কলকাতা, 28 সেপ্টেম্বর : মুকুল রায়ের পিএসি-র (Public Accounts Committee) চেয়ারম্যান হওয়া সংক্রান্ত মামলা বিধানসভার স্পিকারের কাছে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগের পদ্ধতিটি একটা সাংবিধানিক রীতি । 7 অক্টোবরের মধ্যে স্পিকারকে এই বিষয়টির মীমাংসা করার নির্দেশ দিয়েছে আদালত । নাহলে আদালত ফের এ বিষয়ে পুনরায় বিবেচনা করবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ মামলাকারী অম্বিকা রায়কে নির্দেশ দেওয়া হয়েছে 7 অক্টোবর ফের স্পিকারের কাছে বিষয়টি উপস্থাপন করতে।
এই মামলায় কার্যত বিধানসভার স্পিকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আদালত ৷ কোর্ট উল্লেখ করেছে, মুকুল রায়ের বিজেপি বিধায়ক হয়ে তৃণমূলে যোগ দেওয়া এবং তৎপরবর্তী পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে নির্বাচনে স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি ৷ যদিও মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক, কিন্তু স্পিকার তাঁকে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা থেকে পিএসি কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন ৷ কোর্ট মনে করছে স্পিকার কারও অঙ্গুলিহেলনে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷
আরও পড়ুন : Mukul Roy : মুকুলের বিধায়ক পদ খারিজে শুভেন্দুর মামলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল
কোর্ট আরও জানিয়েছে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে 3 মাস সময় দিয়েছিল, যা 16 সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে ৷ স্পিকার যদি দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) অনুযায়ী আগেই মুকুল রায়ের বিজেপি বিধায়ক পদ খারিজ করে দিতেন, তাহলে পিএসির চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া নিয়ে এই জটিলতা তৈরি হত না ৷ এ বিষয়ে স্পিকার সংবিধানের প্রতি তাঁর দায়বদ্ধতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন ৷ তিনি এখন নিজের জালে নিজেই জড়িয়ে গিয়েছেন ৷ তাঁর এই কাজ গণতন্ত্রের পরিপন্থী ৷
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আদালত পর্যবেক্ষণ করে জানিয়েছে যে, মুকুল রায়ের বিজেপি বিধায়ক হিসেবে পিএসির চেয়ারম্যান পদে নিয়োগ হওয়ায় তাঁকে বিরোধী দলের সদস্য হিসেবেই দেখা হচ্ছে ৷ এদিকে এই পদ পাওয়ার আগে থেকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিষয়টি স্পিকারের কাছে পড়ে রয়েছে ৷ এটা শুধুমাত্র রীতি লঙ্ঘন করাই নয়, সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও তিনি বিধায়ক পদ খারিজ নিয়ে তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন ৷ আদালত জানিয়েছে, এটা একটি সাধারণ বেনিয়মের মামলা নয়, এটা পরিষ্কার আইনবিরুদ্ধ কাজ ৷
উল্লেখ্য, 9 জুলাই মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নিযুক্ত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সাংবিধানিক রীতি ভেঙে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে, এই অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় । সেই মামলা দীর্ঘদিন শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।