ETV Bharat / state

Calcutta High Court: ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ ! ভিডিয়ো ফুটেজ দেখে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের - সিআইডি

ডালখোলায় ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ । এরকম একটি ভিডিয়ো ফুটেজ দেখে সোমবার ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 5:15 PM IST

Updated : Sep 25, 2023, 5:21 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ । ডিভিও ফুটেজে এই দৃশ্য দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে পুলিশের তোলা তোলার ঘটনায় সিআইডি'কে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি ভিডিয়ো ফুটেজের ফরেনসিক পরীক্ষা করতেও সোমবার সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷

উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ডালখোলায় এক সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক ট্রাক ড্রাইভার সেই টাকা দিতে অস্বীকার করলে পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতার করা হয় । এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে ৷ যেমন, গাড়ির উপযুক্ত কাগজ পত্র থাকার সত্ত্বেও গাড়ির চালক এর কাছ থেকে সাড়ে চার হাজার টাকা চাওয়া হয় । যা দিতে অস্বীকার করায় ওই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ । আবার কিছু ক্ষেত্রে ট্রাক চালকরা টাকা দিলেও তাদের যে চালান দেওয়া হয়েছে তাও জাল বলে অভিযোগ । পুলিশের সেই টাকা তোলার ছবি মোবাইলে রেকর্ড করেন ট্রাক ড্রাইভাররা । পরবর্তীতে যার ভিত্তিতে মামলা হয়েছে হাইকোর্টে ৷

বিচারপতি জয় সেনগুপ্ত সেই রেকর্ডিং এদিন এজলাসে দেখেন এদিন । এরপর বিরক্ত বিচারপতি বলেন,"এটা কী হচ্ছে ! একটা থানা এই ভাবে রেট ঠিক করছে? এটা কী রেটিং প্লেস? আশ্চর্য....." বিচারপতি সেনগুপ্ত এদিন পুলিশকে নির্দেশ দিয়েছেন, ওই অফিসারের নাম জানাতে । তিনি জানান, পুলিশ রেট ঠিক করে দিচ্ছে কত টাকা করে দিতে হবে, ভিডিয়ো ফুটেজ থেকে এটা স্পষ্ট, এটা অতি গুরুতর অভিযোগ । এর ফরেনসিক পরীক্ষা করতে হবে ।

আরও পড়ুন: বিচারপতিদের বিরুদ্ধে কটূক্তি রুখতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন হাইকোর্টে

এরপরেই ঘটনার গুরুত্ব বুঝে এই মামলা সিআইডি'কে দিয়ে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে সিআইডি'কে ৷ এক্ষেত্রে জাল চালান দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে পুলিসের বিরুদ্ধে, তাই সেই চালান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে । আগামী শুনানিতে এই রেকর্ডিং সম্পর্কে রিপোর্ট দেবে রাজ্য । 17 নভেম্বর মামলার পরবর্তী শুনানি ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ । ডিভিও ফুটেজে এই দৃশ্য দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে পুলিশের তোলা তোলার ঘটনায় সিআইডি'কে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি ভিডিয়ো ফুটেজের ফরেনসিক পরীক্ষা করতেও সোমবার সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷

উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ডালখোলায় এক সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক ট্রাক ড্রাইভার সেই টাকা দিতে অস্বীকার করলে পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতার করা হয় । এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে ৷ যেমন, গাড়ির উপযুক্ত কাগজ পত্র থাকার সত্ত্বেও গাড়ির চালক এর কাছ থেকে সাড়ে চার হাজার টাকা চাওয়া হয় । যা দিতে অস্বীকার করায় ওই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ । আবার কিছু ক্ষেত্রে ট্রাক চালকরা টাকা দিলেও তাদের যে চালান দেওয়া হয়েছে তাও জাল বলে অভিযোগ । পুলিশের সেই টাকা তোলার ছবি মোবাইলে রেকর্ড করেন ট্রাক ড্রাইভাররা । পরবর্তীতে যার ভিত্তিতে মামলা হয়েছে হাইকোর্টে ৷

বিচারপতি জয় সেনগুপ্ত সেই রেকর্ডিং এদিন এজলাসে দেখেন এদিন । এরপর বিরক্ত বিচারপতি বলেন,"এটা কী হচ্ছে ! একটা থানা এই ভাবে রেট ঠিক করছে? এটা কী রেটিং প্লেস? আশ্চর্য....." বিচারপতি সেনগুপ্ত এদিন পুলিশকে নির্দেশ দিয়েছেন, ওই অফিসারের নাম জানাতে । তিনি জানান, পুলিশ রেট ঠিক করে দিচ্ছে কত টাকা করে দিতে হবে, ভিডিয়ো ফুটেজ থেকে এটা স্পষ্ট, এটা অতি গুরুতর অভিযোগ । এর ফরেনসিক পরীক্ষা করতে হবে ।

আরও পড়ুন: বিচারপতিদের বিরুদ্ধে কটূক্তি রুখতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন হাইকোর্টে

এরপরেই ঘটনার গুরুত্ব বুঝে এই মামলা সিআইডি'কে দিয়ে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে সিআইডি'কে ৷ এক্ষেত্রে জাল চালান দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে পুলিসের বিরুদ্ধে, তাই সেই চালান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে । আগামী শুনানিতে এই রেকর্ডিং সম্পর্কে রিপোর্ট দেবে রাজ্য । 17 নভেম্বর মামলার পরবর্তী শুনানি ।

Last Updated : Sep 25, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.