কলকাতা, 1 মার্চ: আপাতত আগামী 9 মার্চ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে সংরক্ষণের তালিকা সংক্রান্ত বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দায়ের করা মামলার শুনানি শেষ না হওয়ায় এই স্থগিতাদেশ দিল হাইকোর্ট ।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তরফের আইনজীবী এসএস পাটোয়ালিয়া বলেন, "পিছিয়ে পড়া শ্রেণীর তালিকা এখনও সম্পূর্ণ হয়নি । তফশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের আসনের বিভাজন কী হবে, কমিশন এখনও তা স্পষ্ট করেনি । জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তালিকা পরিবর্তন করাই স্বাভাবিক । সেই তালিকা সংশোধন করা হয়নি । ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কোনোটাতেই এই সংশোধন করা হয়নি । পিছিয়ে পড়া বাড়িতে সার্ভে করা হয়নি ।"
নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, "ডিলিমিটেশন হয় 10 বছর অন্তর । আর সংরক্ষণ তালিকা পাঁচ বছর অন্তর ঠিক হয় । এই দুটি কাজই পরস্পরের সঙ্গে সাজুয্য রেখে সম্পন্ন করা হয় । 2022 সালে সেটা করা হয়েছে ।
পাশাপাশি ওবিসি, এসসি, এসটি সংরক্ষণের হিসাব এক রকম হয় না ।" নির্বাচন কমিশন এখনও তাদের বক্তব্য শেষ করেনি । আগামী 9 মার্চ ফের শুনানি । সেই জন্য ওইদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেন ৷ সেখানে বলা হয়, রাজ্য সংরক্ষণের তালিকা সংশোধন না করে আসলে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে । পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের সংরক্ষণের তালিকা সংশোধন না করেই ভোট করাতে চাইছে । রাজ্য যাতে সেটা না করতে পারে সেই জন্য আদালত নির্দেশ জারি করুক ।
প্রসঙ্গত, 2018 সালের মে মাসে বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ৷ হিসেব মতো ওই সময়ের মধ্য়েই ওই ভোট হওয়ার কথা ৷ কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে যে পরীক্ষা পর্ব মিটলেই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু আদালতের স্থগিতাদেশ বহাল থাকলে পঞ্চায়েত ভোটও পিছোতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: 27 ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, শুভেন্দুর মামলায় নির্দেশ হাইকোর্টের