ETV Bharat / state

চিকিৎসক দিবসেই শুরু বিক্ষোভ, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কলকাতা মেডিকেলে - Calcutta medical college and hospital doctors

চিকিৎসক দিবসে রোগীদের স্বার্থে অবস্থান-বিক্ষোভ শুরু হল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবাও চালু করার দাবি জানান আন্দোলনকারীরা । ইমারজেন্সি বিভাগের কাছে, নিউ হস্টেলের সামনে আজ থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয় ।

medical
medical
author img

By

Published : Jul 1, 2020, 9:44 PM IST

কলকাতা, 1 জুলাই : চিকিৎসক দিবসে রোগীদের স্বার্থে অবস্থান-বিক্ষোভ শুরু হল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । দাবি পূরণ না হলে লাগাতার অবস্থান বিক্ষোভের পথে যাওয়া হবে । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও তাঁরা পিছপা হবেন না । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন চিকিৎসক, হাউজ়স্টাফ এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হল ।

COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবাও চালু করার দাবি জানান আন্দোলনকারীরা । পাশাপাশি মেডিকেল এডুকেশনে প্রশিক্ষণ শুরু করার দাবি জানানো হয় । মূলত এই দুই দাবির ভিত্তিতে আজ থেকে আন্দোলন শুরু হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কাছে, নিউ হস্টেলের সামনে আজ থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয় । এই অবস্থান বিক্ষোভ শুরুর আগে আন্দোলনরতদের তরফে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছিল । তার মধ্যে তাঁদের দাবিগুলির বিষয়ে কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপের আর্জি জানানো হয়েছিল । একই সঙ্গে জানানো হয়েছিল, 48 ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শুরু করা হবে অবস্থান-বিক্ষোভ । যার জেরে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয় এই মেডিকেল কলেজ ও হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত, দাবি পূরণ না হলে আগামীকাল এবং পরশু দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে । এরপরও দাবি পূরণ না হলে 24 ঘণ্টা ধরে অবস্থান-বিক্ষোভের পথে যাবেন আন্দোলনকারীরা । সেক্ষেত্রেও দাবি পূরণ না হলে বৃহত্তর কোনও পদক্ষেপের বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে COVID-19 হাসপাতাল হিসেবে চালু করা হয়েছে । ফলে এখানে অন্য রোগীদের চিকিৎসা বন্ধ রাখা হয়েছে । এই ধরনের পরিস্থিতির কারণে একদিকে যেমন বহু রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে তেমনই অন্যদিকে পঠন -পাঠন এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে মেডিকেল ছাত্র-ছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের । সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের তরফে ইতিমধ্যে একাধিকবার রাজ্য সরকারকে জানানো হয়েছে, মেডিকেল কলেজগুলিতে COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবাও চালু করা হোক । মেডিকেল কলেজগুলিতে পঠনপাঠন এবং প্রশিক্ষণ চালু করা হোক ।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরতদের তরফে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "মেডিকেলে শিক্ষার বিষয়টা অনলাইনে হয় না । রোগীকে চিকিৎসা করতে করতে শেখানো হয় । COVID-19 হাসপাতাল হওয়ার জন্য এখানে অন্য রোগীরা চিকিৎসা পাচ্ছেন না । আমরা রোজ অন্তত 10-15 জন রোগীর ফোন পাচ্ছি । যাঁরা বলছেন, তাঁরা কী করবেন ? আমরা কী করব, কতদিন তাঁদের ফেরাব । কতদিন অন্য হাসপাতালে চলে যেতে বলব । অন্য হাসপাতালেও তো রোগীদের চাপ রয়েছে ।"

অবস্থান-বিক্ষোভ শুরুর জন্য কেন চিকিৎসক দিবসকে বেছে নেওয়া হল ? আন্দোলনরতদের তরফে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক নিবেদিতা দত্ত বলেন, “আমরা 48ঘণ্টা সময় দিয়েছিলাম । আজ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি । রোগীদের স্বার্থে এই আন্দোলন। চিকিৎসকদের সঙ্গে রোগীদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে । রোগীদের চিকিৎসা পরিষেবা ক্ষতিগ্রস্ত না হয়, সেই হিসেবেও আজকের দিনটিই বেছে নেওয়া ।"

