ETV Bharat / state

HC dismisses Kamal Nath plea: কলকাতা হাইকোর্টে ধাক্কা কমল নাথের, আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে - আয়কর বিভাগ

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল কমল নাথের আবেদন (HC dismisses Kamal Nath plea) ৷ কোন মামলায় ধাক্কা খেলেন তিনি ?

Calcutta High Court dismisses Kamal Nath plea on disproportionate assets case
ফাইল ছবি
author img

By

Published : Feb 10, 2023, 8:09 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: আয়কর দফতরের বিরুদ্ধে করা মামলায় আবারও ধাক্কা খেলেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷ তাঁর আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (HC dismisses Kamal Nath plea) ৷ এর আগে সংশ্লিষ্ট মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল, সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, 2019 সালের 7 এপ্রিল কমল নাথের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে আয়কর বিভাগ (Income Tax Raid Against Kamal Nath) ৷ কলকাতা এবং মধ্যপ্রদেশের একাধিক শহরে একযোগে তল্লাশি চালানো হয় ৷ কলকাতায় কমল নাথের বাড়িতেও অভিযানে নামেন আয়কর আধিকারিকরা ৷ একইসঙ্গে, মধ্যপ্রদেশে সেরাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওএসডি-সহ আরও কয়েকজন ঘনিষ্ঠের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ সেই অভিযানে একাধিক নথি, মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

আয়কর বিভাগের দাবি, 2019 সালের 7 এপ্রিলের সেই অভিযানের পরই কমল নাথের ঘনিষ্ঠ এক ব্যক্তির দিল্লির বাড়ি থেকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের দিল্লির কার্যালয়ে 20 কোটি টাকা পাঠানো হয় ৷ টাকার এই হস্তান্তর বেআইনি বলে দাবি আয়কর বিভাগের ৷ এদিকে, তল্লাশি অভিযানের জেরে এই ঘটনার সঙ্গে শহর কলকাতাও জড়িয়ে পড়ে ৷

কমল নাথ চেয়েছিলেন, এই ঘটনায় কলকাতার বিষয়গুলি নিয়ে যে তদন্ত বা মামলা চলছে, তা কলকাতাতেই করা হোক ৷ কিন্তু, আয়কর বিভাগ তাদের কাজের সুবিধার জন্য পুরো মামলাটিই দিল্লির আদালতে স্থানান্তর করার দাবি জানায় ৷ সেই মামলাটির শুনানি হয় বিচারপতি বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে ৷ তিনি কমল নাথের আবেদন খারিজ করে আয়কর বিভাগের পক্ষে রায় দেন ৷ জানিয়ে দেন, এই মামলার পরবর্তী সমস্ত শুনানি দিল্লির আদালতেই হবে ৷ সিঙ্গল বেঞ্চের সেই রায় চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন কমল নাথ ৷

শুক্রবার বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ কিন্তু, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, হিসাব বহির্ভূত টাকা নিয়ে যে তদন্ত চলছে, তা আয়কর বিভাগের নিজস্ব বিষয় ৷ সেখানে আদালতের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয় ৷ তাই সংশ্লিষ্ট মামলাটি দিল্লিতেই সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: আয়কর দফতরের বিরুদ্ধে করা মামলায় আবারও ধাক্কা খেলেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷ তাঁর আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (HC dismisses Kamal Nath plea) ৷ এর আগে সংশ্লিষ্ট মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল, সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, 2019 সালের 7 এপ্রিল কমল নাথের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে আয়কর বিভাগ (Income Tax Raid Against Kamal Nath) ৷ কলকাতা এবং মধ্যপ্রদেশের একাধিক শহরে একযোগে তল্লাশি চালানো হয় ৷ কলকাতায় কমল নাথের বাড়িতেও অভিযানে নামেন আয়কর আধিকারিকরা ৷ একইসঙ্গে, মধ্যপ্রদেশে সেরাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওএসডি-সহ আরও কয়েকজন ঘনিষ্ঠের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ সেই অভিযানে একাধিক নথি, মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

আয়কর বিভাগের দাবি, 2019 সালের 7 এপ্রিলের সেই অভিযানের পরই কমল নাথের ঘনিষ্ঠ এক ব্যক্তির দিল্লির বাড়ি থেকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের দিল্লির কার্যালয়ে 20 কোটি টাকা পাঠানো হয় ৷ টাকার এই হস্তান্তর বেআইনি বলে দাবি আয়কর বিভাগের ৷ এদিকে, তল্লাশি অভিযানের জেরে এই ঘটনার সঙ্গে শহর কলকাতাও জড়িয়ে পড়ে ৷

কমল নাথ চেয়েছিলেন, এই ঘটনায় কলকাতার বিষয়গুলি নিয়ে যে তদন্ত বা মামলা চলছে, তা কলকাতাতেই করা হোক ৷ কিন্তু, আয়কর বিভাগ তাদের কাজের সুবিধার জন্য পুরো মামলাটিই দিল্লির আদালতে স্থানান্তর করার দাবি জানায় ৷ সেই মামলাটির শুনানি হয় বিচারপতি বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে ৷ তিনি কমল নাথের আবেদন খারিজ করে আয়কর বিভাগের পক্ষে রায় দেন ৷ জানিয়ে দেন, এই মামলার পরবর্তী সমস্ত শুনানি দিল্লির আদালতেই হবে ৷ সিঙ্গল বেঞ্চের সেই রায় চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন কমল নাথ ৷

শুক্রবার বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ কিন্তু, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, হিসাব বহির্ভূত টাকা নিয়ে যে তদন্ত চলছে, তা আয়কর বিভাগের নিজস্ব বিষয় ৷ সেখানে আদালতের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয় ৷ তাই সংশ্লিষ্ট মামলাটি দিল্লিতেই সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.