ETV Bharat / state

Calcutta High Court: ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদানের নির্দেশ হাইকোর্টের - central force

2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার ৷ সোমবার অভিজিৎ সরকারের মা ও ভাইকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 8:50 PM IST

কলকাতা, 16 অক্টোবর: রাজ্যে 2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ উঠেছিল ৷ এই খুনের ঘটনায় অভিজিৎ সরকারের মা ও ভাইয়ের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

এদিন বিচারপতি সেনগুপ্ত তাঁর নির্দেশে বলেন, "এই খুনের ঘটনায় মূল সাক্ষী দু'জন ৷ মৃতের মা ও ভাই । আগেও দু'বার তাঁদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে । তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । যতদিন না সেটা হচ্ছে ততদিন নারকেলডাঙ্গা থানা নিরাপত্তার ব্যবস্থা করবে।" উল্লেখ্য, এর আগে হাইকোর্টের নির্দেশেই কলকাতা পুলিশ এই পরিবারটির নিরাপত্তার দায়িত্বে ছিল । কিন্তু বিভিন্ন সময়ে কোনও পুলিশকর্মী মদ্যপ অবস্থায়, কখনও বা সিভিল ড্রেসে ডিউটি করেছে এমন ঘটনা সামনে এসেছে। তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে । এই নিয়ে পুলিশ তদন্ত ও বিভাগীয় তদন্ত করছে ।

আরও পড়ুন: আদালতে রক্ষাকবচ পেলেন না অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়

এদিন মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, এই রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মাওবাদী অপারেশনে ব্যস্ত । কিন্তু যদি আদালত নির্দেশ দেয় তাহলে নিরাপত্তা দেবে বাহিনী । তারপরই বিচারপতি জয় সেনগুপ্ত অভিজিৎ সরকার মা ও ভাইয়ের জন্য তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যাবস্থা করতে নির্দেশ দিয়েছেন । উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন । তারপর থেকে ন্যায়বিচারের দাবিতে তাঁর পরিবার আদালতে আইনি লড়াই চালাচ্ছে ৷ ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মামলাও হয়েছে । কিন্তু সেই অর্থে কোনও সুরাহা এখনও পায়নি পরিবারটি । উলটে তাঁদের নিরন্তর হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ । 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তাঁর কাঁকুড়গাছির বাড়িতে দুষ্কৃতী হামলায় প্রাণ হারান অভিজিৎ সরকার ।

কলকাতা, 16 অক্টোবর: রাজ্যে 2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ উঠেছিল ৷ এই খুনের ঘটনায় অভিজিৎ সরকারের মা ও ভাইয়ের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

এদিন বিচারপতি সেনগুপ্ত তাঁর নির্দেশে বলেন, "এই খুনের ঘটনায় মূল সাক্ষী দু'জন ৷ মৃতের মা ও ভাই । আগেও দু'বার তাঁদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে । তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । যতদিন না সেটা হচ্ছে ততদিন নারকেলডাঙ্গা থানা নিরাপত্তার ব্যবস্থা করবে।" উল্লেখ্য, এর আগে হাইকোর্টের নির্দেশেই কলকাতা পুলিশ এই পরিবারটির নিরাপত্তার দায়িত্বে ছিল । কিন্তু বিভিন্ন সময়ে কোনও পুলিশকর্মী মদ্যপ অবস্থায়, কখনও বা সিভিল ড্রেসে ডিউটি করেছে এমন ঘটনা সামনে এসেছে। তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে । এই নিয়ে পুলিশ তদন্ত ও বিভাগীয় তদন্ত করছে ।

আরও পড়ুন: আদালতে রক্ষাকবচ পেলেন না অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়

এদিন মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, এই রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মাওবাদী অপারেশনে ব্যস্ত । কিন্তু যদি আদালত নির্দেশ দেয় তাহলে নিরাপত্তা দেবে বাহিনী । তারপরই বিচারপতি জয় সেনগুপ্ত অভিজিৎ সরকার মা ও ভাইয়ের জন্য তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যাবস্থা করতে নির্দেশ দিয়েছেন । উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন । তারপর থেকে ন্যায়বিচারের দাবিতে তাঁর পরিবার আদালতে আইনি লড়াই চালাচ্ছে ৷ ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মামলাও হয়েছে । কিন্তু সেই অর্থে কোনও সুরাহা এখনও পায়নি পরিবারটি । উলটে তাঁদের নিরন্তর হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ । 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তাঁর কাঁকুড়গাছির বাড়িতে দুষ্কৃতী হামলায় প্রাণ হারান অভিজিৎ সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.