কলকাতা, 17 ফেব্রুয়ারি : মা উড়ালপুলে ফের দুর্ঘটনা । আজ ভোর 5টা নাগাদ পরমা আইল্যান্ডগামী লেনে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । রাস্তার উপর উলটে প্রায় 1 ঘণ্টা মতো পড়ে থাকে গাড়িটি । ঘটনায় আহত হয়েছেন চালক-সহ তিনজন ।
আজ ভোরবেলা পরমা আইল্যান্ডগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি । ঘটনার ফলে গাড়িটি উলটে যায় । ওইভাবে প্রায় 1 ঘণ্টা মতো পড়েছিল । পরে ঘটনাস্থানে আসে কড়েয়া থানার পুলিশ । পুলিশ এসে গাড়িটি সোজা করে । পরে সেটিকে কড়েয়া থানায় নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার জেরে পরমাগামী লেন প্রায় 1 ঘণ্টা বন্ধ ছিল । আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
আরও পড়ুন, মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 49
গাড়ির মধ্যে চালক-সহ মোট তিনজন ছিলেন । তাদের মধ্যে মহম্মদ শাহেনওয়াজ, ইনামুদ্দিন খান খিদিরপুরের বাসিন্দা ও মহম্মদ নৌসাদ তিলজলার বাসিন্দা । ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ।
মা উড়ালপুলে দুর্ঘটনা নতুন নয় । এর আগে 1 ফেব্রুয়ারি গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হয় অরিজিৎ নামে এক যুবকের । সঙ্গে তাঁর প্রেমিকাও ছিলেন । তবে প্রেমিকা বেঁচে যান । জানুয়ারি মাসে ভোর রাতে আরও একটি দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে । উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি উলটে যায় । তাতে গাড়ি চালক ও 4 যাত্রী আহত হয়েছিলেন ।