কলকাতা , 23 সেপ্টেম্বর : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় ক্যানসারে আক্রান্ত এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠল । 13 বছর বয়সি ওই কিশোরী সোদপুর এলাকার বাসিন্দা ৷ সোমবার বিকালে NRS-এ ভরতি করা হলেও মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে পর্যন্ত কোনও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ ৷ এমনকী, বেড থেকে পড়ে গেলেও তাকে তুলতে কেউ এগিয়ে আসেনি । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
মৃত এই কিশোরীর নাম ফাল্গুনী দেবনাথ । সোদপুরের মহিষপোতা অঞ্চলের বাসিন্দা । সে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল । NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর , এর আগেও হাসপাতালে এই কিশোরীর চিকিৎসা হয়েছে । এদিকে কোরোনার জেরে লকডাউনের সময় প্রায় মাস দেড়েক তাকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি ক্যানসার হাসপাতালে ভরতি রাখতে হয়েছিল ৷ সোমবার ফের অসুস্থ বোধ করায় বিকালে তাকে নিয়ে আসা হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । মহিলা মেডিসিন বিভাগে কোনও বেড ফাঁকা না থাকায় তাকে এমার্জেন্সি অবজ়ারভেশন ওয়ার্ডের বেডে রাখা হয় ।
কয়েক মাস আগে ওই কিশোরীর ব্লাড ক্যানসার ধরা পড়ে । এর জন্য তার চিকিৎসাও চলছিল । মৃত কিশোরীর পরিবারের অভিযোগ , গত সোমবার এই হাসপাতালে ভরতি করানোর পর থেকে তাকে কোনও চিকিৎসক দেখতে আসেননি ৷ মঙ্গলবার সকালে বেড থেকে পড়ে গেলেও তাকে তুলতে কেউ এগিয়ে আসেনি । বেড থেকে পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগার কথা হাসপাতালে জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি । কিশোরীর সঙ্গে তার মা-ও ছিলেন । তবে মঙ্গলবার সকালে এই কিশোরী যখন বেড থেকে পড়ে গিয়েছিল তখন সেখানে তার মা ছিল না ৷ চিৎকার শুনে তার মা সেখানে পৌঁছান । মেয়েকে তিনি আবার বেডে তুলে দেন । আর মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় কিশোরীর ।
কিশোরীর মৃত্যুর জন্য তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ি করলেও তারা সব অভিযোগ অস্বীকার করেছে । তারা জানিয়েছে , এই কিশোরীকে ভরতি করানোর পর দুই ইউনিট রক্তের জন্য রিকুইজ়িশন দেওয়া হয়েছিল । অথচ রক্ত যে জোগাড় হয়নি তা কিশোরীর পরিবারের তরফে হাসপাতালে জানানো হয়নি । বেড থেকে পড়ে যাওয়ার পর সিটি স্ক্যান করানোর কথা বলা হয়েছিল । কিন্তু তার জন্য পরিবারের কেউ তাকে নিয়ে যাননি । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে । কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
NRS-এ বিনা চিকিৎসায় ক্যানসার আক্রান্ত কিশোরীর মৃত্যুর অভিযোগ - Cancer patient allegdly died at NRS
ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন সোদপুরের বাসিন্দা ফাল্গুনী দেবনাথ । সোমবার অসুস্থ বোধ করায় তাকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় ৷ মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয় ৷
কলকাতা , 23 সেপ্টেম্বর : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় ক্যানসারে আক্রান্ত এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠল । 13 বছর বয়সি ওই কিশোরী সোদপুর এলাকার বাসিন্দা ৷ সোমবার বিকালে NRS-এ ভরতি করা হলেও মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে পর্যন্ত কোনও চিকিৎসা মেলেনি বলে অভিযোগ ৷ এমনকী, বেড থেকে পড়ে গেলেও তাকে তুলতে কেউ এগিয়ে আসেনি । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
মৃত এই কিশোরীর নাম ফাল্গুনী দেবনাথ । সোদপুরের মহিষপোতা অঞ্চলের বাসিন্দা । সে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল । NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর , এর আগেও হাসপাতালে এই কিশোরীর চিকিৎসা হয়েছে । এদিকে কোরোনার জেরে লকডাউনের সময় প্রায় মাস দেড়েক তাকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি ক্যানসার হাসপাতালে ভরতি রাখতে হয়েছিল ৷ সোমবার ফের অসুস্থ বোধ করায় বিকালে তাকে নিয়ে আসা হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । মহিলা মেডিসিন বিভাগে কোনও বেড ফাঁকা না থাকায় তাকে এমার্জেন্সি অবজ়ারভেশন ওয়ার্ডের বেডে রাখা হয় ।
কয়েক মাস আগে ওই কিশোরীর ব্লাড ক্যানসার ধরা পড়ে । এর জন্য তার চিকিৎসাও চলছিল । মৃত কিশোরীর পরিবারের অভিযোগ , গত সোমবার এই হাসপাতালে ভরতি করানোর পর থেকে তাকে কোনও চিকিৎসক দেখতে আসেননি ৷ মঙ্গলবার সকালে বেড থেকে পড়ে গেলেও তাকে তুলতে কেউ এগিয়ে আসেনি । বেড থেকে পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগার কথা হাসপাতালে জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি । কিশোরীর সঙ্গে তার মা-ও ছিলেন । তবে মঙ্গলবার সকালে এই কিশোরী যখন বেড থেকে পড়ে গিয়েছিল তখন সেখানে তার মা ছিল না ৷ চিৎকার শুনে তার মা সেখানে পৌঁছান । মেয়েকে তিনি আবার বেডে তুলে দেন । আর মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় কিশোরীর ।
কিশোরীর মৃত্যুর জন্য তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ি করলেও তারা সব অভিযোগ অস্বীকার করেছে । তারা জানিয়েছে , এই কিশোরীকে ভরতি করানোর পর দুই ইউনিট রক্তের জন্য রিকুইজ়িশন দেওয়া হয়েছিল । অথচ রক্ত যে জোগাড় হয়নি তা কিশোরীর পরিবারের তরফে হাসপাতালে জানানো হয়নি । বেড থেকে পড়ে যাওয়ার পর সিটি স্ক্যান করানোর কথা বলা হয়েছিল । কিন্তু তার জন্য পরিবারের কেউ তাকে নিয়ে যাননি । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে । কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।