ETV Bharat / state

সাইক্লোন যশ : দু-দিন কলকাতা হাইকোর্টে শুনানি বন্ধ - কলকাতা হাইকোর্ট

গতবছরের আমফানের স্মৃতিকে উসকে দিয়ে এ-রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : May 25, 2021, 6:43 AM IST

কলকাতা, 25 মে : ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে দু'দিন কার্যপ্রণালি বন্ধ রাখল কলকাতা হাইকোর্ট ৷ 26 ও 27 তারিখ হাইকোর্টে সমস্তরকম শুনানি বন্ধ ৷

গতবছরের আমফানের স্মৃতিকে উসকে দিয়ে এ রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷ তটস্থ রাজ্য প্রশাসন ৷ আতঙ্কে মানুষ ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ এই পরিস্থিতির মধ্যে আগামীকাল ও পরশু সবরকম ছোট-বড় মামলার শুনানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট ৷ সোমবারই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : নারদ-কাণ্ড নিয়ে সিবিআই-এর পিটিশনে ত্রুটি, নতুন আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের

আদালতের জারি করা নোটিসে জানানো হয়েছে, "মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী 26 ও 27 তারিখে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে ৷ যে কারণে ভারী বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ তাই 26 ও 27 তারিখের যে মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না ৷ এই দুটো দিন আদালতের যেসব কর্মী বা আধিকারিক উপস্থিত থাকতে পারবেন না তাদের অনুপস্থিত দেখানো হবে না ৷" হাইকোর্টের প্রধান বিচারপতি এতে সিলমোহর দিয়েছেন ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব মূলত চলবে ওড়িশার বালেশ্বর, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুরের উপর ৷ এরাজ্যের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে ৷ এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 185 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সমুদ্রে জলোচ্ছাস থাকবে 1-4 মিটার উঁচু ৷ আবহাওয়া দফতর জানায়, যশকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে ৷

কলকাতা, 25 মে : ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে দু'দিন কার্যপ্রণালি বন্ধ রাখল কলকাতা হাইকোর্ট ৷ 26 ও 27 তারিখ হাইকোর্টে সমস্তরকম শুনানি বন্ধ ৷

গতবছরের আমফানের স্মৃতিকে উসকে দিয়ে এ রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷ তটস্থ রাজ্য প্রশাসন ৷ আতঙ্কে মানুষ ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ এই পরিস্থিতির মধ্যে আগামীকাল ও পরশু সবরকম ছোট-বড় মামলার শুনানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট ৷ সোমবারই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : নারদ-কাণ্ড নিয়ে সিবিআই-এর পিটিশনে ত্রুটি, নতুন আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের

আদালতের জারি করা নোটিসে জানানো হয়েছে, "মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী 26 ও 27 তারিখে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে ৷ যে কারণে ভারী বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ তাই 26 ও 27 তারিখের যে মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না ৷ এই দুটো দিন আদালতের যেসব কর্মী বা আধিকারিক উপস্থিত থাকতে পারবেন না তাদের অনুপস্থিত দেখানো হবে না ৷" হাইকোর্টের প্রধান বিচারপতি এতে সিলমোহর দিয়েছেন ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব মূলত চলবে ওড়িশার বালেশ্বর, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুরের উপর ৷ এরাজ্যের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে ৷ এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 185 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সমুদ্রে জলোচ্ছাস থাকবে 1-4 মিটার উঁচু ৷ আবহাওয়া দফতর জানায়, যশকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.