কলকাতা, 1 জুলাই : চিকিৎসক দিবসে রোগীদের স্বার্থে অবস্থান-বিক্ষোভ শুরু হল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । দাবি পূরণ না হলে লাগাতার অবস্থান বিক্ষোভের পথে যাওয়া হবে । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও তাঁরা পিছপা হবেন না । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন চিকিৎসক, হাউজ়স্টাফ এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হল ।

COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবাও চালু করার দাবি জানান আন্দোলনকারীরা । পাশাপাশি মেডিকেল এডুকেশনে প্রশিক্ষণ শুরু করার দাবি জানানো হয় । মূলত এই দুই দাবির ভিত্তিতে আজ থেকে আন্দোলন শুরু হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কাছে, নিউ হস্টেলের সামনে আজ থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয় । এই অবস্থান বিক্ষোভ শুরুর আগে আন্দোলনরতদের তরফে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছিল । তার মধ্যে তাঁদের দাবিগুলির বিষয়ে কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপের আর্জি জানানো হয়েছিল । একই সঙ্গে জানানো হয়েছিল, 48 ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শুরু করা হবে অবস্থান-বিক্ষোভ । যার জেরে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয় এই মেডিকেল কলেজ ও হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত, দাবি পূরণ না হলে আগামীকাল এবং পরশু দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে । এরপরও দাবি পূরণ না হলে 24 ঘণ্টা ধরে অবস্থান-বিক্ষোভের পথে যাবেন আন্দোলনকারীরা । সেক্ষেত্রেও দাবি পূরণ না হলে বৃহত্তর কোনও পদক্ষেপের বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে COVID-19 হাসপাতাল হিসেবে চালু করা হয়েছে । ফলে এখানে অন্য রোগীদের চিকিৎসা বন্ধ রাখা হয়েছে । এই ধরনের পরিস্থিতির কারণে একদিকে যেমন বহু রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে তেমনই অন্যদিকে পঠন -পাঠন এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে মেডিকেল ছাত্র-ছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের । সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের তরফে ইতিমধ্যে একাধিকবার রাজ্য সরকারকে জানানো হয়েছে, মেডিকেল কলেজগুলিতে COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবাও চালু করা হোক । মেডিকেল কলেজগুলিতে পঠনপাঠন এবং প্রশিক্ষণ চালু করা হোক ।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরতদের তরফে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "মেডিকেলে শিক্ষার বিষয়টা অনলাইনে হয় না । রোগীকে চিকিৎসা করতে করতে শেখানো হয় । COVID-19 হাসপাতাল হওয়ার জন্য এখানে অন্য রোগীরা চিকিৎসা পাচ্ছেন না । আমরা রোজ অন্তত 10-15 জন রোগীর ফোন পাচ্ছি । যাঁরা বলছেন, তাঁরা কী করবেন ? আমরা কী করব, কতদিন তাঁদের ফেরাব । কতদিন অন্য হাসপাতালে চলে যেতে বলব । অন্য হাসপাতালেও তো রোগীদের চাপ রয়েছে ।"

অবস্থান-বিক্ষোভ শুরুর জন্য কেন চিকিৎসক দিবসকে বেছে নেওয়া হল ? আন্দোলনরতদের তরফে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক নিবেদিতা দত্ত বলেন, “আমরা 48ঘণ্টা সময় দিয়েছিলাম । আজ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি । রোগীদের স্বার্থে এই আন্দোলন। চিকিৎসকদের সঙ্গে রোগীদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে । রোগীদের চিকিৎসা পরিষেবা ক্ষতিগ্রস্ত না হয়, সেই হিসেবেও আজকের দিনটিই বেছে নেওয়া ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.