ETV Bharat / state

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত সিবিআইয়ের - সুপ্রিম কোর্ট

CBI on Bengal Recruitment Scam in Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে 2022 সালে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এছাড়াও তৃণমূলের বিধায়ক ও নেতারা এই দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন ৷ এই দুর্নীতিতে আরও এক মন্ত্রী জড়িত বলে সোমবার কলকাতা হাইকোর্টে ইঙ্গিত দিল সিবিআই ৷ মঙ্গলবার এই বিষয়ে তারা বিস্তারিত জানাবে আদালতে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 2:05 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: স্কুলে নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত দিল সিবিআই । আগামিকাল, মঙ্গলবার সেই বিষয়ে বিস্তারিত আদালতে জানাবে তারা ৷ সোমবার সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এমনটাই জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ।

এ দিন সিবিআইয়ের তরফে জানানো হয়, 2014 সালের নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি ভাবে জড়িত । অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সচিব । তাঁকে ভয় দেখানো হয়েছিল সেই তথ্য ডিলিট করার জন্য । আগামিকাল সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে ।

সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, ‘‘আজকের দিনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন শুধু নয়, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিয়েছিলেন এই দিনে । বৃহত্তর মানুষ তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশের দিকেই ৷ তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানসের সামনে নিয়ে আসার ।’’ এ দিন শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এই মামলা বিলম্বিত হচ্ছে ।’’

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের একাধিক বিধায়ক-সহ শাসক দলের বেশ কয়েকজন ছোট বড় নেতা গ্রেফতার হয়েছেন । একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ছাড়া আর কেউ এখনও জামিন পাননি ।

কয়েকদিন আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা তদন্তে সিবিআই আধিকারিকদের গা ছাড়া মনোভাবের জন্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন । পাশাপাশি আরও প্রভাবশালী যোগ থাকলেও তাদের গ্রেফতার করা যায়নি কেন, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এবার দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর যোগ রয়েছে ৷ অন্তত এ দিন আদালতে সিবিআইয়ের বক্তব্যের পর তেমনই মনে হচ্ছে৷ এখন দেখার মঙ্গলবার আদালতে সিবিআই কী জানায় ! সেখানে কি কোনও মন্ত্রীর নাম উল্লেখ করবে তারা ! সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: স্কুলে নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত দিল সিবিআই । আগামিকাল, মঙ্গলবার সেই বিষয়ে বিস্তারিত আদালতে জানাবে তারা ৷ সোমবার সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এমনটাই জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ।

এ দিন সিবিআইয়ের তরফে জানানো হয়, 2014 সালের নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি ভাবে জড়িত । অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সচিব । তাঁকে ভয় দেখানো হয়েছিল সেই তথ্য ডিলিট করার জন্য । আগামিকাল সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে ।

সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, ‘‘আজকের দিনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন শুধু নয়, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিয়েছিলেন এই দিনে । বৃহত্তর মানুষ তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশের দিকেই ৷ তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানসের সামনে নিয়ে আসার ।’’ এ দিন শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এই মামলা বিলম্বিত হচ্ছে ।’’

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের একাধিক বিধায়ক-সহ শাসক দলের বেশ কয়েকজন ছোট বড় নেতা গ্রেফতার হয়েছেন । একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ছাড়া আর কেউ এখনও জামিন পাননি ।

কয়েকদিন আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা তদন্তে সিবিআই আধিকারিকদের গা ছাড়া মনোভাবের জন্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন । পাশাপাশি আরও প্রভাবশালী যোগ থাকলেও তাদের গ্রেফতার করা যায়নি কেন, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এবার দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর যোগ রয়েছে ৷ অন্তত এ দিন আদালতে সিবিআইয়ের বক্তব্যের পর তেমনই মনে হচ্ছে৷ এখন দেখার মঙ্গলবার আদালতে সিবিআই কী জানায় ! সেখানে কি কোনও মন্ত্রীর নাম উল্লেখ করবে তারা ! সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.