ETV Bharat / state

Darjeeling Municipality: দার্জিলিং পৌরসভার চেয়ারম্যানের অপসারণ, নির্দিষ্ট দিনেই অনাস্থা ভোট, নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Dec 26, 2022, 2:18 PM IST

দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) হামরো পার্টির চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনেন কয়েকজন কাউন্সিলর ৷ তার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হামরো পার্টির চেয়ারম্যান । সেই আবেদন খারিজ করে 28 ডিসেম্বরই দার্জিলিং পৌরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠক সংঘটিত হবে জানাল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 26 ডিসেম্বর: দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) আস্থা ভোট নির্দিষ্ট দিনেই হবে । চেয়ারম্যানের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক মোর্চার অনাস্থা প্রস্তাব এনেছে। সেই ভোট নির্দিষ্ট দিনেই হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয় ।

গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং পৌরসভার নির্বাচন সংঘটিত হয় । মোট 32টি আসনের মধ্যে হামরো পার্টি পায় 18টি আসন, প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি পায় 8টি এবং জিজেএমএম পায় 3টি আসন ৷ তৃণমূল কংগ্রেস পায় 2টি । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হামরো পার্টি বোর্ড গঠন করে ।

বর্তমান পরিস্থিতিতে হামরো পার্টি (Hamro Party) থেকে 6 জন কাউন্সিলর প্রজাতান্ত্রিক মোর্চা (Prajatantrik Morcha) পার্টিতে যোগ দেন । ফলে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি সংখ্যা দাঁড়ায় 14 জন । প্রজাতান্ত্রিক মোর্চার দাবি, তৃণমূল কংগ্রেসের 2 জন তাদের বাইরে থেকে সমর্থন করবেন । ফলে তাদের পক্ষে রয়েছে 16 কাউন্সিলরের সমর্থন। তাই তারা দার্জিলিং পৌরসভার হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোরতেলের (Ritesh Portel) অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনে । ২৮ ডিসেম্বর সেই অনাস্থা প্রস্তাবের দিন ধার্য হয়েছে । সেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হামরো পার্টির চেয়ারম্যান । সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিল 28 ডিসেম্বরই দার্জিলিং পৌরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠক সংঘটিত হবে ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাতেই পাহাড়ের ঘোড়া কেনাবেচার রাশ ! বিস্ফোরক রাজু বিস্তা

কলকাতা, 26 ডিসেম্বর: দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) আস্থা ভোট নির্দিষ্ট দিনেই হবে । চেয়ারম্যানের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক মোর্চার অনাস্থা প্রস্তাব এনেছে। সেই ভোট নির্দিষ্ট দিনেই হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয় ।

গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং পৌরসভার নির্বাচন সংঘটিত হয় । মোট 32টি আসনের মধ্যে হামরো পার্টি পায় 18টি আসন, প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি পায় 8টি এবং জিজেএমএম পায় 3টি আসন ৷ তৃণমূল কংগ্রেস পায় 2টি । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হামরো পার্টি বোর্ড গঠন করে ।

বর্তমান পরিস্থিতিতে হামরো পার্টি (Hamro Party) থেকে 6 জন কাউন্সিলর প্রজাতান্ত্রিক মোর্চা (Prajatantrik Morcha) পার্টিতে যোগ দেন । ফলে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি সংখ্যা দাঁড়ায় 14 জন । প্রজাতান্ত্রিক মোর্চার দাবি, তৃণমূল কংগ্রেসের 2 জন তাদের বাইরে থেকে সমর্থন করবেন । ফলে তাদের পক্ষে রয়েছে 16 কাউন্সিলরের সমর্থন। তাই তারা দার্জিলিং পৌরসভার হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোরতেলের (Ritesh Portel) অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনে । ২৮ ডিসেম্বর সেই অনাস্থা প্রস্তাবের দিন ধার্য হয়েছে । সেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হামরো পার্টির চেয়ারম্যান । সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিল 28 ডিসেম্বরই দার্জিলিং পৌরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠক সংঘটিত হবে ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাতেই পাহাড়ের ঘোড়া কেনাবেচার রাশ ! বিস্ফোরক রাজু বিস্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.