ETV Bharat / state

Pakistanis in India Army: ভারতীয় সেনায় পাকিস্তানি ! অবৈধ নিয়োগ চক্র চালানোর অভিযোগে 2 সেনাকর্মীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

author img

By

Published : Jun 13, 2023, 4:00 PM IST

টাকার বিনিময়ে পাকিস্তানি নাগরিকদের ভারতীয় সেনায় নিয়োগ করানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক ব্যক্তি ৷ অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি রাজাশেখর মান্থা ৷ কেন্দ্র ও সেনাকে মামলায় পার্টি করতে নির্দেশ দিলেন তিনি ৷ সেই সঙ্গে সিআইডি-কে অভিযোগ দায়ের করে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিতে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ৷

Pakistanis in India Army ETV BHARAT
Pakistanis in India Army

কলকাতা, 13 জুন: ভারতীয় সেনার পাকিস্তানি নাগরিক ! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সিআইডি-কে অভিযোগ দায়ের করে প্রাথমিক তদন্ত করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্র, সিবিআই, আধাসেনা, জিওসি ইস্টার্ন কম্যান্ডকে মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় সেনায় এই ধরনের অবৈধ নিয়োগ চলছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ৷

বিষ্ণু চৌধুরী দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, তাঁর পরিচিত দুই ব্যক্তি মহেশ চৌধুরী এবং রাজু গুপ্ত তাঁরা বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন ৷ এই দুই সেনাকর্মী 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নথি বানিয়ে সেনাবাহিনীতে নিয়োগ করাচ্ছে বলে অভিযোগ ৷ একইভাবে জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি নাগরিককে ভারতীয় সেনায় নিয়োগ করানো হয়েছে ৷ এমনকী ওই দুই পাকিস্তানি নাগরিকের আসল নাম কী ? তা কারও জানা নেই বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷

মামলাকারী বিষ্ণু চৌধুরী আদালতে জানিয়েছেন, 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং কাউন্সিলরের কাছ থেকেও শংসাপত্র বের করে আনা হচ্ছে ৷ আর পুরো বিষয়টি হচ্ছে টাকার মাধ্যমে ৷ এক্ষেত্রে যে ব্যক্তিকে সেই সব শংসাপত্র দেওয়া হচ্ছে, তারা আদৌ ভারতীয় কি না, তা যাচাই করা হচ্ছে না বলে অভিযোগ ৷ জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমারের নিয়োগ ব্যারাকপুর থেকে হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3

তবে, শুধু ভিনদেশিরা নন ৷ ভারতের অন্যান্য রাজ্য থেকে এসেও টাকার বিনিময়ে নকল নথি নিয়ে ভারতীয় সেনায় ভরতি হওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ৷ তিনি আদালতকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে ভারতীয় সেনায় নিয়োগের পরীক্ষার যে ‘কাট অফ মার্কস’ রয়েছে তা অনেক বেশি ৷ সেই তুলনায় পশ্চিমবঙ্গে সেই ‘কাট অফ মার্কস’ অনেকটাই কম ৷ সেই সুযোগে অবৈধ চক্রের মাধ্যমে মহেশ চৌধুরী এবং রাজু গুপ্ত ভারতীয় সেনায় নিয়োগ করাচ্ছেন ৷ আর সেভাবেই দুই পাকিস্তানি নাগরিক ভারতীয় সেনায় নিযুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

মামলার অভিযোগ শুনে বিস্ময়প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ‘‘আইএসআই-এর মতো বিদেশি গুপ্তচর সংস্থা এভাবে ভারতীয় সেনায় নিজেদের লোক ঢুকিয়ে দিতে পারে ৷ খুবই গুরুতর অভিযোগ ৷ দেশের নিরাপত্তা ইস্যুতে মারাত্মক অভিযোগ ৷ আর এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আছে ৷’’ দুই পাকিস্তানি নাগরিকের সেনায় নিয়োগের অভিযোগে, সিআইডি-কে তিনি একটি মামলা রুজু করে প্রাথমিক তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 26 জুন মামলার পরবর্তী শুনানিতে সেই প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ৷

