কলকাতা, 19 জানুয়ারি: আইএসএফের বর্ষপূর্তি উদযাপন সভার স্থান বদলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে আইএসএফকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য । সেই বেঞ্চই আইএসএফের সভার স্থান বদলের নির্দেশ দিয়েছে ৷
21 জানুয়ারি সকালে ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় রয়েছে কার র্যালি । সেখানে প্রায় 25 হাজার লোকের অংশগ্রহণ করার কথা ৷ মূলত এই যুক্তিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভিক্টোরিয়া হাউসের সভা বাতিলের নির্দেশ দিয়েছে ।প্রধান বিচারপতির নির্দেশ, রাজ্য যে জায়গাগুলোতে সভা করা যেতে পারে বলে জানাচ্ছে, সেখান থেকে একটা বিকল্প জায়গা বেছে নিতে হবে আইএসএফকে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা হবে বলে জানা গিয়েছে ।
প্রধান বিচারপতি বলেন, ‘‘কার র্যালি সকালে । আর এদের র্যালি দুপুর আড়াইটেতে ৷ তাহলে অসুবিধা কোথায় ? তবে কার র্যালিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আদালত মনে করছে । শুধু একটাই বিষয়, গত বছর উস্কানিমূলক মন্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ ছিল । এগুলো যেন না হয় ৷’’
আইএসএফের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘ওইখানে শুধু একটা রাজনৈতিক দলকেই সভা করতে দেওয়া হবে না বলে ঠিক করেছে রাজ্য । যদি ফের এই বছর নতুন করে উস্কানিমূলক মন্তব্য করা হয় তার সমস্ত দায়িত্ব আমাদের ।’’ প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলাকারী একজন অভিযুক্ত, যিনি জামিনে মুক্ত । গতবছর ওই স্থানেই উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এটা আদালতের কাছে সমর্থনযোগ্য নয় । তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে । একই সঙ্গে অ্যাম্বুল্যান্স না যেতে পারলে আপনারা তার দায় নেবেন ?’’
প্রধান বিচারপতি নির্দেশে আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চ যে সমস্ত শর্তাবলী দিয়েছিল, সেগুলো পালন করতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে ।
আরও পড়ুন: