ETV Bharat / state

COVID-19 পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্র বাঁকুড়া মেডিকেলে পাঠাবে কলকাতা বিশ্ববিদ্যালয় - RC-ptr

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানান,  গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তর যন্ত্র চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়কে । RT-PCR সহ মোট 13 টি যন্ত্রের তালিকা দিয়েছিল তারা । স্বাস্থ্য দপ্তরের আবেদন মেনে যে সব যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে আছে সেগুলি বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হবে ।

cu
cu
author img

By

Published : May 5, 2020, 12:28 PM IST

কলকাতা, 5 মে : COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজন RT-PCR যন্ত্র । রাজ্যের সব জেলা হাসপাতালে এই যন্ত্র নেই । মূল্যও চড়া । ফলে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছিল স্বাস্থ্য দপ্তর । এই সময়ে যন্ত্রগুলি কিনতে চায়নি রাজ্য । বরং যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই যন্ত্র রয়েছে, তাদের ধারে যন্ত্রটি দেওয়ার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে । স্বাস্থ্য দপ্তরের সেই আবেদনে সাড়া দেয় বিশ্ববিদ্যালয়গুলি । RT-PCR এবং তার আনুসাঙ্গিক 9টি যন্ত্রসহ মোট দশটি যন্ত্র বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র পাঠানো হবে সেগুলি চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তর যন্ত্র চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়কে । RT-PCR সহ মোট 13টি যন্ত্রের তালিকা দিয়েছিল তারা । একটি বৈঠকে সেই আবেদন নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাস্থ্য দপ্তরের আবেদন মেনে যে সব যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে আছে সেগুলি বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হবে । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । মোট 10টি যন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে পারবে । বাকি তিনটি যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে নেই ।

এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, "রাজ্য সরকারের এখন কোরোনা পরীক্ষার জন্য কয়েকটি যন্ত্র দরকার । সেইজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি মেশিন চেয়ে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছিল । সেই নিয়ে আমরা বৈঠক করি । ঠিক করেছি আমরা সাহায্য করব । কী কী দেব সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । ওরা 13টা যন্ত্র চেয়েছিল । আমরা 10টা দিতে পারব ।।” বোটানি, মাইক্রো-বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো-কেমিস্ট্রির মতো বিভাগ থেকে এই যন্ত্রগুলি পাঠানো হবে । বালিগঞ্জ ক্যাম্পাস থেকে অধিকাংশ ও রাজাবাজার ক্যাম্পাস থেকে কয়েকটি যন্ত্র নেওয়া হবে ।

রেজিস্ট্রার জানাচ্ছেন, যন্ত্রগুলি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । এরপর স্বাস্থ্য দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে অফিশিয়াল ফর্মালিটিস সম্পূর্ণ করলেই যন্ত্রগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেবে বিশ্ববিদ্যালয় । যন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেবাশিস দাস বলেন, "রাজ্য সরকার তথা মানুষের পাশে কলকাতা বিশ্ববিদ্যালয় সবসময়ই থেকেছে । সেই পরম্পরাটাকেই আমরা অব্যাহত রাখছি । এই সময়টা সবার উচিত মানুষের পাশে দাঁড়ানো ।"

কোরোনা ভাইরাসের মোকাবিলায় বেশি করে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । টেস্টের পরিমাণ বাড়াতে প্রয়োজন আরও বেশি সংখ্যায় টেস্টিং সেন্টার । সেই লক্ষ্যেই কয়েকটি জেলা হাসপাতালে টেস্টিং সেন্টার করার পরিকল্পনা করেছে রাজ্য । কিন্তু সেই হাসপাতালগুলিতে COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্র নেই । RT-PCR যন্ত্রটি বিশ্ববিদ্যালয়গুলির থেকে ধারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দপ্তর । ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়েও যন্ত্র দেওয়ার আবেদন করা হয়েছিল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সাহায্য করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইতিমধ্যেই ওই মেশিনটি পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা বলেন, "তিনদিন আগে আমাদের কাছে বর্ধমান মেডিকেল কলেজ একটা চিঠি পাঠিয়েছিল । RT-PCR নামক আমাদের একটা যন্ত্র কোরোনা পরীক্ষার জন্য দরকার বলে জানায় । চিঠি পেয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নিই মানুষের স্বার্থে ওই যন্ত্রটা মেডিকেল কলেজকে দেওয়া দরকার । যতদিন পরীক্ষার কাজ চলবে ততদিন ওরা যন্ত্রটি ওখানে রাখবে । তারপরে স্যানিটাইজ় করে আবার যন্ত্রটি ফেরত দিয়ে দেবে । আমরা ইতিমধ্যেই তা পাঠিয়ে দিয়েছি ।"

কলকাতা, 5 মে : COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজন RT-PCR যন্ত্র । রাজ্যের সব জেলা হাসপাতালে এই যন্ত্র নেই । মূল্যও চড়া । ফলে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছিল স্বাস্থ্য দপ্তর । এই সময়ে যন্ত্রগুলি কিনতে চায়নি রাজ্য । বরং যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই যন্ত্র রয়েছে, তাদের ধারে যন্ত্রটি দেওয়ার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে । স্বাস্থ্য দপ্তরের সেই আবেদনে সাড়া দেয় বিশ্ববিদ্যালয়গুলি । RT-PCR এবং তার আনুসাঙ্গিক 9টি যন্ত্রসহ মোট দশটি যন্ত্র বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র পাঠানো হবে সেগুলি চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তর যন্ত্র চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়কে । RT-PCR সহ মোট 13টি যন্ত্রের তালিকা দিয়েছিল তারা । একটি বৈঠকে সেই আবেদন নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাস্থ্য দপ্তরের আবেদন মেনে যে সব যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে আছে সেগুলি বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হবে । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । মোট 10টি যন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে পারবে । বাকি তিনটি যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে নেই ।

এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, "রাজ্য সরকারের এখন কোরোনা পরীক্ষার জন্য কয়েকটি যন্ত্র দরকার । সেইজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি মেশিন চেয়ে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছিল । সেই নিয়ে আমরা বৈঠক করি । ঠিক করেছি আমরা সাহায্য করব । কী কী দেব সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । ওরা 13টা যন্ত্র চেয়েছিল । আমরা 10টা দিতে পারব ।।” বোটানি, মাইক্রো-বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো-কেমিস্ট্রির মতো বিভাগ থেকে এই যন্ত্রগুলি পাঠানো হবে । বালিগঞ্জ ক্যাম্পাস থেকে অধিকাংশ ও রাজাবাজার ক্যাম্পাস থেকে কয়েকটি যন্ত্র নেওয়া হবে ।

রেজিস্ট্রার জানাচ্ছেন, যন্ত্রগুলি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । এরপর স্বাস্থ্য দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে অফিশিয়াল ফর্মালিটিস সম্পূর্ণ করলেই যন্ত্রগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেবে বিশ্ববিদ্যালয় । যন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেবাশিস দাস বলেন, "রাজ্য সরকার তথা মানুষের পাশে কলকাতা বিশ্ববিদ্যালয় সবসময়ই থেকেছে । সেই পরম্পরাটাকেই আমরা অব্যাহত রাখছি । এই সময়টা সবার উচিত মানুষের পাশে দাঁড়ানো ।"

কোরোনা ভাইরাসের মোকাবিলায় বেশি করে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । টেস্টের পরিমাণ বাড়াতে প্রয়োজন আরও বেশি সংখ্যায় টেস্টিং সেন্টার । সেই লক্ষ্যেই কয়েকটি জেলা হাসপাতালে টেস্টিং সেন্টার করার পরিকল্পনা করেছে রাজ্য । কিন্তু সেই হাসপাতালগুলিতে COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্র নেই । RT-PCR যন্ত্রটি বিশ্ববিদ্যালয়গুলির থেকে ধারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দপ্তর । ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়েও যন্ত্র দেওয়ার আবেদন করা হয়েছিল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সাহায্য করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইতিমধ্যেই ওই মেশিনটি পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা বলেন, "তিনদিন আগে আমাদের কাছে বর্ধমান মেডিকেল কলেজ একটা চিঠি পাঠিয়েছিল । RT-PCR নামক আমাদের একটা যন্ত্র কোরোনা পরীক্ষার জন্য দরকার বলে জানায় । চিঠি পেয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নিই মানুষের স্বার্থে ওই যন্ত্রটা মেডিকেল কলেজকে দেওয়া দরকার । যতদিন পরীক্ষার কাজ চলবে ততদিন ওরা যন্ত্রটি ওখানে রাখবে । তারপরে স্যানিটাইজ় করে আবার যন্ত্রটি ফেরত দিয়ে দেবে । আমরা ইতিমধ্যেই তা পাঠিয়ে দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.