পাশাপাশি, জাতীয় সুরক্ষার ইস্যু হওয়ায়, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সেনা, আধাসেনা ও জিওসি ইস্টার্ন কমান্ডকে মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ পাশাপাশি, মামলাকারী বিষ্ণু চৌধুরীকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হুগলির পুলিশ সুপারকে ৷

কলকাতা, 13 জুন: ভারতীয় সেনার পাকিস্তানি নাগরিক ! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সিআইডি-কে অভিযোগ দায়ের করে প্রাথমিক তদন্ত করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্র, সিবিআই, আধাসেনা, জিওসি ইস্টার্ন কম্যান্ডকে মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় সেনায় এই ধরনের অবৈধ নিয়োগ চলছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ৷

বিষ্ণু চৌধুরী দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, তাঁর পরিচিত দুই ব্যক্তি মহেশ চৌধুরী এবং রাজু গুপ্ত তাঁরা বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন ৷ এই দুই সেনাকর্মী 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নথি বানিয়ে সেনাবাহিনীতে নিয়োগ করাচ্ছে বলে অভিযোগ ৷ একইভাবে জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি নাগরিককে ভারতীয় সেনায় নিয়োগ করানো হয়েছে ৷ এমনকী ওই দুই পাকিস্তানি নাগরিকের আসল নাম কী ? তা কারও জানা নেই বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷

মামলাকারী বিষ্ণু চৌধুরী আদালতে জানিয়েছেন, 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং কাউন্সিলরের কাছ থেকেও শংসাপত্র বের করে আনা হচ্ছে ৷ আর পুরো বিষয়টি হচ্ছে টাকার মাধ্যমে ৷ এক্ষেত্রে যে ব্যক্তিকে সেই সব শংসাপত্র দেওয়া হচ্ছে, তারা আদৌ ভারতীয় কি না, তা যাচাই করা হচ্ছে না বলে অভিযোগ ৷ জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমারের নিয়োগ ব্যারাকপুর থেকে হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3

তবে, শুধু ভিনদেশিরা নন ৷ ভারতের অন্যান্য রাজ্য থেকে এসেও টাকার বিনিময়ে নকল নথি নিয়ে ভারতীয় সেনায় ভরতি হওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ৷ তিনি আদালতকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে ভারতীয় সেনায় নিয়োগের পরীক্ষার যে ‘কাট অফ মার্কস’ রয়েছে তা অনেক বেশি ৷ সেই তুলনায় পশ্চিমবঙ্গে সেই ‘কাট অফ মার্কস’ অনেকটাই কম ৷ সেই সুযোগে অবৈধ চক্রের মাধ্যমে মহেশ চৌধুরী এবং রাজু গুপ্ত ভারতীয় সেনায় নিয়োগ করাচ্ছেন ৷ আর সেভাবেই দুই পাকিস্তানি নাগরিক ভারতীয় সেনায় নিযুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

মামলার অভিযোগ শুনে বিস্ময়প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ‘‘আইএসআই-এর মতো বিদেশি গুপ্তচর সংস্থা এভাবে ভারতীয় সেনায় নিজেদের লোক ঢুকিয়ে দিতে পারে ৷ খুবই গুরুতর অভিযোগ ৷ দেশের নিরাপত্তা ইস্যুতে মারাত্মক অভিযোগ ৷ আর এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আছে ৷’’ দুই পাকিস্তানি নাগরিকের সেনায় নিয়োগের অভিযোগে, সিআইডি-কে তিনি একটি মামলা রুজু করে প্রাথমিক তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 26 জুন মামলার পরবর্তী শুনানিতে সেই প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ৷

পাশাপাশি, জাতীয় সুরক্ষার ইস্যু হওয়ায়, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সেনা, আধাসেনা ও জিওসি ইস্টার্ন কমান্ডকে মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ পাশাপাশি, মামলাকারী বিষ্ণু চৌধুরীকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হুগলির পুলিশ সুপারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.