ETV Bharat / state

লাগামছাড়া জ্বালানির দাম, ভাড়া না বাড়ালে ঘুরবে না বাসের চাকা

বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া না বাড়লে পথে বাস নামানো হবে না ।

Bus fare in Kolkata
ফাইল ছবি
author img

By

Published : Jun 4, 2021, 6:20 AM IST

কলকাতা, 4 জুন : ভাড়া না বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে । হুঁশিয়ারি দিয়ে রাখল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন । বন্ধ গণ পরিবহন । বন্ধ বাস মালিকদের আয় । আর্থিকভাবে একেবারেই কোমর ভেঙে গিয়েছে বেসরকারি বাস মালিকদের । সঙ্গে দোসর হয়েছে লাগামছাড়া জ্বালানি তেলের দাম ।

এই পরিস্থিতিতে প্রায় সবকটি জেলার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া না বাড়লে পথে বাস নামানো হবে না । জেলায় জেলায় বাসের সামনের কাঁচে ও বাসের গায়ে বড় বড় করে পোস্টারও মারা হয়েছে ।

অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন , "দফায় দফায় বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিবহন দফতর ও পরিবহন সচিবকে চিঠি দেওয়া সত্ত্বেও আমাদের সমস্যাগুলি খতিয়ে দেখেননি কেউ । বাসের ভাড়া বৃদ্ধি না হলে... আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে, আমরা কী করে ব্যবসা চালাব ? নিজের ঘর থেকে আর টাকা দেওয়া সম্ভব নয় । আমাদের পক্ষে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর বাস চালানো সম্ভব নয় । এভাবে আর বাসের পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে বাস মালিকদের ।"

কলকাতা, 4 জুন : ভাড়া না বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে । হুঁশিয়ারি দিয়ে রাখল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন । বন্ধ গণ পরিবহন । বন্ধ বাস মালিকদের আয় । আর্থিকভাবে একেবারেই কোমর ভেঙে গিয়েছে বেসরকারি বাস মালিকদের । সঙ্গে দোসর হয়েছে লাগামছাড়া জ্বালানি তেলের দাম ।

এই পরিস্থিতিতে প্রায় সবকটি জেলার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া না বাড়লে পথে বাস নামানো হবে না । জেলায় জেলায় বাসের সামনের কাঁচে ও বাসের গায়ে বড় বড় করে পোস্টারও মারা হয়েছে ।

অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন , "দফায় দফায় বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিবহন দফতর ও পরিবহন সচিবকে চিঠি দেওয়া সত্ত্বেও আমাদের সমস্যাগুলি খতিয়ে দেখেননি কেউ । বাসের ভাড়া বৃদ্ধি না হলে... আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে, আমরা কী করে ব্যবসা চালাব ? নিজের ঘর থেকে আর টাকা দেওয়া সম্ভব নয় । আমাদের পক্ষে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর বাস চালানো সম্ভব নয় । এভাবে আর বাসের পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে বাস মালিকদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.