ETV Bharat / state

ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য, জানাল হাইকোর্ট - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Calcutta High Court on Amit Shah Rally: আগামী 29 নভেম্বর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চায় বিজেপি ৷ ওই সভায় উপস্থিত থাকার কথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ বিজেপির অভিযোগ, পুলিশ অনুমতি দিতে চাইছে না ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে, ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 4:43 PM IST

Updated : Nov 20, 2023, 6:59 PM IST

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 20 নভেম্বর: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভায় অনুমতি দিক রাজ্য, সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা । রাজ্যকে এই ব্যাপারে আগামী বুধবারের মধ্যে আদালতে জানাতে হবে যে তারা এই নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে । এমনটাই জানিয়েছেন বিচারপতি ৷

রাজ্য বিজেপির তরফে এই দিন আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ‘‘28 নভেম্বর সভা করার জন্য 18 নভেম্বর অনুমতি চেয়ে আবেদন জানানো হয় । কিন্তু 24 ঘণ্টার মধ্যে, তা খারিজ করে দেয় পুলিশ । পুনরায় সভার দিনক্ষণ পরিবর্তন করে জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু তাও আবেদন বাতিল করে পুলিশ ।’’ রাজ্যের আইনজীবী অমল সেন জানান, প্রশাসনকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া হোক ।

বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দু’টি চিঠির বয়ান দেখে । এটা তো স্বাধীন রাষ্ট্র । এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে । দু’টো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ । একটাতেও আপত্তির কারণ লেখা পর্যন্ত নেই । খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে । কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক । কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে ।"

উল্লেখ্য, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভা হবে । প্রথমে 28 নভেম্বর সভা করতে চেয়ে আবেদন করে বিজেপি । কিন্তু 15 দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি করে । পরে 29 নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদন করা হয় বিজেপির তরফে । কিন্তু কোনও কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ ৷ দ্বিতীয় বাতিল পত্রে বয়ান একইরকম ।

সেই নিয়েই এ দিন শুনানিতে প্রশ্ন তোলেন বিচারপতি ৷ যা শুনে রাজ্যের আইনজীবী অবশ্য যুক্তি দেন, ওইগুলো কম্পিউটারে তৈরি জবাব । এই জবাবে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘‘আবেদন করা হলে তাতে নির্দিষ্ট কারণ দেখানোর কথা । কেন যান্ত্রিক জবাব !’’

বৃহস্পতিবার বেলা 3টেয় রেগুলার বেঞ্চে এই মামলার পরের শুনানি । ওই দিন রাজ্য জানাবে তারা কী শর্তে সভার অনুমতি দেবে । একই সঙ্গে সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ, এমনও বলেন বিচারপতি মান্থা ৷

অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির পদযাত্রায় অনুমতি দিয়েছে হাইকোর্ট । এ দিন বিজেপির তরফে আইনজীবী জানান, প্রথমে 17 তারিখের র‍্যালি বাতিল করা হয় । 25 তারিখ নতুন করে র‍্যালি করার অনুমতি দেওয়া হোক আবেদন জানিয়ে এ দিন হাইকোর্টের দ্বারস্থ হয় তারা । বিচারপতি মান্থা কোতুলপুর পুলিশ ওসিকে ও এসডিপিও-কেও নির্দেশ দিয়েছেন, যাতে অবিলম্বে প্রয়োজনীয় অনুমতি দেয় ।

আরও পড়ুন:

  1. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
  2. চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ সৌমিত্র খাঁর বিরুদ্ধে, তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের
  3. ময়দানে মেট্রোর কাজ চালিয়ে যেতে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ হাইকোর্টের

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 20 নভেম্বর: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভায় অনুমতি দিক রাজ্য, সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা । রাজ্যকে এই ব্যাপারে আগামী বুধবারের মধ্যে আদালতে জানাতে হবে যে তারা এই নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে । এমনটাই জানিয়েছেন বিচারপতি ৷

রাজ্য বিজেপির তরফে এই দিন আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ‘‘28 নভেম্বর সভা করার জন্য 18 নভেম্বর অনুমতি চেয়ে আবেদন জানানো হয় । কিন্তু 24 ঘণ্টার মধ্যে, তা খারিজ করে দেয় পুলিশ । পুনরায় সভার দিনক্ষণ পরিবর্তন করে জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু তাও আবেদন বাতিল করে পুলিশ ।’’ রাজ্যের আইনজীবী অমল সেন জানান, প্রশাসনকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া হোক ।

বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দু’টি চিঠির বয়ান দেখে । এটা তো স্বাধীন রাষ্ট্র । এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে । দু’টো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ । একটাতেও আপত্তির কারণ লেখা পর্যন্ত নেই । খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে । কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক । কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে ।"

উল্লেখ্য, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভা হবে । প্রথমে 28 নভেম্বর সভা করতে চেয়ে আবেদন করে বিজেপি । কিন্তু 15 দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি করে । পরে 29 নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদন করা হয় বিজেপির তরফে । কিন্তু কোনও কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ ৷ দ্বিতীয় বাতিল পত্রে বয়ান একইরকম ।

সেই নিয়েই এ দিন শুনানিতে প্রশ্ন তোলেন বিচারপতি ৷ যা শুনে রাজ্যের আইনজীবী অবশ্য যুক্তি দেন, ওইগুলো কম্পিউটারে তৈরি জবাব । এই জবাবে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘‘আবেদন করা হলে তাতে নির্দিষ্ট কারণ দেখানোর কথা । কেন যান্ত্রিক জবাব !’’

বৃহস্পতিবার বেলা 3টেয় রেগুলার বেঞ্চে এই মামলার পরের শুনানি । ওই দিন রাজ্য জানাবে তারা কী শর্তে সভার অনুমতি দেবে । একই সঙ্গে সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ, এমনও বলেন বিচারপতি মান্থা ৷

অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির পদযাত্রায় অনুমতি দিয়েছে হাইকোর্ট । এ দিন বিজেপির তরফে আইনজীবী জানান, প্রথমে 17 তারিখের র‍্যালি বাতিল করা হয় । 25 তারিখ নতুন করে র‍্যালি করার অনুমতি দেওয়া হোক আবেদন জানিয়ে এ দিন হাইকোর্টের দ্বারস্থ হয় তারা । বিচারপতি মান্থা কোতুলপুর পুলিশ ওসিকে ও এসডিপিও-কেও নির্দেশ দিয়েছেন, যাতে অবিলম্বে প্রয়োজনীয় অনুমতি দেয় ।

আরও পড়ুন:

  1. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
  2. চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ সৌমিত্র খাঁর বিরুদ্ধে, তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের
  3. ময়দানে মেট্রোর কাজ চালিয়ে যেতে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ হাইকোর্টের
Last Updated : Nov 20, 2023, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.