কলকাতা, ২৭ মার্চ: রাজ্যে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দু'সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতেও রাজ্য়কে নির্দেশ প্রধান বিচারপতির। 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। (High Court sought statement increase of adenovirus)
রাজ্য়ে ক্রমশ বাড়ছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ ৷ যার জেরে ইতিমধ্য়েই বেশ কয়েকজন শিশুর মৃত্য়ুও হয়েছে ৷ অভিযোগ শিশু মৃত্য়ুর ঘটনা বাড়লেও নিস্পৃহ রাজ্য় সরকার ৷ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য় কোনও উদ্য়োগই নিচ্ছে না সরকার, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে ৷ এদিন মামলাকারীর আইনজীবী বলেন, "অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুদের মধ্যেই এর প্রবণতা বেশি। শিশু মৃত্যুও ঘটছে। অথচ রাজ্য বলছে, 19 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ছয় জনের মৃত্যু অ্যাডিনো ভাইরাসে। বাকিদের কোমর্বিডিটিতে।"
পাশাপাশি মামলাকারীর আইনজীবীর দাবি, এই চিকিৎসার কোন অ্যান্টি-ভাইরাস ওষুধ এখনও মেলেনি। সেই সঙ্গে ফের কোভিড আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে তিনি আদালতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কিন্তু এই রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।" আইনজীবী আদালতের কাছে আর্জি জানান, যেহেতু শিশুরেই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে সেকারণে কমিটিতে শিশু বিশেষজ্ঞদের রাখা হোক। মামলাকারীর তরফে আরও বলা হয়, রাজ্যের তরফে শুধুমাত্র মানুষকে আতঙ্কিত না হোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ৷
মামলাকারীর অভিযোগ, রাজ্যের ছবিটা গুরুতর। নাইসেডের রিপোর্টের কথা উল্লেখ করে আদালতে জানানো হয়, দেশের মধ্যে বাংলায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। নাইসেডের সমীক্ষা অনুযায়ী বাংলায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের হার প্রায় 38 শতাংশ। অ্যাডিনো ভাইরাস কবলিত দেশের প্রথম পাঁচটি রাজ্য হল যথাক্রমে, পশ্চিমবঙ্গ (38%), তামিলনাড়ু (19%), কেরালা (13%), দিল্লি (11%) ও মহারাষ্ট্র (5%)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অ্যাডিনো ভাইরাস করোনার মতই একটি শ্বাসকষ্ট জনিত রোগ। এতে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। কেন্দ্র এর উপর কড়া নজর রাখছে বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন : কুলটিতে 'বঞ্চিত তৃণমূল মঞ্চ' গড়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ
রাজ্যের পরিস্থিতির দিকে নজর রেখেই জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। উল্লেখ্য অ্যাডিনো ভাইরাসে উত্তরবঙ্গে আক্রন্তের সংখ্যা সব থেকে বেশি। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই হাসপাতালগুলিকে এই বিষয়ে সতর্ক করেছে বলেও জানানো হয়েছে।