কলকাতা, 8 অগস্ট: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে ধৃত প্রাথমিকের চারজন শিক্ষক কত টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন, সেই তথ্য চার্জশিটের মাধ্যমে জানাল সিবিআই ৷ সেখানেই জানা যায়, সব থেকে বেশি ছয় লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সায়গল হোসেন ।
সিবিআই চার্জশিট: গতকাল আলিপুর আদালতে প্রাথমিক শিক্ষক দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদের চার শিক্ষককে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল । আলিপুর সিবিআই আদালতের বিচারক বলেন, তাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন । ফলে তাঁদের কেন সাক্ষী হিসেবে ডাকা হয়েছে ? আদালতের নির্দেশেই তাঁদেরকে গ্রেফতার করা হয় । বর্তমানে 14 দিনের জেল হেফাজতে রয়েছে মুর্শিদাবাদের ওই চার প্রাথমিক শিক্ষক । এ বার ওই প্রাথমিক শিক্ষকেরা কত টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, তার তথ্য চার্জশিটের মাধ্যমে তুলে ধরল সিবিআই ।
কত টাকার বিনিময়ে চাকরি: জানানো হয়েছে, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাছ থেকে ছয় বছরে কয়েক কোটি টাকা তুলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী বর্তমানে ধৃত তাপস মণ্ডল । তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতিতে যুগলবন্দি বেঁধেছিলেন ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ । সায়গল হোসেন বেশি টাকা দিয়ে চাকরি পেয়েছেন । তিনি প্রাথমিকে শিক্ষকের চাকরির জন্য মোট ছয় লক্ষ টাকা দিয়েছিলেন । পাশাপাশি জাহির উদ্দিন শেখ এবং সৌগত মণ্ডল মোট পাঁচ লক্ষ টাকা করে দিয়েছিলেন । সিমার হোসেন দিয়েছিলেন 5 লক্ষ টাকা ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম, টাকা দিয়ে চাকরি কেনা 4 শিক্ষক গ্রেফতার আদালতের নির্দেশে
কুন্তল-তাপসের যুগলবন্দি: সিবিআই সূত্রে খবর, এই সব চাকরি প্রাপকদের কাছ থেকে মোট 5 কোটি 23 লক্ষ টাকা তুলে সেই টাকা কুন্তলকে পাঠিয়েছিলেন তাপস মণ্ডল । জাহির উদ্দিন শেখ, সায়গল হোসেন, সিমার হোসেন ও সৌগত মণ্ডল নামে এই চার শিক্ষকের পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন শিক্ষক, যাঁরা ইতিমধ্যেই টাকার বিনিময় চাকরি পেয়েছেন, তাঁদের নাম ও নথিপত্র সমস্ত কিছু রয়েছে সিবিআইয়ের কাছে । স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, তাপস মণ্ডলকে এক লক্ষ টাকা দিয়েছিলেন একজন চাকরিপ্রাপক, যাঁর নাম আশিক আহমেদ । তিনি এখনও বেপাত্তা । তাঁর খোঁজ শুরু করেছে সিবিআই ।
কোটি কোটি উপার্জন তাপসের: সিবিআইয়ের তরফে পেশ করা চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, 136 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে 3 কোটি 89 লক্ষ 85 হাজার টাকা তুলেছিলেন তাপস মণ্ডল । তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক ছিলেন । 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল বিভিন্ন এজেন্ট মারফত কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন ।
বাঁকুড়ার শিক্ষকদের তলব: ইতিমধ্যেই গতকাল মুর্শিদাবাদের চারজন প্রাথমিক শিক্ষককে তলবের পর আজ বাঁকুড়ার সাতজন প্রাথমিক শিক্ষককে তলব করে সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, বুধবার বেলা 11টার মধ্যে তাঁদের কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে ।