা । সেখান থেকে বেশ কিছু প্রভাবশালী এবং এলাকার সমাজবিরোধীদের নাম পান তাঁরা । এরই সঙ্গে তথ্যপ্রমাণ হিসেবে সিবিআই আধিকারিকরা মৃত অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভ হাতে পান । ফেসবুক লাইভে বেশ কিছু সমাজবিরোধীদের চিহ্নিত করে তাদের নাম সম্পর্কে ওয়াকিবহাল হন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Post Poll Violence : আইএসএফ কর্মী খুনে তৃতীয়বার তদন্তে সিবিআই, চলল খুনের মামলায় আসামীদের বাড়ি তল্লাশি

এর পরেই সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে আজ সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ যদিও বেশ কয়েকজনের খোঁজ পাননি তাঁরা ৷ সিবিআই সূত্রে খবর, আদালত থেকে তাদের নামে আইনি কার্যকলাপ করার অনুমতিপত্র নিয়েই অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা । সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ধরা না দিলে আইনি পথে হাঁটা হবে ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর : মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গেলেন সিবিআইয়েএর কয়েকজন আধিকারিক ৷ আজ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই ৷

ঘটনা তদন্তভার নেওয়ার পর মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা । পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে মোট 12 জনের একটি তালিকা তৈরি করেন সিবিআই গোয়েন্দারা । তাদের নামে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন সিবিআইয়ের আধিকারিকরা ।

ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার গ্রহণ করে প্রথমেই মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা । সেখান থেকে বেশ কিছু প্রভাবশালী এবং এলাকার সমাজবিরোধীদের নাম পান তাঁরা । এরই সঙ্গে তথ্যপ্রমাণ হিসেবে সিবিআই আধিকারিকরা মৃত অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভ হাতে পান । ফেসবুক লাইভে বেশ কিছু সমাজবিরোধীদের চিহ্নিত করে তাদের নাম সম্পর্কে ওয়াকিবহাল হন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Post Poll Violence : আইএসএফ কর্মী খুনে তৃতীয়বার তদন্তে সিবিআই, চলল খুনের মামলায় আসামীদের বাড়ি তল্লাশি

এর পরেই সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে আজ সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ যদিও বেশ কয়েকজনের খোঁজ পাননি তাঁরা ৷ সিবিআই সূত্রে খবর, আদালত থেকে তাদের নামে আইনি কার্যকলাপ করার অনুমতিপত্র নিয়েই অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা । সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ধরা না দিলে আইনি পথে হাঁটা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.