কলকাতা, 16 অগাস্ট : সকালে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল CBI ৷ সেইমতো দুপুর দুটোর কিছু পর CGO কমপ্লেক্সে আসেন তৃণমূলের মহাসচিব ৷
সূত্রের খবর, সারদার সঙ্গে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক লেনদেন সামনে এসেছে ৷ এনিয়ে মুখপত্রের প্রকাশক ডেরেক ও'ব্রায়েনকে আগেই তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ডেরেককে জিজ্ঞাসাবাদের পর নাম উঠে আসে তৃণমূলের মহাসচিব তথা জাগো বাংলার সম্পাদক পার্থবাবুর ৷ সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই পার্থবাবুকে ডেকে পাঠানো হয়েছে ৷
নোটিশ খবর চাউর হওয়ার পর তৃণমূল মহাসচিবের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, "কোনও নোটিশ পাইনি ৷ যদি ডাকা হয়, দলের অনুমতি নিয়ে যাব ৷" এরপর দুপুর দুটোর কিছু পরে CGO কমপ্লেক্সে আসেন পার্থবাবু ৷