ETV Bharat / state

Calcutta High Court: কল্যাণময়ের জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের উপর ক্ষোভ প্রকাশ হাইকোর্টের - এসএসসি

কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ৷ তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার হয়েছেন ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর জামিন মামলার শুনানি ছিল ৷ সেখানেই সিবিআইয়ের উপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি ৷

Kalyanmoy Gangopadhyay
কল্যাণময় গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Dec 22, 2022, 4:50 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Gangopadhyay) জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইয়ের (CBI) ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ।

বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি সিবিআইয়ের কাছে জানতে চান, "গতকাল আমরা একটা জামিনের আবেদন খারিজ করেছি । তার সঙ্গে এনার যোগ আছে ? একরকম পদ্ধতি এখানেও নেওয়া হয়েছে ?"

উল্লেখ্য, গতকাল, বুধবার সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । সেই প্রসঙ্গ টেনেই বিচারপতি এই প্রশ্ন তোলেন ৷ কিন্তু উত্তর না পাওয়ায় তিনি বেজায় ক্ষুব্ধ হন সিবিআইয়ের আইনজীবীর উপর ।

সিবিআই আইনজীবীদের কাছে বারবার প্রশ্ন করেও সঠিক জবাব না পেয়ে বিচারপতির মন্তব্য, "বিচারপতির (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) কাছে যান । তিনি আপনাদের বুঝিয়ে দেবেন । আপনারা কিছুই করছেন না । আপনাদের তদন্তকারী অফিসার কোথায় ? এই ব্যক্তির নির্দিষ্ট ভাবে ভূমিকা কী এই মামলায় ? এসএসসি (SSC) আমাকে (বোর্ড) সুপারিশ পাঠালে আমি কী করে, সেটা নিয়ে প্রশ্ন তুলব ? আপনারা একটু নিজেরা আগে বুঝুন । আমরা খুব দুঃখিত, এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে বলে । আপনাদের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বসুন দয়া করে । কালকের মামলার সঙ্গে আজকের কোনও সংযোগ আছে কি না, জেনে এসে জানান ।’’

শেষে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বেশ কিছু কথা বলার পর বিচারপতি বলেন, "এটা আলাদা নয়, দুটোই একই বিষয় ।" তারপর এদিন মামলার শুনানি মুলতুবি করেন বিচারপতি । 4 জানুয়ারি মামলাটির শুনানি হবে বলে নির্দেশে তিনি জানান ।

আরও পড়ুন: পার্থ-কল্যাণময় তদন্তে সাহায্য করছেন না, আজ আদালতে জানাবে সিবিআই

কলকাতা, 22 ডিসেম্বর: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Gangopadhyay) জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইয়ের (CBI) ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ।

বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি সিবিআইয়ের কাছে জানতে চান, "গতকাল আমরা একটা জামিনের আবেদন খারিজ করেছি । তার সঙ্গে এনার যোগ আছে ? একরকম পদ্ধতি এখানেও নেওয়া হয়েছে ?"

উল্লেখ্য, গতকাল, বুধবার সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । সেই প্রসঙ্গ টেনেই বিচারপতি এই প্রশ্ন তোলেন ৷ কিন্তু উত্তর না পাওয়ায় তিনি বেজায় ক্ষুব্ধ হন সিবিআইয়ের আইনজীবীর উপর ।

সিবিআই আইনজীবীদের কাছে বারবার প্রশ্ন করেও সঠিক জবাব না পেয়ে বিচারপতির মন্তব্য, "বিচারপতির (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) কাছে যান । তিনি আপনাদের বুঝিয়ে দেবেন । আপনারা কিছুই করছেন না । আপনাদের তদন্তকারী অফিসার কোথায় ? এই ব্যক্তির নির্দিষ্ট ভাবে ভূমিকা কী এই মামলায় ? এসএসসি (SSC) আমাকে (বোর্ড) সুপারিশ পাঠালে আমি কী করে, সেটা নিয়ে প্রশ্ন তুলব ? আপনারা একটু নিজেরা আগে বুঝুন । আমরা খুব দুঃখিত, এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে বলে । আপনাদের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বসুন দয়া করে । কালকের মামলার সঙ্গে আজকের কোনও সংযোগ আছে কি না, জেনে এসে জানান ।’’

শেষে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বেশ কিছু কথা বলার পর বিচারপতি বলেন, "এটা আলাদা নয়, দুটোই একই বিষয় ।" তারপর এদিন মামলার শুনানি মুলতুবি করেন বিচারপতি । 4 জানুয়ারি মামলাটির শুনানি হবে বলে নির্দেশে তিনি জানান ।

আরও পড়ুন: পার্থ-কল্যাণময় তদন্তে সাহায্য করছেন না, আজ আদালতে জানাবে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.