ETV Bharat / state

Tram Preservation Policy: কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণে রাজ্যের পরিকল্পনা জানতে চাইল হাইকোর্ট

author img

By

Published : May 9, 2023, 7:25 AM IST

ফেব্রুয়ারিতেই ধুমধাম করে ঐতিহ্যবাহী ট্রামের 150 বছরের জন্মদিন পালিত হয়েছে ৷ কিন্তু কলকাতার রাস্তায় আর সেভাবে ট্রাম দেখা যাচ্ছে না ৷ তা চলার কোনও নির্দিষ্ট সময়ও নেই ৷ এই ঐতিহ্যবাহী ট্রামের বিষয়ে কী ভাবছে রাজ্য ? জানতে চাইল হাইকোর্ট ৷

Etv Bharat
কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণে রাজ্যের পরিকল্পনা জানতে চাইল হাইকোর্ট

কলকাতা, 9 মে: কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে বা এই ব্যাপারে রাজ্যের পরিকল্পনা কী সোমবার তা জানতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । একটি বেসরকারি সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যকে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন ।

পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং নামে এক সংগঠনের তরেফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত এদিন বলেন, "ট্রামের 150 বছর পালনে রাজ্য ধুমধাম করে । কিন্তু ট্রাম প্রায় উঠে যাওয়ার মুখে । ট্রাম যদি চালানো হয় তাহলে ভালো করে চালানো হোক । বর্তমানে মাত্র দু-তিনটি ট্রাম চলছে । গোটা কলকাতায় একাধিক রুট ছিল ৷ এখন তা মাত্র একটি-দুটি রুটে সারাদিনে দু'একটা ট্রাম চলে । তাতে তিন চারজনের বেশি লোক থাকে না । কারণ কোনও সময়ের ঠিক নেই তো । দূষণমুক্ত একটা বাহন । কিন্তু কোনও নীতি না-থাকায় সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে না । সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে । সরকার এই রকম একটা ঐতিহ্যকে নষ্ট করছে । একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক বিষয়টি দেখতে ।"

প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে জানতে চান, ট্রাম একটা ঐতিহ্য । শুনেছি কলকাতার ট্রাম পুরস্কার পেয়েছে । রাজ্যের কী ভাবনা ? কারণ এই ধরনের বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা না থাকলে হয় না । উত্তরে রাজ্যর আইনজীবী জানান, হেরিটেজ ঠিকই । কিন্তু বর্তমানে সংরক্ষণ করা খুবই কঠিন কাজ । বিভিন্ন জায়গায় রাস্তার কাজের জন্য ট্রাম চলতে পারে না । পাশাপাশি কিছু ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা করেছে রাজ্য । তবে সময় দেওয়া হোক এই ব্যাপারে রাজ্যের প্রশাসনের কী ভাবনা তা জানাতে ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি 12 জুন ফের শুনানির জন্য রেখেছে । ইতিমধ্যে রাজ্যকে জানাতে হবে এই ব্যাপারে তাদের 'পলিসি' কী ৷ তারা কী পদক্ষেপ নিয়েছে বা কী ভাবছে কলকাতার ট্রাম সংরক্ষণের বিষয়ে ।

উল্লেখ্য, 1873 সালের 24 ফেব্রুয়ারি শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ট্রাম চালু হয় কলকাতা শহরে । গত 24 ফেব্রুয়ারি, ছিল সেই ট্রামের 150তম জন্মদিন । 'কলকাতা-মেলবোর্ন ট্রামযাত্রা'র আয়োজন করা হয় কলকাতা ট্রামওয়েজের পক্ষ থেকে । তবে পরিবহণ দফতর নতুন করে ট্রাম নিয়ে কতটা কী ভাবছে বা ট্রামের মত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তারা কতটা তৎপর আগামী সপ্তাহে আদালতে তা স্পষ্ট হয় কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন : ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

কলকাতা, 9 মে: কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে বা এই ব্যাপারে রাজ্যের পরিকল্পনা কী সোমবার তা জানতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । একটি বেসরকারি সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যকে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন ।

পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং নামে এক সংগঠনের তরেফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত এদিন বলেন, "ট্রামের 150 বছর পালনে রাজ্য ধুমধাম করে । কিন্তু ট্রাম প্রায় উঠে যাওয়ার মুখে । ট্রাম যদি চালানো হয় তাহলে ভালো করে চালানো হোক । বর্তমানে মাত্র দু-তিনটি ট্রাম চলছে । গোটা কলকাতায় একাধিক রুট ছিল ৷ এখন তা মাত্র একটি-দুটি রুটে সারাদিনে দু'একটা ট্রাম চলে । তাতে তিন চারজনের বেশি লোক থাকে না । কারণ কোনও সময়ের ঠিক নেই তো । দূষণমুক্ত একটা বাহন । কিন্তু কোনও নীতি না-থাকায় সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে না । সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে । সরকার এই রকম একটা ঐতিহ্যকে নষ্ট করছে । একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক বিষয়টি দেখতে ।"

প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে জানতে চান, ট্রাম একটা ঐতিহ্য । শুনেছি কলকাতার ট্রাম পুরস্কার পেয়েছে । রাজ্যের কী ভাবনা ? কারণ এই ধরনের বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা না থাকলে হয় না । উত্তরে রাজ্যর আইনজীবী জানান, হেরিটেজ ঠিকই । কিন্তু বর্তমানে সংরক্ষণ করা খুবই কঠিন কাজ । বিভিন্ন জায়গায় রাস্তার কাজের জন্য ট্রাম চলতে পারে না । পাশাপাশি কিছু ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা করেছে রাজ্য । তবে সময় দেওয়া হোক এই ব্যাপারে রাজ্যের প্রশাসনের কী ভাবনা তা জানাতে ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি 12 জুন ফের শুনানির জন্য রেখেছে । ইতিমধ্যে রাজ্যকে জানাতে হবে এই ব্যাপারে তাদের 'পলিসি' কী ৷ তারা কী পদক্ষেপ নিয়েছে বা কী ভাবছে কলকাতার ট্রাম সংরক্ষণের বিষয়ে ।

উল্লেখ্য, 1873 সালের 24 ফেব্রুয়ারি শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ট্রাম চালু হয় কলকাতা শহরে । গত 24 ফেব্রুয়ারি, ছিল সেই ট্রামের 150তম জন্মদিন । 'কলকাতা-মেলবোর্ন ট্রামযাত্রা'র আয়োজন করা হয় কলকাতা ট্রামওয়েজের পক্ষ থেকে । তবে পরিবহণ দফতর নতুন করে ট্রাম নিয়ে কতটা কী ভাবছে বা ট্রামের মত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তারা কতটা তৎপর আগামী সপ্তাহে আদালতে তা স্পষ্ট হয় কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন : ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.