ETV Bharat / state

Panchayat Elections 2023: নন্দীগ্রামের দুই ব্লকে একাধিক বিজেপি নেতা-কর্মীকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট - বিজেপি নেতা কর্মীকে সুরক্ষাকবচ

নন্দীগ্রামের দুই ব্লকে একাধিক বিজেপি নেতা ও কর্মীকে সুরক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, আগামী 15 জুলাই পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 28, 2023, 2:00 PM IST

কলকাতা, 28 জুন: নন্দীগ্রামের দুই ব্লকে বিজেপি প্রার্থী, এজেন্ট, পদাধিকারী, সমর্থক মিলিয়ে 50 জনের বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ বুধবার পুলিশকে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ৷

মামলাকারীরা পুরনো এবং নতুন মিলিয়ে প্রায় 16টি মামলার তালিকা আদালতের কাছে তুলে ধরেন । আদালতে আবেদনকারীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে এই মামলাগুলিকে সামনে রেখে তাঁদের হেনস্তা করা হতে পারে । তাঁদের এই আবেদনের পর বিচারপতি রাজা শেখর মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, ওই মামলাগুলির তদন্ত চলতে পারে । কিন্তু তার ভিত্তিতে কোনও পদক্ষেপ আপাতত করা যাবে না আবেদনকারীদের বিরুদ্ধে ।

নন্দীগ্রামের দুটি ব্লকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বিভিন্ন মামলায় হেনস্তা করা হচ্ছে । এমনই অভিযোগ সেখানকার বিজেপি কর্মী ও সমর্থকদের ৷ তাঁদের আশংকা, ভোট যত কাছে এগিয়ে আসবে, তাঁদের উপর হেনস্থা আরও বাড়বে ৷ এই আশংকার কথা জানিয়েেই গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের দুটি ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের করা উপাচার্যদের নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট

আইনজীবীরা জানিয়েছিলেন, এখনও রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম । তাই সেখানে বিরোধীদের হেনস্তা করে ভোটের ময়দান থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছে । এই অবস্থায় 30 থেকে 40 জন প্রার্থী ও সমর্থকের হেনস্তা ঠেকাতে বাধ্য হয়ে বিজেপি নেতৃত্ব আদালতে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে বলে জানান আইনজীবীরা । তিনি আবেদন করেন, অন্তত ভোট পর্যন্ত যাতে মামলাকারী বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা না হয় ৷ এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন জানান মামলাকারীরা ৷

তাঁদের আবেদনে সাড়া দিয়েছে আদালত ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী 15 জুলাই পর্যন্ত নন্দীগ্রামের দুটি ব্লকে বিজেপির 50 জন কর্মী ও সমর্থকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷

কলকাতা, 28 জুন: নন্দীগ্রামের দুই ব্লকে বিজেপি প্রার্থী, এজেন্ট, পদাধিকারী, সমর্থক মিলিয়ে 50 জনের বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ বুধবার পুলিশকে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ৷

মামলাকারীরা পুরনো এবং নতুন মিলিয়ে প্রায় 16টি মামলার তালিকা আদালতের কাছে তুলে ধরেন । আদালতে আবেদনকারীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে এই মামলাগুলিকে সামনে রেখে তাঁদের হেনস্তা করা হতে পারে । তাঁদের এই আবেদনের পর বিচারপতি রাজা শেখর মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, ওই মামলাগুলির তদন্ত চলতে পারে । কিন্তু তার ভিত্তিতে কোনও পদক্ষেপ আপাতত করা যাবে না আবেদনকারীদের বিরুদ্ধে ।

নন্দীগ্রামের দুটি ব্লকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বিভিন্ন মামলায় হেনস্তা করা হচ্ছে । এমনই অভিযোগ সেখানকার বিজেপি কর্মী ও সমর্থকদের ৷ তাঁদের আশংকা, ভোট যত কাছে এগিয়ে আসবে, তাঁদের উপর হেনস্থা আরও বাড়বে ৷ এই আশংকার কথা জানিয়েেই গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের দুটি ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের করা উপাচার্যদের নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট

আইনজীবীরা জানিয়েছিলেন, এখনও রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম । তাই সেখানে বিরোধীদের হেনস্তা করে ভোটের ময়দান থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছে । এই অবস্থায় 30 থেকে 40 জন প্রার্থী ও সমর্থকের হেনস্তা ঠেকাতে বাধ্য হয়ে বিজেপি নেতৃত্ব আদালতে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে বলে জানান আইনজীবীরা । তিনি আবেদন করেন, অন্তত ভোট পর্যন্ত যাতে মামলাকারী বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা না হয় ৷ এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন জানান মামলাকারীরা ৷

তাঁদের আবেদনে সাড়া দিয়েছে আদালত ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী 15 জুলাই পর্যন্ত নন্দীগ্রামের দুটি ব্লকে বিজেপির 50 জন কর্মী ও সমর্থকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.