ETV Bharat / state

Coal Scam : অভিষেকের আপ্ত সহায়ককে এখনও জিজ্ঞাসাবাদ নয় কেন, ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

হাইকোর্টের নির্দেশ ছিল কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসা করতে পারে ইডি (Coal Scam Case at Calcutta High Court) ৷ কিন্তু এতদিনে একবারও জিজ্ঞাসাবাদ না করায় ক্ষুব্ধ হাইকোর্ট ৷

Coal Scam
হাইকোর্ট
author img

By

Published : Jan 18, 2022, 6:24 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : কয়লা কাণ্ডে এবার ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট । বিচারপতি রাজা শেখর মান্থা এই ভেবে বিস্মিত যে একজন সাক্ষীকে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি ৷ তদন্তে বিধিনিষেধ না থাকা সত্ত্বেও সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের সময়সীমা আরও দু-মাস বাড়িয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

প্রসঙ্গত, এর আগে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে দু'বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছিল ইডি (Coal Scam Case at Calcutta High Court) । কিন্তু সুমিতবাবু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন এই মামলায় ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি । পাশাপাশি তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

এরপর মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাওয়ার পর তিনি গত ডিসেম্বর মাসে নির্দেশ দেন 21 জানুয়ারি পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না । তবে তদন্তে কোনও অসুবিধা নেই । এমনকি ইডি আধিকারিকরা কলকাতার অফিসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ কিন্তু এত দিনে ইডি আধিকারিকরা একবারও সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করেনি শুনে বিস্মিত বিচারপতি । মঙ্গলবার তার জন্য সুমিতবাবুর রক্ষাকবচের মেয়াদ আরও দু'মাস বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

কলকাতা, 18 জানুয়ারি : কয়লা কাণ্ডে এবার ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট । বিচারপতি রাজা শেখর মান্থা এই ভেবে বিস্মিত যে একজন সাক্ষীকে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি ৷ তদন্তে বিধিনিষেধ না থাকা সত্ত্বেও সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের সময়সীমা আরও দু-মাস বাড়িয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

প্রসঙ্গত, এর আগে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে দু'বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছিল ইডি (Coal Scam Case at Calcutta High Court) । কিন্তু সুমিতবাবু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন এই মামলায় ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি । পাশাপাশি তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

এরপর মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাওয়ার পর তিনি গত ডিসেম্বর মাসে নির্দেশ দেন 21 জানুয়ারি পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না । তবে তদন্তে কোনও অসুবিধা নেই । এমনকি ইডি আধিকারিকরা কলকাতার অফিসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ কিন্তু এত দিনে ইডি আধিকারিকরা একবারও সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করেনি শুনে বিস্মিত বিচারপতি । মঙ্গলবার তার জন্য সুমিতবাবুর রক্ষাকবচের মেয়াদ আরও দু'মাস বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

আরও পড়ুন : Rujira Banerjeee: 30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.