ETV Bharat / state

লালা ঘনিষ্ঠ শিল্পপতি অমিত আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের - anup majhi

কয়লা পাচারকাণ্ডে এবার লালা ঘনিষ্ঠ শিল্পপতি অমিত আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ৷ পাশাপাশি অন্ডাল থানার প্রাক্তন আইসি পার্থ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয় ৷ অভিযোগ, লালার কাছ থেকে অবৈধ কয়লা কিনে নিতেন অমিত ৷

CBI
সিবিআই
author img

By

Published : Mar 22, 2021, 6:30 PM IST

কলকাতা, 22 মার্চ : কয়লা পাচারকাণ্ডে এবার অনুপ মাঝি ওরফে লালার পরিচিত স্টিল প্ল্যান্টের মালিক অমিত আগরওয়াল হাজিরা দিলেন নিজাম প্য়ালেসে। পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে আজ তলব করা হয় অন্ডাল থানার প্রাক্তন আইসি পার্থ ঘোষকে। দুজনকে আলাদা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা।

তদন্তে নেমে একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে সিবিআই গোয়েন্দারা অমিত আগরওয়ালের নাম জানতে পারেন ৷ তিনি লালার খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। এবং লালার কাছ থেকে অবৈধ কয়লা কিনে নিতেন অমিত ৷

আরও পড়ুন - কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, যেহেতু অমিত আগরওয়ালের স্টিল প্ল্যান্টের ব্যবসা রয়েছে তাই লালার কাছ থেকে অবৈধ কয়লা কিনে নিজের ব্যবসায় ব্যবহার করতেন তিনি। পাশাপাশি সিবিআইয়ের অনুমান, অনুপ মাঝির কাছ থেকে কালো টাকা নিয়ে তা ব্যবসায় খাটিয়ে সাদা করার কাজও করতেন তিনি । তাঁরা দুজনে একসঙ্গে একাধিক ব্যবসাও করেছেন বলে খবর। এরপরেই অমিতের আসানসোলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকার তাঁর অফিসেও তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে পাঁচটি কম্পিউটার ও একাধিক নথিপত্র সংগ্রহ করেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, আজ সিবিআইয়ের গোয়েন্দারা অমিতের বয়ান রেকর্ড করেন। পাশাপাশি পার্থ ঘোষকেও কয়লা পাচার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ৷ কীভাবে অবৈধ কয়লা তোলা হত এবং তা কীভাবে পাচার করা হত সেনিয়ে তথ্য় জানার চেষ্টা করেন গোয়েন্দারা ৷ শুধু তাই নয়, অবৈধ কারবারিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতেন কিনা তাও জানার চেষ্টা করা হয়৷

কলকাতা, 22 মার্চ : কয়লা পাচারকাণ্ডে এবার অনুপ মাঝি ওরফে লালার পরিচিত স্টিল প্ল্যান্টের মালিক অমিত আগরওয়াল হাজিরা দিলেন নিজাম প্য়ালেসে। পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে আজ তলব করা হয় অন্ডাল থানার প্রাক্তন আইসি পার্থ ঘোষকে। দুজনকে আলাদা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা।

তদন্তে নেমে একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে সিবিআই গোয়েন্দারা অমিত আগরওয়ালের নাম জানতে পারেন ৷ তিনি লালার খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। এবং লালার কাছ থেকে অবৈধ কয়লা কিনে নিতেন অমিত ৷

আরও পড়ুন - কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, যেহেতু অমিত আগরওয়ালের স্টিল প্ল্যান্টের ব্যবসা রয়েছে তাই লালার কাছ থেকে অবৈধ কয়লা কিনে নিজের ব্যবসায় ব্যবহার করতেন তিনি। পাশাপাশি সিবিআইয়ের অনুমান, অনুপ মাঝির কাছ থেকে কালো টাকা নিয়ে তা ব্যবসায় খাটিয়ে সাদা করার কাজও করতেন তিনি । তাঁরা দুজনে একসঙ্গে একাধিক ব্যবসাও করেছেন বলে খবর। এরপরেই অমিতের আসানসোলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকার তাঁর অফিসেও তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে পাঁচটি কম্পিউটার ও একাধিক নথিপত্র সংগ্রহ করেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, আজ সিবিআইয়ের গোয়েন্দারা অমিতের বয়ান রেকর্ড করেন। পাশাপাশি পার্থ ঘোষকেও কয়লা পাচার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ৷ কীভাবে অবৈধ কয়লা তোলা হত এবং তা কীভাবে পাচার করা হত সেনিয়ে তথ্য় জানার চেষ্টা করেন গোয়েন্দারা ৷ শুধু তাই নয়, অবৈধ কারবারিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতেন কিনা তাও জানার চেষ্টা করা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.