ETV Bharat / state

ভোট পরবর্তী অশান্তি, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের - post poll violence

মামলাকারীর বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে । প্রতিটি রাজনৈতিক দলের সদস্য অন্য দলের সদস্যকে মারছে। রাজ্যে এখনও পর্যন্ত 11 জনের এই ঘটনায় মৃত্যু হয়েছে ।

স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
author img

By

Published : May 7, 2021, 7:46 PM IST

কলকাতা 7 মে : ভোট পরবর্তী অশান্তি নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের । আগামী সোমবারের মধ্যে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিশেষ বেঞ্চে স্বরাষ্ট্রসচিবকে জানাতে হবে রাজ্যে ঘটে চলা হিংসা প্রতিরোধে কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন । পাশাপাশি এখন পর্যন্ত যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য তা জানাতে হবে কলকাতা হাইকোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চে । রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে সিট গঠনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ ।

মামলাকারীর বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে । প্রতিটি রাজনৈতিক দলের সদস্য অন্য দলের সদস্যকে মারছে । রাজ্যে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । বহু মানুষ আক্রান্ত । বহু সাধারণ মানুষ ঘরছাড়া ৷ পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা । এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক ৷ বিশেষ তদন্তকারী দল তৈরি করে সমস্ত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত ।

স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

আজ সকালে প্রথমে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয় মামলাটির । কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেন । বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি আই পি মুখোপাধ্যায়, হরিশ ট্যান্ডন, সৌমেন সেন ও সুব্রত তালুকদারকে নিয়ে বিশেষ সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয় ৷ বেলা দু’টোর সময় ফের শুনানি হয় মামলাটির ।

মামলার শুনানিতে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে রাজ্যের কাছে জানতে চাইলে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "বেশ কিছু (15-16) ঘটনা ঘটেছে । ইতিমধ্যেই সেই সমস্ত ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিয়েছে ।" তখন প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ জানতে চায়, এই হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে হবে বিশেষ বেঞ্চে । আগামী সোমবার ফের শুনানি ।

কলকাতা 7 মে : ভোট পরবর্তী অশান্তি নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের । আগামী সোমবারের মধ্যে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিশেষ বেঞ্চে স্বরাষ্ট্রসচিবকে জানাতে হবে রাজ্যে ঘটে চলা হিংসা প্রতিরোধে কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন । পাশাপাশি এখন পর্যন্ত যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য তা জানাতে হবে কলকাতা হাইকোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চে । রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে সিট গঠনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ ।

মামলাকারীর বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে । প্রতিটি রাজনৈতিক দলের সদস্য অন্য দলের সদস্যকে মারছে । রাজ্যে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । বহু মানুষ আক্রান্ত । বহু সাধারণ মানুষ ঘরছাড়া ৷ পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা । এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক ৷ বিশেষ তদন্তকারী দল তৈরি করে সমস্ত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত ।

স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

আজ সকালে প্রথমে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয় মামলাটির । কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেন । বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি আই পি মুখোপাধ্যায়, হরিশ ট্যান্ডন, সৌমেন সেন ও সুব্রত তালুকদারকে নিয়ে বিশেষ সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয় ৷ বেলা দু’টোর সময় ফের শুনানি হয় মামলাটির ।

মামলার শুনানিতে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে রাজ্যের কাছে জানতে চাইলে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "বেশ কিছু (15-16) ঘটনা ঘটেছে । ইতিমধ্যেই সেই সমস্ত ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিয়েছে ।" তখন প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ জানতে চায়, এই হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে হবে বিশেষ বেঞ্চে । আগামী সোমবার ফের শুনানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.